কমদামে স্যামসাং এর সেরা মডেলের এনড্রয়েড মোবাইল

আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালই আছেন। সকলের ভাল থাকার প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের আয়োজন।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

কমদামের মধ্যে স্যামসাং এর একটি ভাল এনড্রয়েড মোবাইল এর বিস্তারিত আলোচনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। 

এই লিখনি কাদের জন্য ??

• যারা কমদামের মধ্যে ভাল একটি মোবাইল কিনতে চান।

• যাদের দেখতে শুনতে চালাতে আকষর্নীয় একটি এনড্রয়েড মোবাইল দরকার।

• সর্বোপরি যারা মোবাইল সম্পর্কে তথ্য জানতে আগ্রহী।

এরকম প্রত্যেকের জন্য আমার আজকের আয়োজন।

Samsung Galaxy A10s

জ্বী ঠিকই পড়েছেন। হয়তো কেউ কেউ নামটি শুনেছেন, কেউ কেউ হয়তো বর্তমানে ব্যবহার করছেন, আবার কেউ হয়ত ইতোমধ্যে ব্যবহার শেষ করে ফেলেছেন। কিন্তু তারপরেও এর সম্পর্কে হয়তো এত বিস্তারিত তথ্য জানেন নি। তাই, আজকে আপনাদের সামনে Samsung Galaxy A10s নিয়েই আলোচনা করবো। 

কেনো Samsung Galaxy A10s কিনবেন বা ব্যবহার করবেন?? 

আমার দৃষ্টিতে মোটামুটি কম দামের মধ্যে স্যামসাং এর এই মডেলটি খুবই ভাল মানের, আকষর্নীয় এবং বহুল ব্যবহৃত। আপনারা যদি এই মডেলটি অনলাইলে সার্চ দিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন এর ফিচার গুলো কেমন। এর প্রসেসর Octa Core এর। যা কিনা আই ফোনের প্রসেসরের পর সেরা প্রসেসর। এর OS মানে অপারেটিং সিস্টেমও একদম লেটেস্ট।

আর Front ও Back কেমেরাগুলো ত খুবই অসাধারন। আরোও রয়েছে Fingerprint, Accelerometer এর মত Sensors এর ব্যবহার। সাইজ ও ওজন খুবই সামঞ্জস্যপূর্ণ। এককথায় খুবই অসাধারন একটি এনড্রয়েড মোবাইল। 

আমার লিখনী থেকে কেনো জানবেন??

মোবাইল, এনড্রয়েড, কম্পিউটার বা এরকম প্রযুক্তি বিষয়ক প্রচুর তথ্যবহুল লিখনী রয়েছে অনলাইনের বিশাল জগতে। তবে কেনো আমার লিখনীটাই পড়বেন?? এটা একটা যৌক্তিক প্রশ্ন। যৌক্তিক প্রশ্নের জবাব যৌক্তিকভাবেই দেয়া উচিত। 

'একেক ফুলের একেক ঘ্রান' আশা করি কথাটির সাথে সবাই একমত? এরই মধ্যে আমার যৌক্তিক জবাবটাও হয়ে গেলো। জ্বি, হয়তো আমার লিখনীতে এমন নতুন ও আকষর্নীয় সব তথ্য পেয়ে যাবেন, যা হয়তো অন্য কোথাও পাননি বা পাবেন না। 

সুতরাং, আর দেরি না করে চলুন জেনে নেয়া যাক  আমাদের আজকের কাংখিত এনড্রয়েড মোবাইলটির আকষর্নীয় ম্পেশালিটি ও ফিচারসমূহ।

Samsung Galaxy A10s

Specifications

Name : Samsung Galaxy A10s

Brand : Samsung

Model : Galaxy A10s, SM-A107F, SM-A107M

Category: Smartphone

Network

Network Type: GSM / HSPA / LTE

Network : 2G GSM 850 / 900 / 1800 / 1900 - SIM 1 & SIM 2 (Dual-SIM only)

Network: 3G HSDPA 850 / 900 / 1900 / 2100

Network: 4G LTE

Speed: HSPA, LTE

GPRS: Yes

EDGE: Yes

Launch

Launch Announcement 2019, August

Launch Date Available. Released 2019, August

Body

Body Dimensions: 156.9 x 75.8 x 7.8 mm (6.18 x 2.98 x 0.31 in)

Body Weight: 168 g

Build: Front Glass, Plastic Body

Network Sim:  Single SIM (Nano-SIM) or Dual SIM (Nano-SIM, Dual stand-by)

Display

Display Type: PLS TFT capacitive touchscreen, 16M Colors

Display Size: 6.2 inches, 95.9 cm2 (~80.7% screen-to-body ratio)

Display Resolution: 720 x 1520 pixels, 19:9 ratio

Display Multitouch: Yes

Display Density : 271 ppi density

Platform

Operating System : Android

OS Version: 9.0 (Pie), upgradable to 10 (Ten)

User Interface (ui) One UI 2.0

CPU: Octa-core 2.0 GHz Cortex-A53

GPU PowerVR GE8320

Chipset: Mediatek MT6762 Helio P22 (12 nm)

Memory

Memory: Internal 32 GB

Memory External: microSDXC (dedicated slot)

Ram 2 GB, 3 GB

Camera

Primary Camera: Dual: 13 MP, 2 MP, (depth sensor)

Secondary Camera: 8 MP

Camera Features: LED Flash, Panorama, HDR

Video 1080p@30fps

Sound

Audio: Vibration, MP3, WAV Ringtones

Loudspeaker: Yes

3.5mm Jack: Yes

Connectivity

WiFi Wi-Fi: 802.11 b/g/n, Wi-Fi Direct, Hotspot

Bluetooth: 4.2, A2DP, LE

USB: microUSB 2.0, USB On-The-Go

Fm Radio: Yes

GPS: Yes, with A-GPS

Features

Sensors: Fingerprint (rear-mounted), accelerometer, proximity

Messaging: SMS(threaded view), MMS, Email

Browser: HTML5

Java: No

Battery

Battery Type: Non-removable Li-Po Battery

Battery Capacity: 4000 mAh Battery

More

Made: By Koria

Body Color: Blue, Green, Red, Black

কেমন লাগলো ফিচারগুলো??

আশাকরি আমাদের আজকের Samsung Galaxy A10s এনড্রয়েড মোবাইলটির স্পেশালিটি ও ফিচার সমূহ জেনেছেন, এবং এরই মধ্যে পছন্দও করে ফেলেছেন?? পছন্দ হওয়াই কথা। এরকম আকষর্নীয় স্পেশালিটি ও ফিচার সমৃদ্ধ এনড্রয়েড সেট কার না পছন্দ হয়।

এবার দামটা জানা যাক

এতক্ষন অনেক কথাই লিখলাম, এবার ফাইনাল মেটার অর্থ্যাৎ দাম সম্পর্কে জানাবো।  বাংলাদেশে এর অফিসিয়াল দাম মাত্র - ১২৪৯৯ টাকা। তারপরেও কখনো কখনো বিশেষ ছাড় আসে। এর জন্য সবসময় আপডেট তথ্য জানার চেষ্টা করতে হবে। আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ