সুপ্রিম পাঠকবৃন্দ, সবাইকে স্বাগতম আজকের এই আর্টিকেল। আজকের এই আর্টিকেলে আমি আপনাদের কে দেখাব কিভাবে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে আপনার ডাটা বাঁচাবেন।
এর কারণ হচ্ছে যারা গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে অনলাইনে বিভিন্ন কাজ করেন বা যেকোনো বিষয় সম্পর্কে সার্চ করেন এতে কিন্তু অনেক ইন্টারনেট, ডাটা, এম,বি যেটাই বলেন না কেন তা খরচ হয়। তো আপনি চাইলে তা এখন একটু কমিয়ে নিতে পারেন।
সেই সিস্টেম বর্তমানে গুগল ক্রোম ব্রাউজারে রয়েছে। যাইহোক, চলুন এবার দেখে নেই কিভাবে আপনি গুগল ক্রোম ব্রাউজারে MB সেইভ করবেন!
গুগল ক্রোম ব্রাউজারে ডাটা সেইভ করার উপায়!
1. প্রথমে আপনি গুগল ক্রোম ব্রাউজারে যান।
2. এবার গুগল ক্রোম ব্রাউজারের উপরে ডান কোনো একটি থ্রি ডট বারে ক্লিক করুন। ⬇
3. তারপর, আপনি নিচে যাবেন, নিচে গেলে Settings লেখা দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন।
⬇
4. Settings এ ক্লিক করার পর আপনি নিচে যাবেন, নিচে গেলে আপনি lite mode লেখায় ক্লিক করবেন।
5. lite mode এ ক্লিক করার পর আপনি সেখানে আপনি এর একটা বাটন দেখতে পাবেন, এই বাটন টি অন করে নিতে হবে।
আপনার আর্টিকেলে ইনকাম বারাতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হন।
https://www.facebook.com/groups/4923657331062352/?ref=share
Tecnicalbd.com
You must be logged in to post a comment.