এখনকার যুগ ইন্টারনেটের হলেও আমরা সবসময় আমাদের পছন্দের গান, ভিডিও কিংবা ছবিগুলো মেমোরি কার্ডেই স্টোর করে রাখতে ভালোবাসি। অনেকে গুগল ড্রাইভ এ রাখলেও সেটার সংখ্যা নিতান্তই হাতে গোনা।
ফোনের স্টোরেজ শেষ? চটজলদি কিছু অ্যাপ্লিকেশন কিংবা বড় ফাইলগুলো মেমোরিতে মুভ করে ফেলে সেটার সমাধান। একরকম মুশকিল আসানই বলা চলে। কিন্তু সে মেমোরি কার্ডই যদি নষ্ট হয়ে যায় বিনা নোটিশে তখন কেমন লাগবে? নিশ্চয়ই রাগ হবে। হবারই কথা , কত গুরুত্বপূর্ন ফাইল আমরা জমা রাখি মেমোরি কার্ডে। আর যদি হুট করে সব নষ্ট হয়ে যায় তাহলে খারাপ লাগাটা তো স্বাভাবিকই।
কিন্তু মেমোরি কার্ড মূলত নষ্ট হয় কি কারণে সেটা কি জানেন? তাহলে আসুন জেনে নিই, মেমোরি কার্ড নষ্ট হওয়ার কারণ ও এর সমাধান।
মেমোরি কার্ড নষ্ট হওয়ার কারণ :
১। সঠিকভাবে ব্যবহার না করলে কিংবা সিস্টেমে কোনরুপ বাধা সৃষ্টি করার কারণে মূলত মেমোরি কার্ড নষ্ট হয়। অর্থাৎ ফোন বন্ধ না করেই কিংবা এজেক্ট না করে হুট করে মেমোরি কার্ড খুলে ফেলা।
২। কোন ফাইল মুভ বা কপি করার সময় মাঝপথেই সেটা ক্যান্সেল করে ফেলা।
৩। সারাক্ষণ ফোনের ব্লু-টুথ কিংবা ইন্টারনেট অন করে রাখা।
৪। যখন তখন যে কোন অ্যাড কিংবা ফাইলে ক্লিক করা এবং বিভিন্ন অপরিচিত ওয়েবসাইট থেকে ভিডিও বা অডিও ক্লিপ ডাউনলোড করে রাখা।
৫। মেমোরি কার্ড কিছুদিন পর ফরমেট না করা কিংবা পুরোপুরি ফুল করে ফেলা।
মেমোরি কার্ড নষ্ট হওয়া থেকে বাঁচাবেন কিভাবে?
১। ফোন বন্ধ করে কিংবা অপশন থেকে এজেক্ট করে মেমোরি কার্ড খুলুুন।
২। কোনো ফাইল মুভ বা কপি করার সময় সেটা সম্পূর্ণ হতে দিন।
৩। অপ্রয়োজনে ফোনের ব্লু-টুথ কিংবা ইন্টারনেট সংযোগ বন্ধ রাখুন। কেননা নেটে অনেক রকম ভাইরাস থাকে যা আপনার অজান্তেই আপনার মেমোরি কার্ডের ক্ষতি করতে পারে। কিছুদিন পর পর মেমোরি কার্ডের ফাইল অন্য কোথাও যেমন পেনড্রাইভ কিংবা হার্ডডিস্কে মুভ করে রাখুন।
৪। মেমোরি কার্ড ফরমেট দিন।
৫। অজানা ওয়েবসাইট থেকে অডিও বা ভিডিও ডাউনলোড করা থেকে বিরত থাকুন।
৬। সর্বোপরি, রাস্তার পাশে বিক্রি হওয়া সস্তা মেমোরি কার্ড কেনা থেকে বিরত থাকুন, কেননা এগুলো হিডেন স্টোরেজ দিয়ে পূর্ণ থাকে। যা আপনার মেমোরি কার্ডের পাশাপাশি ফোনেরও মারাত্বক ক্ষতি করতে পারে।
৭। গুগল ড্রাইভেও আপনারা ব্যাকআপ করে রাখতে পারেন আপনার ফাইলগুলো। তাহলে হুট করে যদি কোন সমস্যা দেখা দেয়া কিংবা মেমোরি নষ্ট হয়ে যায় তাহলেও আপনার ফাইলগুলো নষ্ট হবে না।
লেখাটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার প্রিয়জনদের জানার সুযোগ করে দিন। কোন অভিযোগ থাকলে কমেন্টে জানান। শিঘ্রই ফিরবো নতুন লেখা নিয়ে । সবাই ভালো থাকুন , সুস্থ থাকুন। ধন্যবাদ।
You must be logged in to post a comment.