আসসালামুয়ালাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন এবার আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম Infinix Hot 12 Play ফোনের রিভিও। আমি প্রথমেই বলে রাখি যে এই ফোনটি মিডিয়াম লেভেল এর গেমিং ফোন।
তাই 13থেকে 14হাজার হলেই কেনা যায় ফোনটি বাজারে পাওয়া যায়তেছে 4/64 Ram 4/128
ফোনটিতে কী কী আছে আমি বলে দিতেছি নিচে
ডিসপ্লে 6.82 ভালো বড়োই / পান্চ হোল ন্চ
ফোনটির ওজন হলো 2.95 গ্রাম
ফোনটিতে সামনের ক্যামেরা হলো 8 মেগাপিক্সেল আর সামনে একটি ফ্লাস লাইট পেয়ে যাবেন। পিছনের ক্যামেরা 13 মেগাপিক্সেল সাথে আছে এআই লেন্স তাই ছবি ভালোই উঠবে।
ফোনটির প্রসেসর হলো মিডিয়াটেক হেলিও জি 35~ 2.3gh *সাথে রিফ্রেশ রেট পেয়ে যাবেন 90 তাই ফ্রি ফায়ার যদি খেলেন তাহলে গরম হবে না।
ফোনটির ব্যাটারি
এই ফোনের ব্যাটারি হলো 6000। ব্যাটারি বেক আপ অনেক ভালো পাবেন যদি গেমিং করেন টানা তাহলে 10ঘন্টা গেমিং করতে পারবেন।
আর গেমিং না করশে 48ঘন্টা চার্জ থাকবে। এবার আসুন যেনে নেই ফোনি চার্জ হইতে কত সময় লাগে । যদি 0থেকে 100চার্জ করেন তাহলে সারে তিন ঘন্টা লাগবে।
সব শেষে ফোনটির দাম নিয়ে কিছু বলি যদি আপনি 4*64 কিনেন তাহলে দাম পরবে 13হাজার টাকা আর যদি 4*128কিনেন তাহলে 14হাজার টাকা পরবে। লেখায় ভুল হলে ক্ষমা করবেন। পোস্টি পরার জন্য ধন্যবাদ ?
You must be logged in to post a comment.