আসসালামু আলাইকুম, আজকাল মানুষ টাকা কোথায় আছে সেখানে দৌড়াতে শুরু করে,, হইত কেউ টাকার সন্ধান পেতে সফল হই আর কেউ অসফল।
বর্তমান যোগে ইনকাম করার অনেক পদ্ধতি আছে যদি আপনার চেষ্টা থাকে তাহলেই আপনি সফলতা হতে পারেন।
এখনকার যোগে অনলাইনে ইনকাম করার মত অনেক উপায় আছে যদি আপনি আসল জায়গায় যেতে পারেন। এখনকার মানুষ অনলাইনে আয় করতে চায় কিন্তু পারেনা।
তার কারন হচ্ছে ইউটিউবে ৯৯% ভূয়া ভিডিও ছাড়ে যেখানে লেখা থাকে,, মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করুন, মনে হয় টাকা অর বাবায় দিব। তবে আমি কিছুটা পরামর্শ দিতে পারি যে, কোন কাজের পিছনে দৌড়ালে আপনি সফল হতে পারবেন।
আমি এর জন্যই বলতে পারি কারন আমিও অনেক ধুকা খেয়েই বড় হইছি তাই আমি চাইনা যে আমার মত আগ্রহি মানুষ যেন ধুকা না খায়।
এখন আমরা আসল বিষয়ে আসি, অনলাইন আয়, একটা মানুষ আরেকটা মানুষকে এমনে এমনে টাকা দেইনা অনেক পরিশ্রমের মাধ্যমে টাকাটা হাতে নিতে হয়।
তাই আমি বলি আজেবাজে ভিডিও না দেখে আমি যেগুলার কথা বলি সেগুলা ট্রাই করে দেখতে পারেন এবং খোজ নিতে পারেন যে আসলে ঠিক বলছে কিনা।
শুরুতে একটা কথা বলি অনলাইন কাজ করতে হলে আপনাকে আগে অনেক পরিশ্রম করতে হবে এবং অনেক দৈর্য ধরতে হবে। দৈর্য ছাড়া অনলাইনে কাজ করতে পারবেননা। এখন তাহলে বলা যাক?
১/ ফ্রিল্যান্সিং
এই নামটি আপনি অবশ্যই শুনেছেন,, এখানে অনেক ধরনের কাজ আছে, আপনার যেটা খুশি সেটা নিয়ে কাজ করতে পারেন।
তবে যে কাজটা সিলেক্ট করবেন সেই কাজটা আপনার শিখতে হবে তারপর আপনি ইনকাম করতে পারবেন, লক্ষ লক্ষ টাকা, এটা অনেক দৈর্যের প্রয়োজন।
২/ ইউটিউব
দেখা গেছে আপনি ভিডিও ছারতে ভালবাসেন কিংবা আপনার একটা বিষয়ে অনেক দক্ষ তাহলে ইউটিউব টা সিলেক্ট করে নিতে পারেন, তবে কোন কপিরাইট চলবেনা সব নিজের হতে হবে। এটাউ অনেক দৈর্যের ব্যাপার।
৩/ অনলাইনে কেনা বেচা
যেমন ডলার কিংবা অন্যান্য পণ্য বা দ্রব্য। আশা করি এই তিনটা থেকে যেকোন একটার উপর চেষ্টা চালিয়ে গেলে আপনার সফলতা কেউ আটকাতে পারবেনা। যদি ভাল লাগে আমার পাশে থাকবেন।
nice
Ok
You must be logged in to post a comment.