(১) কিভাবে একটি নাম্বার কে MS Word document এ ওয়ার্ড এ কনভার্ট করবেন
সংখ্যাটিকে ডাবল ক্লিক করে সিলেক্ট করুন, তারপর ctrl+f9 চাপুন, তারপর সংখ্যাটির সামনে = দিন, তারপর সংখ্যাটির পরে \* দিন।
তারপর type করুন cardtext, তাওপর সংখ্যাটিকে আবার সিলেক্ট করুন। তারপর মাউস থেকে রাইট বাটন চাপুন এবং Update field কমান্ড দিন। তারপর enter button প্রেস করুন এবং রেজাল্ট পেয়ে যাবেন।
(২) আমরা টেবিলের কোন কে উপরে
টেবিলের যেকোন row উপরে তুলতে প্রেস করুন: Alt + Shift + up arrow
টেবিলের যেকোন row নিচে নামাতে প্রেস করুন: Alt + Shift + up arrow
( (৩) কম্পিউটারের স্ক্রিন মিনিমাইজ করতে (To minimize all open file on screen)
Windows Button +D
(৪) সর্বশেষ ব্যবহৃত ফাইল খুলতে (To open latest open file & all drive)
Windows Button +E
(৫) ল্যাপটপের সাথে প্রজেক্টর কানেক্ট করতে (To connect laptop with a projector)
Windows Button +P
You must be logged in to post a comment.