আস্সালামু আলাইকুম, প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্টেপ বাই স্টেপ কিভাবে সঠিক নিয়মে freelancer.com এ একাউন্ট তৈরি করতে হবে।
Table of content :-
1. Freelancer.com এ কিকি কাজ পাওয়া যায়?
2. Freelancer.com এ একাউন্ট তৈরি করার নিয়ম।
3. Account তৈরি করার পর কিকি করতে হবে?
1. Freelancer.com এ কিকি কাজ পাওয়া যায়?
সত্যি কথা বলতে, freelancer প্ল্যার্টফমে কিকি কাজ আপনারা করতে পারবেন তা সঠিক ভাবে বলা সম্ভব নয়।
কারন এখানে সারা পৃথিবীর বিভিন্ন লোক তাদের ভিন্ন ভিন্ন কাজের জন্য এখানে freelancer খুঁজে থাকেন।
তবে, আমি এখন নিচে freelancer প্ল্যার্টফমের জনপ্রিয় কিছু কাজ উল্লেখ করছি।
- Wordpress.
- Logo design.
- Graphic design.
- Digital marketing.
- Web development.
- App development.
- Content writing.
- Android development.
- Video editing.
- Web design.
- Branding.
- HTML, Java, CSS.
- Server management.
- Professional video creation.
তবে, মনে রাখবেন উপরোক্ত এই কাজ গুলো ছাড়া ও আরো এই রকম হাজার হাজার কাজ freelancer মার্কেটপ্লেস এ বিদ্যামান রয়েছে।
2. Freelancer.com এ একাউন্ট তৈরি করার নিয়ম।
ত বন্ধুরা এতক্ষন আমরা জানলাম যে freelancer ওয়েবসাইটে কিকি কাজ পাওয়া যায়। এখন চলে এসেছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ বিষয়ে।
এখন আমরা জানব কিভাবে freelancer সাইটে একাউন্ট তৈরি করতে হয়? (How to create a freelancer account?)
ত চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে দেখে নেই কিভাবে একাউন্ট তৈরি করতে হবে স্টেপ বাই স্টেপ।
- একাউন্ট তৈরি করার জন্য প্রথমে আপনার একটি Bowser open করে freelancer.com ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- এভার freelancer.com ওয়েবসাইটে ঢুকার পর আপনি একটি link দেখতে পাবেন, "earn money freelancing" নামে।এই লিংকে ক্লিক করার পর আপনাদের সামনে একটি রেজিষ্ট্রেশন ফর্ম আসবে।
- এখন এখানে আপনি দুভাবে একাউন্ট তৈরি করতে পারবেন।
- যথা:- আপনার Facebook id দিয়ে এবং আপনার Email id দিয়ে।
তবে, আমি মনে করি E-mail id দিয়ে খোলা ভালো। তার জন্য।
- প্রথম বক্সে আপনার E-mail id লিখুন।
- দ্বিতীয় বক্সে আপনার পছন্দমতো একটা Password দিন।
- এখন I agree to freelancer user agreement and privacy policy অপশনে ক্লিক করুন।
- এবার নিচের join freelancer অপশনে ক্লিক করুন।
- এখন আপনাকে একটি User name দিতে হবে। user name দেওয়ার পর এখন next অপশনে ক্লিক করুন।
- এখন আপনাকে একাউন্টে প্রবেশ করার জন্য দুটি অপশন আসবে। যথাঃ I want to work, I want to hire.
আপনি যদি freelancer account থেকে টাকা ইনকাম করতে চান তবে I want to work অপশনে ক্লিক করুন।
আবার আপনি যদি অন্য freelancer দের টাকা দিয়ে কাজ করাতে চান তবে I want to hire অপশনে ক্লিক করুন।
- এখন আপনার একাউন্ট sign up এর কাজ শেষ। এবার আপনার স্কিল (skills) গুলো দিয়ে দিন। যেমন :- আপনি কিকি কাজ জানেন এগুলো সিলেক্ট করা হয়েগেলে next step অপশনে ক্লিক করুন।
3. Account তৈরি করার পর কিকি করতে হবে?
- প্রথমে E-mail id দিয়ে একাউন্ট verify করে নিতে হবে।এর জন্য যে E-mail id ব্যবহার করে account তৈরি করেছেন সেই আইডির inbox এ আসা link দিয়ে verify করতে হবে।
- এখন আপনার মোবাইল নম্বর দিয়ে verify করতে হবে।
- এখন profile এর গিয়ে পূর্ণ ঠিকানা যুক্ত করুন।
- congratulations এখন আপনার একাউন্ট সম্পূর্ণ active হয়ে গেছে।
শেষ কথা:-
ত,বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনাঃ- আজ এই পোষ্টে আমি আপনাদের সাথে আলোচনা করেছি স্টেপ বাই স্টেপ freelancer. com এর একাউন্ট তৈরি করা থেকে এখানে কিকি কাজ পাওয়া যায়?
ত আশা করছি পোষ্টটি পড়ে আপনারা সবাই অনেক উপকৃত হবেন।
আর পোষ্টটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্য কমেন্ট করে আপনাদের মতামত আমাদের জানাবেন। আপনাদের মূলবান মতামত আমাদের ভবিষ্যতে আর ও ভালো কাজ করার জন্য উৎসাহ যোগাবে।
আর পোষ্টটি সর্ম্পকে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে, তবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন।আমি ইনশা আল্লাহ আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।
ত বন্ধুরা আবার ও খুব শীঘ্রই নতুন কোন পোষ্টে নতুন কোন বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে হাজির হয়ে যাব।আর এতক্ষন ধৈর্য ধরে মনোযোগ সহকারে পোষ্টটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।ত বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ।
You must be logged in to post a comment.