ভাষা শিক্ষা অামাদের কর্মজীবনে অনেক কাজে লাগে। বিশেষ করে অনুবাদকদের জন্য ভাষাশিক্ষা প্রধান মন্ত্র।বিজ্ঞানীদের মতে, নতুন ভাষা শিখলে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। তাই অাজই নতুন ভাষা শিখুন।
সবাইকে এই পোস্টে স্বাগতম। এই অার্টিকেলের মাধ্যমে অাপনারা জানতে পারবেন যে কীভাবে নিজের ফোনের সাহায্যে ঘরে বসে বিশ্বের যেকোনো ভাষা শিখতে পারবেন। কথাগুলো শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন।ভাবছেব কত টাকা যে খরচ হবে? 😩 কিন্তু এখানে সম্পূর্ণটাই হবে বিনামূল্যে।তাই চিন্তার কোনো কারণ নেই।শুধু যা যা দরকার-
- অাপনার হাতে কিছু সময়।
- একটি স্মার্টফোন।
- স্মার্টফোনে এম্বি থাকতে হবে।
তবে কোর্সটা ডাউনলোড করে রাখলে।এম্বি খরচ হবে না।
- খাতা-কলম(ঐচ্ছিক)
কী কী শিখলেন তা খাতায় লিখে রাখবেন।তাহলে ভালোভাবে মনে থাকবে।
- মনোযোগী মন।
কীভাবে কী করতে হবে?
বিশেষ কিছু করতে হবে না।প্রথমে প্লে-স্টোরে গিয়ে দুইটি অ্যাপ ডাউনলোড করে নিন।অ্যাপ দুইটি সম্বন্ধে বিস্তারিত নিচে দেওয়া হলো-
Name: Duolingo Link: Play Store
Link: MOD Version
অ্যাপটি সম্পর্কে
এই অ্যাপটি অামার মতে প্রথম হওয়ার যোগ্যতা রাখে। কারণ এই অ্যাপটির মাধ্যমে অাপনি প্রচুর শব্দার্থ, বাক্য এবং ব্যবহারবিধি শিখতে পারবেন।এ ই অ্যাপ থেকে অাপনি একসাথে ৩৭টি ভাষা শিখতে পারবেন।
এই কোর্স শেষে অাপনি একটি সার্টিফিকেট পাবেন। যা অাপনার কর্মজীবনে সহায়ক ভূমিকা পালন করবে। অামি টই অ্যাপে ৩মাস ধরে শিখছি। অনেক কিছু শেখা হয়েছে। তাই Duolingo কর্তৃপক্ষকে অামি অসংখ্য ধন্যবাদ জানাই। উক্ত অ্যাপটির কিছু স্ক্রিনশট-
Name: LingoDeer Link: Play Store
Link: MOD Version
অ্যাপটি সম্পর্কে
এই অ্যাপটি Duolingo অ্যাপ এর পাশাপাশি ব্যবহার করতে পারেন। এই অ্যাপটির মাধ্যমে সর্বমোট ১৩টি ভাষা শিখতে পারবেন। এই অ্যাপটির উল্লেখযোগ্য গুণ হলো, এই অ্যাপে অাপনি কোনো বাক্যের ব্যাকরণিক ব্যাখ্যা দেখতে পারবেন।
তাছাড়া কোথায় কোন শব্দ ব্যবহার করতে হয়। তাও শিখতে পারবেন।এই ছোট্ট অ্যাপটির মাধ্যমে। অ্যাপটির কিছু স্ক্রিনশট এক পলকে দেখে ফেলুন-
অাপনারা চাইলে অ্যাপগুলোর র্যাংটিং দেখতে পারেন।যাই হোক, অাজকের পোস্ট এই পর্যন্ত ছিল।পরবর্তী পোস্টের জন্য অপেক্ষা করুন।অাশা করি এই পোস্টটি অাপনাদের ভালো লেগেছে🥰
You must be logged in to post a comment.