(Emergency) ইমারজেন্সী তথ্য গুলো কেন/ কিভাবে আপনি মোবাইলে দিয়ে রাখবেন? জেনে নিন এর গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে

(Emergency) ইমারজেন্সী তথ্য অনেক সহায়ক হতে পারে আপনার জন্য তাই এটি দিয়ে রাখা ভালো! 

✔️ Emergency information কি? 

ইমারজেন্সী  ইনফর্মেশন  হচ্ছে একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটি আপনি চাইলে আপনার স্মার্টফোনে সেট করে রাখতে পারবেন ।  আপনার মোবাইলে সেট করে রাখা  এই ইমারজেন্সী  ইনফর্মেশন গুলো যে কেউ আপনার স্মার্টফোনে লক না খোলেই দেখতে পারবেন।  ইমারজেন্সী  ইনফর্মেশন গুলোর মধ্যে হচ্ছে যেমন,  আপনার নাম, ঠিকানা, আপনার ফ্যামিলির গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বার ইত্যাদি।  

✔️ ইমারজেন্সী  ইনফর্মেশন গুলো কেন আমি ফোনে সেট করে রাখব ? 

ইমারজেন্সী  ইনফর্মেশন গুলো  ফোনে সেট করে রাখলে অনেক উপকারে আসছে পারে।  উদাহরণ হিসেবে কিছু কথা বলছি, আমাদের দেশে কিন্তু প্রতিদিন অনেক মানুষ সড়ক দুর্ঘটনায় কিংবা  স্টোক করে বিভিন্ন জায়গায় মারা যায়,  যদি সে একা হয় তাহলে দেখা যায় যে অনেক তার নাম ঠিকানা মিলছে না বা পাওয়া যাচ্ছে আর তা হলেও অনেক দেরিতে হয়।

আজকাল সবার সাথেই  কিন্তু স্মার্টফোন থাকে।  তাই আপনার ফোনে যদি এই ইমারজেন্সী  ইনফর্মেশন গুলো দেওয়া থাকে , তাহলে আপনি যদি কখনো কোনো দুর্ঘটনায় পড়েন ফোনটা নষ্ট না হয় তাহলে অন্য যে কেউ আপনার স্মার্টফোনের ফোন লক না খোলেই আপনার পরিচয় পেতে পারবে এবং  সেই নাম্বারে ফোন দিতে পারবে। 

✔️ কিভাবে মোবাইলে ইমারজেন্সী  ইনফর্মেশন সেইভ করে রাখব?  

মোবাইলে ইমারজেন্সী  ইনফর্মেশন সেইভ করে রাখতে নিচের ধাপগুলো অনুসরণ করুন। 

1. আপনার মোবাইল setting  এ যান। 

2. তারপর Users & accounts যান, সেখানে নিচে গিয়ে Emergency information  এ ক্লিক করবেন।  অথবা সরাসরি search setting এ Emergency information লিখে সার্চ করলেই পাবেন।

3. এখানে আপনি দেখতে পাবেন Edit information এবং add contract  নামে দুটি অপশন আছে।

4. Edit information এ আপনার নাম, ঠিকানা,  রক্তের গ্রুপ,  জেলা, উপজেলা ইত্যাদি লিখে রাখতে পারবেন। 

5. add contract - এ আপনার অভিভাবকদের কয়েকটি গুরুত্বপূর্ণ নাম্বার অ্যাড করে রাখবেন।

✔️ কিভাবে অন্যের ফোনে রাখা ইমারজেন্সী  ইনফর্মেশন পাবেন। 

1. আপনি মোবাইল লক অপশনের নিচে অথবা উপরে  Emergency লেখা দেখতে পাবেন,  সেখানে ক্লিক করলে Emergency information এ দুই বার চাপ দিলেই সব তথ্য দেখতে পাবেন।   

ভালো লাগলে শেয়ার করবেন, ধন্যবাদ। 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles