আপনি যদি আপনার মোবাইল ফোনের মাধ্যমে টিভি চালাতে চান তাহলে কিন্তু সেটা খুব সহজেই করতে পারবেন।
মোবাইলের মাধ্যমে আপনারা টিভি তিনটি পদ্ধতির মাধ্যমে কানেক্ট করতে পারবেন সে পদ্ধতি গুলোর নিচে আপনাদের সঙ্গে আলোচনা করা হলো।
আপনারা এই তিনটি পদ্ধতির ভেতরে যেকোন একটি পদ্ধতি ব্যবহার করে খুব সহজে আপনার মোবাইল ফোনের মাধ্যমে টিভি কানেক্ট করে নিতে পারবেন।
তাহলে চলুন সেই পদ্ধতিগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।
মোবাইল দিয়ে টিভি চালানো যায় কিভাবে?
বিভিন্ন রকমের টিভি বর্তমানে এখন বাজার রয়েছে আর টিভির ধরণ অনুযায়ী মোবাইলের মাধ্যমে টিভি কানেক্ট করার বিভিন্ন রকমের পদ্ধতি রয়েছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে,
আপনি যদি স্মার্ট টিভি ব্যবহার করে থাকেন তাহলে আপনার স্মার্ট টিভিকে শুধুমাত্র তিনটি উপায় সংযুক্ত করতে পারবেন আর Android TV 4 উপায়ে সংযুক্ত করে নিতে পারবেন।
তাহলে চলুন প্রথমে জেনে নেই যে কিভাবে আপনি স্মার্ট টিভি মোবাইলের সাথে কানেক্ট করবেন। এটা করার জন্য আপনারা শুধুমাত্র তিনটি পদ্ধতি অনুসরণ করি কাজটি করতে পারবেন সেগুলো নিচে দেওয়া হল।
USB কেবলের মাধ্যমে মোবাইলকে টিভির সঙ্গে সংযুক্ত করে নিন?
আপনারা যে কোন টিভি মোবাইল সাথে কানেক্ট করার জন্য ইউএসবি ক্যাবল ব্যবহার করতে পারেন। ইউএসবি ক্যাবল এর মাধ্যমে মোবাইলের সাথে টিভি যেভাবে কানেক্ট করবেন সেই নিয়মগুলো নিচে দেওয়া হল দেখে নিন।
1) প্রথমে আপনাকে, আপনার টিভির পিছনে যে ইউএসবি পোর্টে কেবলটি রয়েছে সেটি সংযুক্ত করে নিবেন।
2) আর তার অন্য পাশে আপনার মোবাইল ফোনটিকে কানেক্ট করে নিবেন।
3) তারপরে আপনাকে যে কাজ করতে হবে তা হচ্ছে, টিভির মেনুতে যেতে হবে ও কেবল নির্বাচন করে নিতে হবে।
4) এরপরে আপনি কেবলের মাধ্যমে শেয়ারিং বিজ্ঞপ্তি পেয়ে যাবেন।
5) ইউএসপি ট্যাব করার সময়ে, আপনার মোবাইলটি টিভির সাথে সংযুক্ত হয়ে যাবে।
6) আর এরপর থেকে আপনার টিভিতে যা দেখানো হবে সেটা আপনি সরাসরি লাইভ আকারে একদম আপনার মোবাইল ফোনে দেখতে পারবেন।
2) মাইক্রো HDMI কেবলের মাধ্যমে মোবাইলকে টিভির সাথে সংযুক্ত করে নিন
আপনারা হয়তোবা অনেকে শুনেছেন যে মাইক্রো HDMI কেবল একই ভাবে আসে।যদি আপনার টিভিতে ইউএসবি পোর্ট সাপোর্ট না করে থাকে, তাহলে সে ক্ষেত্রে আপনাকে HDMI কেবলের সাহায্যে টিভিটি মোবাইলের সাথে সংযুক্ত করা লাগবে।
আপনারা যখন একটা টিভি কিনেন তখন টিভি কেনার সময়ে, আপনাকে কোন ধরনের সংযোগের বিকল্পগুলি টিভির দোকান থেকে দেওয়া হয়েছে সেদিকে আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে।
তার কার্ড হলো এটা আপনার সংযোগকে আরো বেশি ব্যবহার করার ক্ষেত্রে সহজ করে তুলবে।
কিভাবে আপনি HDMI ক্যাবলের মাধ্যমে সংযুক্ত করবেন জেনে নিন
1) সবার প্রথমে আপনি আপনার টিভির পিছনে HDMI পোর্টটি কোন জায়গায় রয়েছে সেটা চেক করে নেন এবং তারপরে আপনি তারের HDMI পোর্টটিকে টিভিতে সংযুক্ত করে নিন।
2) আর অন্যদিকে আপনার মোবাইল ফোনের মাইক্রো পোর্ট কানেক্ট করে নিন।
3) তারপরে, টিভির মেনুতে যান, সেখান থেকে আপনাকে ইনপুটে অপশনের মধ্যে যেতে হবে এবং HDMI নির্বাচন করে দিতে হবে।
4) আর তাহলে আপনার মোবাইল ফোনটি টিভির সাথে সংযুক্ত হয়ে যাবে।
5) আর এখন আপনি খুব সহজে আপনার টিভিতে যা দেখবেন সেটা মোবাইলের মাধ্যমে অনায়াসে দেখতে পারবেন।
3) ওয়াইফাই ও স্ক্রিন মিররিংয়ের মাধ্যমে মোবাইলকে টিভির সাথে সংযুক্ত করে নিন
এই পদ্ধতিটি ব্যবহার করে আপনি আপনার মোবাইল ফোনের সাথে টিভিটি একদম খুব সহজভাবে সংযুক্ত করে নিতে, আর এটার জন্য কিন্তু আপনার কোন ধরনের কেবল ব্যবহার করার দরকার পারবে না।
মোবাইল দিয়ে আপনাকে টিভির কাছে বসে থাকতে হবে না কারণ এটা সরাসরি ওয়াইফের মাধ্যমে আপনি কানেক্ট করে নিতে পারবেন।
তাহলে চলুন জেনে কিভাবে আপনি খুব সহজে ওয়াইফাই অথবা স্ক্রিন মিররিং ধাপে ধাপে সম্পূর্ণ করবেন। আমরা সোনির স্মার্ট টিভিতেপরীক্ষা করে এই পদ্ধতিটি শেয়ার করছি আপনাদের সঙ্গে, তাই বাজারে যে বিভিন্ন ব্যান্ডের টিভিগুলো রয়েছে সেগুলোর কিছু সেটিং আলাদা হতে পারে।
কিন্তু বেশি করে ক্ষেত্রে দেখা যায় নিয়ম গুলো একই রকমের।
নিজের ধাপগুলো অনুসরণ করে আপনি আপনার মোবাইলে ওয়াইফাই ব্যবহার করে খুব সহজেই কানেক্ট করে নিতে পারবেন টিভিটিকে।
1) সবার প্রথমে আপনি আপনার মোবাইল ফোনের ওয়াইফাই কানেকশন ওপেন করে নিবেন।
2) তারপর মোবাইল ফোনের সেটিং অপশন থেকে অন্য ওয়্যারলেস সংযোগে চলে যাবেন।
3) আর এটার মধ্যে আপনি wifi Direct এবং screencast দেখতে পাবেন, এটাকে চালু করে দিবেন।
4) এখন আপনাকে আপনার টিভি ওপেন করার যে একটি বোতাম রয়েছে সেটাকে চালু করতে হবে এবং স্ক্রীন মিররিং নির্বাচন করে দিতে হবে।
5) আর তারপরে মোবাইলের সাথে টিভি কানেক্ট করে দিবেন।
6) এর জন্য, আপনার মোবাইল ফোনটি চেক করে টিভির সঙ্গে যে wifi নামটি দেখছেন সেটা কানেক্ট করে নিবেন
7) এখন আপনি মোবাইলটি পাশেরেখেসিনেমা উপভোগ করতে পারবেন খুব সহজে।
পরিশেষে,
তাহলে আমাদের আজকের আর্টিকেল থেকে আপনারা মোবাইল দিয়ে টিভি চালানো যায় কিভাবে মোবাইলেরমাধ্যমে কিভাবে টিভি চালাবেন সেই বিষয় সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানতে পারলেন।
আর আপনারা যদি এরকমের বিভিন্ন টেকনোলজি রিলেটেড বিভিন্ন তথ্য প্রতিদিন পেতে চান তাহলে আমাদের সঙ্গে থাকবেন।
You must be logged in to post a comment.