আপনি কি প্রফেশনাল ভাবে ফটো এডিটিং শিখতে চান?
ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছেন না?
সুপ্রিয় ভাই ও বোনেরা সকলে কেমন আছেন? আশা করি ভাল আছেন! আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে প্রফেশনাল ভাবে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন।
র্তমানে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কঠিন কোন কাজ নয়। আপনারা চাইলে সহজেই আপনার থেকে ব্যাকগ্রাউন্ড আলাদা করতে পারবেন।
অনেকে স্মার্ট ফোন দিয়ে ব্যাকগ্রাউন্ড ভালো ভাবে এডিট করতে পারে না।
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কোন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনি অনেক নিখুঁতভাবে ফটো থেকে ব্যাকগ্রাউন্ড আলাদা করবেন।
আপনি এপ্লিকেশন ব্যবহার করতে পারেন অথবা আপনি ওয়েবসাইট থেকেও সরাসরি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন।
শুরুতে বলা যা, ব্যাক গ্রাউন্ড রিমুভ বলতে বোঝানো হয়েছে আপনার ছবি ঠিক ছবির পেছনে যা আছে সবকিছু ডিলিট হয়ে যাবে। আপনি নতুনভাবে সেই পিছনে ছবির ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবেন।
তো চলুন, দেরি না করে জানা যাক কোন অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইটটি ব্যবহার করে আপনি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন।
এপ্লিকেশনটি ইন্সটল করার জন্য আপনি সরাসরি Play store এ চলে যাবেন। Play store এ গিয়ে সার্চ করবেন Remove.bg.
Play store এ সার্চ করার পর প্রথমে আপনি অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটি install করে নেবেন।এপ্লিকেশনটি ইন্সটল হওয়ার পর ওপেন করবেন।
এপ্লিকেশনটি ওপেন করার পর আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখানে উপরে ইংরেজিতে লেখা থাকবেঃ
Upload an image to remove the background. এখানে ইংরেজিতে লেখা থাকবে Upload image. Upload image এ ক্লিক করবেন।
Upload image এ ক্লিক করার পর প্রথমবার Permission চাইবে। আপনি Permission দিয়ে দিবেন।
Permission দেওয়ার পর আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনার ফোনে থাকা All Gallery, file, gallery আসবে। সেখানে যেকোনো একটিতে ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। গ্যালারিতে যাওয়ার পর আপনার জীবন একটি ছবি সিলেক্ট করুন যে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান।
আপনি ফটোটি সিলেক্ট করার পর সরাসরি অ্যাপ্লিকেশন নিয়ে যাওয়া হবে এবং অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে।
ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভার পর আপনি ব্যাকগ্রাউন্ড আর কিছুই দেখতে পারবেন না।
তারপর আপনি সেই ফটোর পিছনে ব্যাকগ্রাউন্ড এড করতে পারবেন।
Remove.bg অ্যাপলিকেশনটিতে কয়েক সপ্তাহ আগে ব্যাকগ্রাউন্ড লাগানো যেতো কিন্তু এখন তারা সেটা বন্ধ করে দিয়েছে।
এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য pro version ব্যাবহার করতে হবে৷ অর্থাৎ টাকা দিয়ে অ্যাপলিকেশনটি ব্যবহার করতে হবে।
আমি আপনাদের আরো একটি অ্যাপলিকেশনের কথা বলব যেটা ব্যবহার করে ফ্রীতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন।
এই অ্যাপলিকেশনটিও আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। play store এ গিয়ে সার্চ করবেন Face app.
সার্চ করার পর আপনি প্রথমেই অ্যাপলিকেশনটি পেয়ে যাবেন।
অ্যাপলিকেশনটি ওপেন করার পর আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন।
তারপর ডানদিকে তিনবার ক্লিক করার পর আপনি সেখানে নিচে Lets go started এ ক্লিক করবেন। Lets go এ ক্লিক করার পর আপনি নিচে Camera ও Gallery. দেখতে পাবেন।
সেখানে Gallery তে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি Allow দিয়ে দিবেন।
তারপর সেখানে গ্যালারির সব ছবি শো করবে। যে ছবিটি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেটা সিলেক্ট করুন।
ছবিতে ক্লিক করার পর সেখানে Agree তে ক্লিক করবেন। ছবিতে ক্লিক করার পর face app টিতে নিয়ে যাওয়া হবে।
সেখানে নিচে অনেক ধরনের অপশন পেয়ে যাবেন। সেখানে ডানদিকের শেষে Background নামে একটি অপশন পাবেন সেখানে ক্লিক করবেন।
সেখান থেকে যেকোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে Apply তে ক্লিক করবেন। তারপর আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে নতুন অনেক ব্যাকগ্রাউন্ড যোগ করতে পারবেন।
ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে।
Click here: https://www.facebook.com/profile.php?id=100087366003509&mibextid=ZbWKwL আশা করি সম্পূর্ণ পোস্টটি আপনারা পড়েছেন। আমি সর্বদা সঠিক তথ্য দেয়ার চেষ্টা করেছি ৷
আমার পোস্টের লেখাতে যদি কোনোপ্রকার ভূল পেয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন।
আপনারা আমার লেখা পোস্টটি Facebook, messanger, বিভিন্ন সামাজিক মাধ্যমে ইত্যাদি ছড়িয়ে দিতে পারেন, এতে অনেকেরই উপকার হতে পারে,
নামাজ বাদ দিয়ো না বন্ধু । নামাজ পড়ো বন্ধু , এপারের থেকে ওপারের জীবন অনেক সুন্দর♥️ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ কামনায় করি।..….🥀আল্লাহ হাফেজ🥀
You must be logged in to post a comment.