বর্তমান সময়ে আমাদের সবার হাতে মোবাইল ফোন আছে।। দিন দিন এই ডিভাইস এর ব্যবহারকারী বাড়ছে। সময়ের সাথে সাথে এই প্রযুক্তিগুলো আপডেট হচ্ছে, চাজিং ক্ষমতা বৃদ্ধি দ্রুত চাজিং ক্ষমতা বৃদ্ধি করানো আরও নানা সুবিধা।
এই ফোন ব্যবহার করতে অনেক সময় মোবাইর ফোন গরম হয়। অধিকাংশ ক্ষেত্রে ফোন গরম হওয়া বিষয়টিকে হার্ডওয়্যার বিষয় বলে মনে করা হয়। তবে কি কারণে গরম হয় এর থেকে বাচাঁর উপায় কি তা দেখে নিয়।
বন্ধুরা আমরা অনেক সময় মনে করি আমার ফোন কম দামি বলে গরম হচ্ছে । বিষয়টা ঠিক তা নয়। স্বাভাবিকভাবে ফোন 37-54 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হতে পারে।
তবে স্ট্যান্ডবাই অবস্থায় যদি 37-54 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হয় তাহলে বুঝতে হবে তোমার ফোনে সমস্যা আছে।
মোবাইল ফোন গরম হওয়ার কারণ সমূহ:
1। মোবাইল কম্পানিগুলো দিন দিন ফোনগুলো পাতলা করছে সেই তুলনায় ব্যাটারি উন্নত হয়নি ফলে চার্জ করা সময় বা ডিচার্জ হওয়ার সময় ফোন গরম হয়ে থাকে।
2। তাছাড়া আরও একটি কারণ হলো মোবাইলের প্রসেসর গরম হলে মোবাইল গরম হতে পারে। প্রসের এমন একটা ডিভাইস যা সব সময় চালু থাকে তাই আপনি মোবাইল কাজ করেন আর না করেন। তবে মোবাইল সুইচ অফ থাকলে এটি কাজ ক রে না।
3। তাছাড়া দুর্বল নেটওয়ার্ক এর জন্য ফোন গরম হতে পারে। দুর্বল নেটওয়ার্ক এর জন্য সিগনাল বার বার আসা যাওয়ার ফলে মোবাইর গরম হয়।
4। ওয়াইফাই এর সিগনার এর জন্য মোবাইল গরম হতে পারে।
মোবাইল ফোন গরম হওয়া থেকে রক্ষা পাওয়ার উপায়:
1। অনেকেই মোবাইলে কাভার ব্যবহার করে ফলে উৎপন্ন হওয়া গরম বের হতে পারে না। তাই মোবাইল গরম হলে ফোনের কাভার সরিয়ে ফেলুন।
2। মোবাইলে ফোনে সব সময় চার্জ রাখুন।
3। অতিরিক্ত এ্যাপ ব্যবহার করবেন না।
4। অতিরিক্ত গেম খেলা বা মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন।
5। সব সময় ওয়াইফাই বা ডেটা চালু করে রাখবেন না।
6। রাতে মোবাইল চার্জে রেখে ঘুমাবেন না এতে মোবাইলের ব্যাটারি ক্ষমতা লোপ পাই। এমনটি ফোন গরম হয়ে অগ্নিকান্ড ঘটতে পারে।
বন্ধুরা উপরক্ত বিষয়গুলো খেয়াল রেখে ফোন ব্যবহার করলে আশা করি আপনার ফোন গরম হবে না। মোবাইল কম দাম বা বেশি দাম এর উপর নির্ভর করে গরম হয় না বরং আপনার ব্যবহার বিধির উপর নির্ভর করে গরম হয়।
তাই অনুরোধ করব মোবাইল ব্যবহারে সচেতন হোন।
অতিরিক্ত মোবাইল ব্যবাহর শুধু আপনার মোবাইলের ক্ষতি করে না সাথে আপনার চোখ ব্রেন শারিরীক ক্ষতি সাধন করে । তাই আজ থেকে সাবধান হয়ে যান।
আমি আর আপনি জাভা ইউজার।
Good Post
You must be logged in to post a comment.