মোবাইল ফোন। সবচেয়ে বেশি বিক্রিত ফোন

মোবাইল ফোন ছাড়া একটা পুরো দিন শেষ কবে কাটিয়েছেন? কাটানোর কথা আদৌ ভাবতে পারেন কি? যেটা ছাড়া আপনার চলেই না, সেই মোবাইল ফোন নিয়ে জেনে নিন ৫ টি এমন তথ্য, যা আপনার ভালোলাগবে।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

১) আপনি কি কখনও নোকিয়া ১১০০মডেল ব্যবহার করেছেন? জেনে রাখুন, এটাই পৃথিবীরইতিহাসে সব থেকে বেশিবিক্রিত ইলেকট্রিক্যাল গ্যাজেট।২৫০মিলিয়নের বেশি সংখ্যকএই ফোন বিক্রি হয়েছে।

২) ১৯৮৩সালে আমেরিকায় প্রথম যে মোবাইল ফোনটি ব্যবহার করা হয়েছিল, সেটা রদামছিল মাত্র ৪ হাজার ডলার। অর্থাত্‍, ভারতীয় মুদ্রায় মাত্র, ২ লক্ষ ৪০ হাজার টাকা।

৩) মোবাইল ফোন ব্যবহার করার সময় মাথায় রাখবেন যে, আপনি টয়েলেট গেলে যে পরিমাণ ব্যাকটেরিয়ায় মাঝে গিয়ে পড়েন, মোবাইল ফোন মানে আপনি তার থেকেমাত্র ১৮ গুন বেশি ব্যাক টেরিয়াকে সঙ্গ দেন।

৪) শুধু মাত্র ব্রিটেনেই প্রতি বছর নানা মানুষের হাত থেকে ১লক্ষ মোবাইল ফোন টয়লেটে পড়ে যায়। আপনারটা কখনও গিয়েছেনাকি।

৫) আপনি একমাসে এখনও পর্যন্ত সব থেকে বেশি কত টাকার মোবাইল ফোনের বিল মিটিয়েছেন? যেপরিমাণ টাকা ইহোক, আপনি,সেলিনা অ্যারোনসের থেকে বেশি টাকার বিল দেননি নিশ্চয়ই।কারণ, তিনিএটায় বিশ্বরেকর্ড করেছেন।তিনি একমাসে মোবাইল ফোনের বিল মিটিয়ে ছেন মাত্র ১ লক্ষ ৪২ হাজার পাউন্ডের।ভারতীয় মুদ্রার হিসেবে সেটা প্রায় ১কোটি ৩০ লক্ষটা কার মতো।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Alim - May 20, 2022, 10:21 AM - Add Reply

আপনার আর্টিকেলে ইনকাম বারাতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হন।
https://www.facebook.com/groups/4923657331062352/?ref=share

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ