মোবাইলে তোলা ছবি বিক্রি করে ইনকাম।

বন্ধুরা ছবি তুলতে কে না পছন্দ করে ? আমরা সবাই কম বেশি ছবি তুলতে পছন্দ করি। আমাদের হাতে হাতে এখন সর্ম্ট ফোন আছে আর আমরা এই ফোন দিয়ে শখের বশে প্রতিনিয়ত ছবি তুলে থাকি।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

আচ্ছা এই ছবি যদি বিক্রি করে ইনকাম করা যায় তাহলে কেমন হবে? হ্যাঁ আজকে এমন একটা ইন্টারন্যাশনাল সাইট শেয়ার করব যেখান থেকে আপনার মোবাইলে তোলা ছবি বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন।

তবে চলুন দেখে নিয় কি কেরতে হবে।

বন্ধুরা ছবি বিক্রি করতে প্রথমে আপনাকে নির্ধারিত সাইটে সাইনআপ করতে হবে। সেজন্য নিচের লিংকে প্রবেশ করুন।

https: //submit.shutterstock.com/?rid=388161951&language=en

তারপর সাইন আপে ক্লিক করুন। 

তারপর যে ফরমটা আসবে ওইটা ঠিক মতো পূরণ করুন । আপনার নাম ঠিকানা এন আই ডি অনুসারে পূরণ করুন ( যাদের এন আইডি নাই তারা তাদের পিতা মাতা ভাই বোন এর এন আই ডি দিতে পারেন)

একটা শক্তিশালি পাসওয়ার্ড দিন যাতে কেউ আপনার একাউন্ড হ্যাক করতে না পারে।

তারপর রেজিস্টেশন ক্লিক করুন।

হয়ে গেল আপনার একাউন্ট.. এখন একাউন্টটাকে আপডেট করতে হবে। সেজন্য ড্যাশবোর্ডে যাবেন তারপর বামপাশে নিচের কোনায় একাউন্ট দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন।

তারপর সবকিছু ঠিক মতো পূরণ করতে হবে । আপনার একটা প্রোফাইল পিক দিতে পারেন। তারপর সেভ বাটনে ক্লিক করুন।

হয়ে গেল আপনার একাউন্ট এর কাজ। এখন ছবি আপলোড করতে হবে। তারপর সেই ছবি বিক্রি হবে এবং আপনার ইনকাম হবে। আপনার ছবির উপর নির্ভর করবে আপনি কতো টাকা ইনকাম করবেন।

ছবি আপলোডের জন্য ডান পাশে উপরে এড বাটনে ক্লিক করবেন।

তার পর আপলোড মিডিয়ায় ক্লিক করবেন। তারপর নতুন একটা উইনডো ওপেন হবে সেখানে সিলেক্ট মাল্টিপোল ফাইলে ক্লিক করলে আপনার মোবাইলে ফ্লোডারে নিয়ে যাবে সেখান থেকে আপনার কাংখিত ছবি সিলেক্ট করুন।

তারপর নেক্স এ ক্লিক করুন।

এরপর নতুন একটি উইনডো আসবে সেখানে আপনার ছবির পাশে একটা টিক বক্স আসবে সেখানে টিক মার্ক করে দিলে একটা ফোরাম আসবে সেখাবে ছবি সর্ম্পকিত তথ্য দিতে হবে।

ছবি রিলেটেড কি ওয়ার্ড দিবেন। তারপর সাবমিট বাটনে ক্লিক করুন । 

হয়েগেল আপনার কাজ।।এখন কর্তৃপক্ষ দুই তিন দিনের মধ্যে আপনার ছবি এপরুভ করবে। তারপর আপনার ছবি যে দামে বিক্রি হবে সেখান থেকে আপনি টাকা পাবেন। 

তবে কিছু কিছু কারনে আপনার ছবি এপরুভ হবে না। চলুন জেনে নেই কারণগুলো

1। ছবিতে কোনো ওটার মার্ক থাকা যাবে না।

2। ছবি আপনার তোলা হতে হবে

3। গুগল বা অন্য কোন সাইট থেকে ডাউনলোড করা ছবি দিলে এপরুভ হবে না।

এতক্ষন তো কিভাবে ইনকাম করবেন সেই বিষয়ে অনেক বক বক করলাম । অনেক টাকা তো ইনকাম করলাম এখন তো এইটাকা আমাদের পকেটে আনতে হবে। চলুন দেখে নেই কিভাবে আমরা পেমেন্ট নিব।

এটা যেহেতু একটা ইন্টারন্যাশনাল সাইট তাই এখান থেকে পেমেন্ট নিতে আপনার কোনো ইন্টারন্যাশনাল মাধ্যম ব্যবহার করতে হবে।

এখানে পয়েনার এর মাধ্যমে টাকা উইথড্রো দিতে হবে।

কিভাবে পয়েনার একাউন্ট খুলবেন তা ইউটিউবে দেখে নেবেন। অনেক ভিডিও পাবেন।

তো আজবে এই পর্যন্ত . কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন সমস্যা সমাধান করব ইনশাল্লাহ।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ