কিভাবে আপনার নিজের ফোনের সাথে কথা বলবেন ?

আপনার মোবাইলের সাথে কথা বলার জন্য,প্রথমে গুগল এপ্লিকেশনটি অপেন করতে হবে।উপরে একটা প্রোফাইল বাটন রয়েছে সেখানে একটা ক্লিক করতে হবে।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

সেখান থেকে নিচে দিকে গেলে সেটিংস নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করতে হবে।ক্লিক করার পর আপনারা অনেক গুলো অপশন দেখতে পাবেন।সেখানে( google assistant) নামে এটা অপশন আছে সেখানে ক্লিক করতে হবে।

সেখান থেকে আবার (hey Google & voice match) নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন।সেখানে অফ করা থাকলে অন করে দিতে হবে,তার পর (voice models) ক্লিক করবেন।

সেখানে যাযা বলতে বলে মুখে বলবেন,তারপর আপনার কাজ শেষ। তারপর মোবাইল এর সাথে কথা বলার জন্য hey google বা ok google বলেন তাহলে মোবাইল কথা বলার জন্য প্রস্তুত হয়ে যাবে।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Md Billal hossein - Jul 23, 2023, 9:40 PM - Add Reply

Nice 🤠

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ