মোবাইলে কার্যকারী কিছু টিপস- মানলে মোবাইল চলবে বহুদিন

১. Disable unnecessary pre-installed apps

আমরা যখন একটি এন্ড্রোয়েড স্মার্টফোন (android smartphone) কিনি, তখন তাতে আগের থেকেই কিছু apps install করা থাকে যেগুলি আমরা ব্যবহার করিনা। এবং, এই এপ্লিকেশন (application) গুলি আমাদের মোবাইলের ইন্টারনাল স্টোরেজ স্পেস নিয়ে রাখে এবং background update বা background এ চলতে থাকার ফলে মোবাইলের ব্যাটারী, storage এবং processor ব্যবহার হোতে থাকে।

তাই, অকারণে নিজের মোবাইলের ব্যাটারী এবং স্পিড ক্ষয় হতে না দেয়ার জন্য, আপনি সেই pre-installed apps গুলি Disable কোরে রাখতে পারেন।

Apps disable করলে, আপনার প্রয়োজন না হওয়া apps গুলি মোবাইল ফোনে থাকা সত্ত্বেও কোনো রকমের কাজ করবেন। Background এ চলতে থাকা বা ব্যাটারী ব্যবহার করা, এধরণের কাজ apps গুলি করতে পারবেনা।

Android apps disable করার জন্য আপনারা >> settings >> app manager বা apps এ গিয়ে app বেঁচে তারপর তাকে enable বা disable করতে পারবেন।

২. Restrict background data of apps

আমাদের মোবাইলের অনেক রকমের apps কম বেশি পরিমানে background এ data বা ইন্টারনেট ব্যবহার করতে থাকে। সেবেপারে আমরা বুঝিনা কিন্তু background এ ইন্টারনেট ব্যবহারের ফলে আপনার ইন্টারনেট প্যাক (internet pack) অনেক জলদি শেষ হয়ে আসে এবং আপনি তার কারণ বুঝে পাননা।

তাই, android mobile এর settings অপশনে গিয়ে তার পর Data usage অপশনে গেলে, আপনারা সেই apps এর তালিকা দেখবেন যেগুলি মোবাইলে সব থেকে বেশি ইন্টারনেট ডাটা (internet data) ব্যাকগ্রাউন্ডে (background) ব্যবহার করছেন।

এবং, apps এর তালিকার থেকে, যেই app সব থেকে বেশি background data ব্যবহার করছে তাকে select বা ক্লিক কোরে তাতে থাকা “data” অপশনটি disable কোরে দিলেই সেই app ব্যাকগ্রাউন্ডে আর ডাটা বা ইন্টারনেট ব্যবহার করবেন।

৩. মোবাইলের ব্যাটারির আয়ু বাড়ান

মোবাইল চার্জে (charge) দিয়ে ব্যবহার করবেননা। এতে, মোবাইলের ব্যাটারিতে খারাপ প্রভাব পরে এবং অনেক জলদি ব্যাটারি খারাপ হয়ে যেতে পারে।

তাছাড়া, আপনার android mobile সব সময় ৯২% বা তার থেকে কম চার্জ দিবেন এবং ২০% এর নিচে চার্জ থাকলে ব্যবহার করবেননা।

সম্পূর্ণ ১০০% চার্জ হয়ে গেলে, ধ্যান দিয়ে চার্জার টা মোবাইল থেকে খুলে দিবেন। নাহলে, ব্যাটারিতে চাপ পরে।

মোবাইলের ব্যাটারির সাথে জড়িত এই টিপস গুলি মেনে চললে, আপনার এন্ড্রয়েড মোবাইলের ব্যাটারী অনেক বছর ভালো ভাবে কাজ করবে।

৪. ইন্টারনাল স্টোরেজ ফ্রি করুন

আমাদের মোবাইলের ইন্টারনাল স্টোরেজ (internal storage) যখন সম্পূর্ণ ভাবে শেষের দিকে এসে পরে, তখন কিছু এপস ইনস্টল (apps install) করতে গেলেই, “Low internal storage” এর একটি মেসেজ চোলে আসে। ফলে, নতুন এপস মোবাইলে ইনস্টল করাটা অসম্ভব হয়ে পরে।

তাছাড়া, মোবাইলের ইন্টারনাল স্টোরেজ লো হয়ে গেলে বা অনেক কোমে গেলে, মোবাইল স্লো কাজ করে এবং কিছু ক্ষেত্রে হ্যাং (hang) হওয়া শুরু করে।

তাই, কিছু সাধারণ টিপস ব্যবহার কোরে আপনারা নিজের মোবাইলের ইন্টারনাল স্টোরেজ স্পেস (internal storage space) বাড়িয়ে নিতে পারবেন।

Delete unnecessary apps – সবচে আগেই, আপনার মোবাইলের ইন্টারনাল স্টোরেজ থেকে অপ্রয়োজনীয় এপস ডিলিট করুন। যেসব, এপস আপনি ব্যবহার করেন কেবল সেগুলি মোবাইল ফোনে রাখুন।

Shift media to memory card – যদি আপনার মোবাইল অনেক videos বা music file আছে, তাহলে সেগুলি একটি external memory card এ transfer করুন। কেবল, Rs.৩০০ এর ভেতরেই আপনারা একটি ১৬ জিবি memory card বাজারে পেয়েযাবেন।

Clean apps cache data – প্রত্যেকটি apps আপনার মোবাইলের কিছু জায়গা ক্যাশে ডাটা (cache data) হিসেবে নিয়ে রাখে। তাই, সময়ে সময়ে এই ক্যাশে ডাটা ডিলিট কোরে আপনারা মোবাইলের ইন্টারনাল স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। আপনারা, settings >> manage apps বা installed apps এ গিয়ে এক এক কোরে apps বেঁচে নিয়ে তারপর cache delete বা delete data অপশনে গিয়ে মোবাইলে ক্যাশে ডিলিট করতে পারবেন।

৫. Reboot your smartphone

যেভাবে, আমাদের শরীরে ঘুমের প্রয়োজন এবং ঘুমোলে আমরা fresh এবং সক্রিয় মনে করি ঠিক সেভাবেই একটি স্মার্টফোন ও মাঝে মাঝে রিস্টার্ট (restart) বা রিবুট (reboot) করলে, সে fresh এবং আবার সক্রিয় (active) হয়ে উঠে।

আপনি, নিজেই দেখবেন, যখন আপনার মোবাইল বেশি হ্যাং (hang) হবে বা স্লো (slow) কাজ করবে, তখন তাকে একবার restart বা reboot করে দিলেই সে আবার দ্রুত কাজ করা শুরু করে।

তাই, আপনার android smartphone দিনে একবার হলেও reboot বা restart করবেন। এতে, মোবাইলের কর্মক্ষমতা হটাৎ ভালো হয়ে উঠে।

৬. Make smartphone stylish

আপনারা launcher apps এর ব্যাপারে জানেন কি না ? বিভিন্য Launcher aaps যেমন Nova launcher বা Go launcher বা আরো অনেক রকমের ফ্রি launcher apps এন্ড্রয়েড মোবাইলে ইনস্টল কোরে বিভিন্য themes এর দ্বারা নিজের স্মার্টফোনের LOOKS CUSTOMIZE, icon, home screen customize করে বদলে দিয়ে আরো আকর্ষণীয় বানিয়ে নিতে পারবেন। আপনারা হাজার হাজার সুন্দর এবং আকর্ষণীয় থেমিস (themes) পেয়েযাবেন।

৭. মোবাইলের স্ক্রিন রেকর্ড করুন

আপনারা যদি YouTube tutorial videos বানান তাহলে এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করে স্ক্রিন রেকর্ড করে স্ক্রিনের ভিডিও বানানোর প্রক্রিয়া আপনাদের অনেক কাজে আসবে।

গুগল প্লে স্টোরে গিয়ে, AZ screen recorder বা Mobizen screen recorder app এর মধ্যে যেকোনো একটি নিজের মোবাইলে ডাউনলোড এবং ইনস্টল কোরে, আপনারা android মোবাইলের স্ক্রিন ভিডিও হিসেবে রেকর্ড করতে পারবেন।

৮. মোবাইলে antivirus apps ব্যবহার

একটি android mobile কেনার পর আমরা তাতে অনেক রকমের apps বা files ব্যবহার করি এবং ইন্টারনেট ব্যবহার করে বিভিন্য ওয়েবসাইটে visit করাটাতো সাধারণ কথা।

কিন্তু, আপনারা জানেন, ইন্টারনেটের বিভিন্য ওয়েবসাইট, apps বা files এর অবিশ্বস্ত জায়গার থেকে নিজের মোবাইলে ডাউনলোড করা বা ব্যবহার করায় আপনার মোবাইলে অনেক ধরণের malware, spyware, adware বা Tr

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Md.Ebrahim Kholil - Jul 24, 2022, 1:40 PM - Add Reply

Ami To Lekhsi R Lekkar Pro jon nai

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles