আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আবারো একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ।এই পোস্টটিতে MX Player app এর একটি অসাধারণ সেটিং নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক,,
ভিডিও দেখার জন্য MX Player apps প্রায় 90% মানুষ ব্যবহার করে থাকে ।কিন্তু অনেকে জানে না mx player এ এমন কিছু লুকানো সেটিং আছে যেগুলো দিয়ে আমাদের দৃষ্টিভঙ্গিকে আরো উপভোগ করে তুলতে পারবে। এ পোস্টটিতে mx player এর ভিডিও, অডিও ইত্যাদি গোপনীয় জিনিস কিভাবে গোপন জায়গায় রাখা যায় তা খুব সহজভাবে তুলে ধরব।
তাই আপনি যদি পোস্টি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন। তাহলে mx player এর অসাধারণ সেটিং খুব সহজে জানতে পারবেন।
MX Player এর গোপন জিনিস গোপনে রাখুন ।
আমাদের অনেকেরই এমন কিছু ছবি, অডিও,ভিডিও ইত্যাদি থাকে যা অন্যদের কাছ থেকে গোপন জায়গায় রাখতে হয়। কিন্তু কিভাবে এসব ফাইলগুলো গোপনে রাখতে হয় সেই সেটিংস আমাদের জানা থাকে না। ফলে অনেকেরই দুশ্চিন্তায় ভুগতে হয় । তাই আপনি চাইলে mx player এর যে কোন ভিডিও কিংবা ফাইল লুকিয়ে রাখতে পারবেন। তো চলুন এটি হাতে নাতে করা যাক:-
- প্রথমে "Mx Player" এপস open করার পর উপরে "3 dot" মেনুতে ক্লিক করুন ।
- এরপর "local"অপশন থেকে "Private Folder" বাটনে ক্লিক করুন।
- তারপর Enter Pin নামে একটি অপশন আসবে । সেখানে আপনার ইচ্ছে মত 4digit এর সংখ্যা দিবেন ।
- এরপর একটি সচল ই-মেইল দিতে হবে ।
- আপনার ই-মেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে সেটা দিবেন ।
- নিচে প্লাস আইকনে ক্লিক করুন ।
- তারপর আপনার প্রয়োজনীয় জিনিসগুলো সিলেক্ট করুন ।
- এভাবে আপনি খুব সহজেই গোপন জিনিস গোপনে রাখতে পারবেন ।
তো পাঠক বৃন্দ পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই । এ ধরনের সুন্দর সুন্দর পোস্ট পেতে জে-আইটি ওয়েবসাইটে ভিজিট করুন । তাই আমি আর কথা না বাড়িয়ে পোস্টটি এখান থেকে শেষ করছি । পরবর্তী আটিকেল না পাওয়া পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ্ হাফেজ ।
You must be logged in to post a comment.