মোবাইলে গ্রাফিক্স ডিজাইন করার নিয়ম

বর্তমান সময়ে গ্রাফিক্স ডিজাইন একটি গুরুত্বপূর্ণ স্কিল, যা আমাদের সকলকেই শিখা উচিত। আমরা অনেকেই মনে করি, গ্রাফিক্স ডিজাইন কম্পিউটার ছাড়া সম্ভব নয়, কিন্ত এ ধারণা কিছুটা ঠিক হলেও সম্পূর্ণ সঠিক নয়! কম্পিউটার দিয়ে অনেক অ্যাডভান্সড ফটো এডিটিং করা যায়।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

কিন্তু কাজ সারানোর মতো ফটো ইডিট আপনি মোবাইলেও করতে পারবেন। যেমন: ইউটিউব থাম্বনেইল, ইউটিউব চ্যানেল ব্যানার, ফেসবুক পেজ কভার ফটো, ফাইভার গিগ ইমেজ, ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম প্রোফাইল ফটো, ইনস্টাগ্রাম রীলস, ইউটিউব ভিডিও ইন্ট্রো ইত্যাদি। আপনি যদি ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন, তাহলে আপনার প্রয়োজীয় সবটুকু গ্রাফিক্স ডিজাইন আপনি মোবাইলেই করে নিতে পারবেন!

আমি আজকে আপনাকে মোবাইলে গ্রাফিক্স ডিজাইন করার সেরা কিছু অ্যাপস দেখাবো, এবং মোবাইলেই ছবির এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন তাও দেখাবো।

মোবাইলে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করবেন । 

ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাকে একটি ওয়েবসাইট এ যেতে হবে। ওয়েবসাইট টির লিংক নিচে দেওয়া হলো:

www.remove.bg

এই ওয়েবসাইট টিতে গিয়ে আপনার ছবিটি আপলোড করলে কয়েক মুহূর্তের মধ্যেই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন!

[ আপনি চাইলে ওয়েবসাইট এ না গিয়ে প্লে স্টোর থেকে ওয়েবসাইট টির এপ ডাউনলোড করতে পারেন। Remove bg লিখে সার্চ দিলেই অ্যাপটি পেয়ে যাবেন ]

মোবাইলে গ্রাফিক্স ডিজাইন করার সেরা ৫ টি অ্যাপস

১. Canva

Canva হলো আমার মতে মোবাইলে গ্রাফিক্স ডিজাইন করার সেরা অ্যাপস। এই অ্যাপটি আমি নিজে ব্যাবহার করি। এখানে আপনি অনেক ধরনের ফিচার পাবেন, যার সবগুলো বলতে গেলে আর্টিকেল টি খুব বড় হয়ে যাবে। আপনি অ্যাপটি প্লেস্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। এই অ্যাপ থেকে আপনি সকল ধরনের সোশ্যাল মিডিয়া, অনলাইন মার্কেটপ্লেস, ইত্যাদি এর জন্য ছবি তৈরি ও ইডিট করতে পারবেন। প্রেসেন্টেশন, ওয়েবসাইট ইত্যাদির জন্য ও ছবি তৈরি করতে পারবেন।

২. Adobe Lightroom

এই অ্যাপটি ব্যাবহার করে আপনি অনেক ধরনের ফটো এডিটিং ফিচার পাবেন। এটিও অ্যাডবি কোম্পানির একটি অ্যাপস। প্লে স্টোরে অ্যাপটি পেয়ে যাবেন।

৩. Adobe Photoshop Express Photo Editor

এটিও এডোবি কোম্পানির একটি অ্যাপ। এই অ্যাপটি ও আপনি ফটো এডিটিং এর জন্য ব্যাবহার করতে পারেন। অ্যাপটি প্লেস্টোর এ পাবেন।

৪. Snapseed

এটি গুগল কোম্পানির একটি অ্যাপ। অনেক সহজেই ব্যাবহার করতে পারবেন এবং অনেক ফিচার পাবেন। প্লেস্টোর থেকে ডাউনলোড করতে পারেন।

৫. Picsart 

এটিও প্লে স্টোর এ একটি জনপ্রিয় অ্যাপস। অনেক ধরনের ফিচার পাবেন। প্লেস্টোর এ অ্যাপটি পাবেন।

বিশেষ দ্রষ্টব্য: Canva ছাড়া বাকি সবগুলো অ্যাপস ছবি এডিট করার জন্য ভালো। শুধুমাত্র Canva তে আপনি ছবি তৈরি করতে পারবেন। Canva ইউজ করলেই আপনার আর কোনো অ্যাপস দরকার হবে না ছবি তৈরি করার জন্য।

এমনকি এই অ্যাপটিতে আপনি ভিডিও তৈরি এবং এডিট করতে পারবেন। আবার, এই অ্যাপটিতে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন প্রো সাবস্ক্রিপশন নিলে। কিন্তু মনে করবেন না এই অ্যাপটি ইউজ করতে টাকা লাগবে। শুধুমাত্র অল্প কিছু ফিচার ফ্রী সাবস্ক্রিপশন এর মধ্যে পাবেন না।

মোবাইলে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করবেন

ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই ওয়েবসাইট টিতে যাবেন:

www.unscreen.com

এই ওয়েবসাইট টিতে আপনার ভিডিও আপলোড করলে মুহূর্তের মধ্যেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন!

ভিডিও এডিটিং এর জন্য সেরা তিনটি অ্যাপস

১. Kinemaster

এই অ্যাপটি আমি নিজে ব্যাবহার করি ভিডিও এডিটিং এর জন্য।আপনারাও অবশ্যই ব্যাবহার করে দেখবেন। 

২. Inshot

এই অ্যাপটিও ভিডিও এডিটিং এর জন্য অনেক ভালো। অবশ্যই ট্রাই করে দেখবেন।

৩. Filmora Go

এই অ্যাপটি কেও ব্যাবহার করতে পারেন। অনেক ধরনের ফিচার পাবেন।

উপরোক্ত তিনটি অ্যাপসই ভিডিও এডিটিং এর জন্য অনেক ভালো। অনেক ধরনের ফিচার রয়েছে। এমনকি তিনটি অ্যাপসই ফ্রী তে ব্যাবহার করতে পারবেন।

গ্রাফিক্স ডিজাইন রিলেটেড আরো কিছু অ্যাপস যা অবশ্যই ট্রাই করে দেখবেন:

Sketchbook, Pixellab, Infinite Painter

এই ছিল গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত সেরা কিছু অ্যাপস এবং ওয়েবসাইট। উল্লিখিত সব অ্যাপস গুলোই আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। আপনার কোনো পছন্দনীয় অ্যাপস এর কথা যদি না বলে থাকি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

পরবর্তীতে কোন বিষয়ে জানতে চান, অবশ্যই তাও কমেন্ট করে জানাবেন। এবং আর্টিকেল টিতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।আবারও ইন শা আল্লাহ্ দেখা হবে আরেকটি আর্টিকেল এর মাধ্যমে।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Al Imran - Feb 15, 2022, 10:50 AM - Add Reply

লেখাটা কেমন হলো বলবেন,আপনাদের কতটা উপকার হলো।

You must be logged in to post a comment.
Md Tanver - Feb 15, 2022, 10:54 AM - Add Reply

অনেক সুন্দর লেখা হইছে। খুব উপকার হলো।

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ