Mb ছাড়া ফ্রি ইন্টারনেট চালানোর উপায়

 এটি করতে হলে আমাদের প্রথমেই একট Vpn app ডাউনলোড দিতে হবে। অ্যাপটির নাম  Droid VPN. যেভাবে Droid VPN app টি ডাউনলোড করবেন তা হলো :-

এই এপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করলে ভালো  কাজ করবে না। সে জন্য  আপনাকে গুগলে সার্চ করে ডাউনলোড করে নিতে হবে।

গুগলে গিয়ে  DroidVPN Uptodown  লিখে সার্চ করলে যেই আপটি আসবে, সেটাই হলো অরিজিনাল app। এই এপটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে ।

DroidVpn দিয়ে ফ্রী নেট চালানোর উপায়

তারপর app টিতে প্রবেশ করুন। প্রবেশ করে Start বাটনে ক্লিক করুন। তারপর আপনাকে আপনার একাউন্ট এ সাইন ইন করতে বলবে বা একাউন্ট না থাকলে সাইন আপ বা একাউন্ট তৈরি করতে বলা হবে।  যেহেতু আপনার  একাউন্ট নেই, তাই আপনাকে একটি একাউন্ট তৈরি করতে হবে। একাউন্ট তৈরির জন্য app এ প্রবেশ করে বাম পাশে ৩ টি দাগ বাটনে ক্লিক করতে হবে।

তারপর কিছু অপশন আসবে সেখান থেকে Account লিখা বাটনে ক্লিক করতে হবে।

তারপরে Sign Up For Free লিখাই ক্লিক করে নিচের নিয়ম অনুযায়ী একাউন্ট তৈরি করলে ফ্রী তে নেট চালাতে পারবেন সারাজিবন।

 

এবার একটি Account Page  আসবে। সেখানে আপনি একটি  ইউজারনেম  দিবেন।  মনে রাখবেন, ইউজারনেম এ কখনও স্পেস থাকে না। তারপর আপনার ইচ্ছেমত একটি Password দিয়ে দিবেন। তারপর আপনি আপনার Email Address দিবেন। তারপর আপনাকে ক্যাপচা পূরণ করতে বলা হবে।

ওখানে ক্লিক করে দিন। ঠিক চিহ্ন উঠলে Sign Up এ ক্লিক করুন।

এরপর আপনার দেওয়া ইমেইলে একটি ম্যাসেজ যাবে। এই ম্যাসেজে আপনাকে আপনার একাউন্টটি নিশ্চিত করতে বলা হবে। নিশ্চিত করা  হয়ে গেলে আপনার একাউন্ট খুলার কাজ শেষ  হয়ে যাবে। এখন কথা বলব কিভাবে setting করবেন ভিপিএন এ।

Droid VPN settings:

এবার  আপনি DroidVPN app টিতে আবার প্রবেশ করবেন এবং আপনার  yoursername and password দিয়ে আপনার DroidVPN একাউন্ট এ সাইন ইন করবেন।

দ্বিতীয় কাজটি করতে আপনাকে Menu তে গিয়ে Setting এ যেতে হবে। Setting এ গিয়ে আপনি দেখতে পাবেন যে অনেক গুলো অপশন, এগুলো আপনাকে ভালো করে ঠিক করতে হবে। চলুন আমরা একে একে দেখতে থাকি,                       

 Load Configuration file

TCP and HTTP

Proxy Settings

VPN Connection Settings

Misc Settings

Settings info ইত্যাদি আপনাকে ভালো করে ঠিক করতে হবে।

Load Configuration file এ আপনাকে কোন কাজ করতে হবে না।

UDP Settings

ICMP Setting

UDP Setting এ গিয়ে আপনাকে যে কাজটি করতে হবে তা হল, Remote UDP Port এ 8080 লিখবেন। 

Local UDP Port এ গিয়ে 0 লিখবেন।

Choose UDP :

Mode এ গিয়ে Mode 1 দিয়ে Ok করতে হবে। 

এবার TCount  গিয়ে আপনাকে 500 লিখতে হবে। তারপর ওকে করতে হবে।

RCount এ গিয়ে আপনাকে 34 লিখে ওকে করতে হবে।

এখন PDP Setting এর কাজ শেষ হলো। আমাদের এখন শুধু ICMP Settings এ গিয়ে Choose ICMP Mode এ ভিতরে গিয়ে Static Seq Number সিলেক্ট করতে হবে। 

 

মুটামুটি কাজটি শেষ। এবার জেনে নিন কিছু কথা। কেননা এই তথ্য গুলো না জেনে app টি ব্যবহার করতে পারবেন না।  এই app টিতে আপনি ফ্রি ইন্টারনেট চালানোর সময় আপনার সিমে কোনরূপ টাকা রাখবেন না। টাকা রাখলে বা সিমে নেট থাকলে ওই টাকা বা নেট চলবে।

app টি Grameenphone সিমে চলে বেশী। কারন এটি  চলতে গিলে সিমে নেটওয়ার্ক ভালো পাওয়া লাগবে। app টি সকালে এবং রাতে ভালো কাজ করে। কারণ এই সময় app টিতে চাপ কম পরে। 

পরিশেষে : আপনারা যদি কোন কিছু না বুঝতে পারেন বা কোন সমেস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles