আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই? তো আপনি কি জানেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে?
হয়তো জানেন না আর সেজন্যই আমার আর্টিকেলটি পড়তে এসেছেন। বিষয়টা খুব সহজ মনে হলেও এটি হতে পারে খুবই বিপদজনক।
মনে করেন আপনার এনআইডি কার্ড দিয়ে অন্য কেউ দুই নম্বারিভাবে সিম রেজিস্ট্রেশন করে সেটা ব্যবহার করছে।
আর সে যদি কোন বড় ধরনের অপরাধ করে বসে সেই অপরাধের মামলাতে আপনিও ফেসে যেতে পারেন। হ্যাঁ বিষয়টা এতদূর পর্যন্ত যেতে পারে।
তবে চিন্তার কোন কারণ নেই এখনো সময় আছে এর থেকে ফিরে আসার।
তো সবার আগে আপনাদের দেখায় যে কিভাবে আপনারা চেক করবেন যে আপনাদের এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে। তো চলুন শুরু করা যাক।
প্রথমে আপনারা আপনাদের ডায়াল প্যাড ওপেন করবেন।
- তারপর ডায়াল করবেন *16001#
তারপর আপনার এনআইডি কার্ড এর নাম্বারের শেষের চারটি কোড বসিয়ে দিবেন এবং sent এ ক্লিক দিবেন।
তারপর আপনাকে বলা হবে যে কিছুক্ষণের মধ্যে আপনার নাম্বারে এসএমএস করে জানিয়ে দেয়া হবে।
আপনার আইডি কার্ডের শেষের চার নাম্বার যদি সঠিক হয় তাহলে আপনাকে জানিয়ে দেয়া হবে যে আপনার নাম্বারে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে। এবং সেই সিমগুলোর শেষ নাম্বার গুলো আপনি দেখতে পাবেন।
এবার যদি আপনি দেখেন আপনি রেজিস্ট্রেশন করেননি এমন নাম্বার এখানে দেখাচ্ছে তাহলে অবশ্যই আপনার পার্শ্ববর্তী সিম কোম্পানির এজেন্ট এর কাছে যেয়ে ওই সিমটা ডিএক্টিভেট করে নিবেন।
আর হ্যাঁ স্মার্ট ফোন ছাড়াও যেকোনো ফোন দিয়ে এই কাজটা করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত ছিল। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের খুব কাজে আসবে। ধন্যবাদ।
You must be logged in to post a comment.