আপনার হাতে থাকা ফোনটি হ‍্যাং হয়ে গেলে কি করবেন জেনে নিন

বর্তমান সময়ে আমরা যে ডিভাইস টি সবচেয়ে বেশি ব্যবহার করি তা হল মোবাইল ফোন। ইন্টারনেট কিংবা গেমিং সব ধরনের কাজে এখন মোবাইল ফোনের ব্যবহার সর্বত্র । 

আর এই মোবাইল ফোন যদি ঠিকমতো কাজ না করে তাহলে অনেকে অধৈর্য হয়ে যায়। একটানা অনেকক্ষণ যাবৎ আপনি যদি মোবাইল ফোন ব্যবহার করেন তাহলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি অচল অথবা হ্যাং হয়ে যায় । এতে দুশ্চিন্তার কোনো কারণ নেই।

আমরা যখন নতুন একটা এন্ড্রয়েড মোবাইল কিনি প্রথম প্রথম ফোনটি ভালোই ফাস্ট কাজ করে কিন্তু সময় যেতে যেতে কেমন যেন আপনার হাতে থাকা ফোনটি ডাউন হয়ে যায় ; যাকে আমরা বলি স্লো হয়ে যাওয়া হ্যাং করা।

এতে আমাদের অনেকেরই উটকো ঝামেলা পোহাতে হয় । ধরুন আপনি আপনার হাতে থাকা ফোনটি দিয়ে গেম খেলছেন হঠাৎ করে আপনার ফোনটি আটকে গেছে আপনি ফোনটা ঠিক মতন স্ক্রল করতে পারছেন না। 

আবার অনেক সময় কোন অ্যাপস ব্যবহার করতে গেলে দেখা যায় অ্যাপসটি ওপেন হচ্ছেনা। তাহলে বুঝে নিবেন আপনার হাতে থাকা ফোনটি স্লো হয়ে গেছে।

তাহলে আপনার ফোনটি হ্যাং হয়ে যাওয়া আটকাতে এখনই আপনাকে নিতে হবে কার্যকরী পদক্ষেপ।

চলুন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি হ্যাং হয়ে যাওয়ার কারণ সম্পর্কে জেনে নেওয়া যাক -

আপনার হাতে থাকা মোবাইল ফোনটি স্লো বা ফাস্ট কাজ করে তিনটি জিনিসের উপর নির্ভর করে।  

 1. কম প্রসেসর।

 2. মোবাইল ফোনের রেম কম থাকা।

 3 ইন্টারনাল স্টোরেজ এর অভাব

 যদি আপনার মোবাইলে কম ক্ষমতার RAM বা কম ক্ষমতার প্রসেসর লাগানো থাকে তাহলে তার কাজ করার ক্ষমতাও তুলনামূলক কম হবে।

ফলে ফোনো অতিরিক্ত চাপ পড়লে ফোনটি হ্যাং করবে কারণ আপনার হাতে থাকা মোবাইল ফোনটি মোবাইলে থাকা প্রসেসর এবং এর RAM ব্যবহার করে কোন ফাংশন ওপেন করার কাজটি করে থাকে।

যদি আপনার কাছে কম Processor বা কম র‍্যামের (500mb থেকে 1 জিবি) র‍্যাম লাগানো পুরনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকে তাহলে সেটি অবশ্যই স্লো কাজ করবে। কারণ তার প্রসেসর স্পিড ও র‍্যাম ক্ষমতা তুলনামূলক কম।

এমন পুরনো মডেলের মোবাইল ফাস্ট করার জন্য আপনাকে খুবই কম Apps যেমন একটি বা দুটি Apps ব্যবহার করতে হবে।এতে করে আপনার ফোনের প্রসেসর এবং র‍্যামে চাপ কম পড়বে এবং এর ফাস্ট কাজ করার ক্ষমতা বেড়ে যাবে । 

এবার চলুন দেখে নেওয়া যাক আর কি কি উপায়ে আপনি আপনার ফোনটিকে  হ্যাং হওয়ার সমস্যার হাত থেকে রক্ষা করতে পারেন -

 অপ্রয়োজনীয় অ্যাপস Uninstall করুন : 

 আপনার ফোনে আজেবাজে অ্যাপস ইন্সটল দিয়ে এর কার্যক্ষমতা নষ্ট করবেন না। আপনার ফোনটি হ্যাং হয়ে যাওয়ার মূল কারণ আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে থাকা এই অপ্রয়োজনীয় অ্যাপসগুলো।

 যদি আপনার ফোনটিকে ফাস্ট করতে চান তাহলে দেরি না করে সবার আগে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো Uninstall করুন।  

 অপ্রয়োজনীয় অ‍্যাপস Disable করুন : 

যত বেশি Apps আপনার মোবাইলে থাকবে ততবেশি আপনার ফোনটি স্লো হতে থাকবে। অধিক অ্যাপস ব্যবহারের সিস্টেম এবং ইন্টারনাল স্টোরেজ কমে যায়। এ কারণে 80 % মোবাইল স্লো হয়ে যায়। 

এক্ষেত্রে আপনি যেটা করবেন "force stop, Apps disable বা disable Apps" ফাংশন ব্যবহার করবেন। এতে আপনি আপনার সিস্টেম RAM এবং ইন্টারনাল স্টোরেজ বাঁচাতে পারবেন।

আরেকটা বিষয় অ‍্যাপস ডিজেবল এবং অ্যাপস আনইন্সটল দুটোই কিন্তু আলাদা ব্যাপার।

ডিজেবল করলে আপনি সেটা আবার enable করে ব্যবহার করতে পারবেন। 

ডিজেবল করতে হলে প্রথমে সেটিং অপশনে গিয়ে ইন্সটল করা অ্যাপ থেকে যে অ্যাপটি ডিজেবল করতে চান তা সিলেক্ট করে Disable করুন। 

Setting >> installed Apps >> Select >>Disable

Apps আপডেট করে রাখবেন : 

 আপনার ফোনে থাকা Apps গুলোর নতুন আপডেট আসার সাথে সাথে তা আপডেট করে রাখুন।এতে করে আপনার ফোনটি দ্রুত কাজ করবে এবং হ‍্যাং করা,ক্র‍্যাশ হওয়া অসুবিধা থেকে আপনি মুক্তি পেতে পারেন।

RAM Booster অ্যাপ ব্যবহার করুন : একটি স্মার্টফোন ফাস্ট রাখার জন্য আপনাকে র‍্যাম বুস্টার অ্যাপ অবশ্যই ব্যবহার করতে হবে।

এতে র‍্যামকে বুস্ট করে ফ্রি করে নেওয়া যায়। এতে ফোন হ্যাং করবে না। আপনি একটি RAM বুস্টার অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন।  

এছাড়া কয়েকটি ভালো র‍্যাম বুস্টার অ্যাপস হলো:

1. Speed Booster

2.Cleaner Master

3.Cache cleaner app

4.CC Cleaner - cleaner, booster, optimizer

 Clear Cache from Storage :  

মোবাইলের ইন্টারনাল স্টোরেজ ক‍্যাচে ( Cache) বলে একটি ডাটা জমা হতে থাকে যা আমরা অনেকেই জানিনা। এটি আমাদের ফোনের ইন্টারনাল স্টোরেজ কমাতে থাকে এবং ফোনটাকে স্লো করে দেয়। আপনি সহজেই এই Cache ডাটা পরিষ্কার করে ফোন কে ফাস্ট করতে পারেন।

Cache ডাটা পরিষ্কার করতে আপনি আপনার ফোনের-

Settings >> Storage >>Cache data >>Clear cache data

সেটিংস অপশনে গিয়ে স্টোরেজ সিলেক্ট করে ক‍্যাচ ডাটা ক্লিক করে ক্লিয়ার ক্যাচ ডাটা ক্লিক করে আপনি আপনার স্টোরেজটা ক্লিন করতে পারবেন।

যদি আপনার এন্ড্রয়েড ফোনটি স্লো হয়ে যায় বা হ্যাং করে তাহলে উপরোক্ত উপায় গুলো ব্যবহার করে খুব সহজেই আপনার হাতে থাকা ফোনটি ফাস্ট করে নিতে পারেন। 

এই আর্টিকেলটি পড়ে যদি আপনার উপকার হয়  তাহলে শেয়ার করতে ভুলবেন না।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
MD SAGOR - Apr 23, 2021, 5:56 AM - Add Reply

https://blog.jit.com.bd/ref/01725451116

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles