সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার বিভিন্ন পক্রিয়া বা SEO টেকনিক গুলো আলোচনা করার পূর্বে সার্চইঞ্জিন কিভাবে কাজ করে সে সম্বন্ধে খুব ভাল ধারনা থাকা খুবই জরুরী।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

সার্চে ইঞ্জিন প্রধানত চারটি ধাপে কাজ করেঃ

১। সার্চইঞ্জিন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নেটওয়ার্কে ক্রল করে বা বিচরন করে সাইট খুজে বের করে।

২। ক্রল করার পর সাইট গুলকে ইন্ডেক্স বা বিন্যস্ত করে।

৩। সাইট এর গুরুত্ব বা সার্চ বিষয় এর সাথে সামঞ্জস্যতা পরিমাপ করে।

৪। সাইট গুলকে তুলনামুলকভাবে রাঙ্কিং করে বা ক্রমান্বয়ে সার্চ রেজাল্টে উপস্থাপন করে।

আর সার্চ ইঞ্জিন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর নেটওয়ার্ক এ বিচরন বা ক্রল করে সয়ঙ্ক্রিয় অটমেটিক রোবট সফটওয়ার এর মাধ্যমে যা সাধারনত ক্রলার বা স্পাইডার নামে পরিচিত।

আর এই ক্রল করার মাধ্যম হচ্ছে সাইট এর লিঙ্ক বা url. এই রোবট ক্রলার যখন সিতেগুলো খুজে পায় তার পরবর্তি কাজ হয়।

এসব সাইট এর পেইজ থেকে কিছু গুরুত্বপূর্ন কোড এবং কিছু নির্ধারিত অংশ তার বিসাল ডাটাবেইজ এ সেগুলো জমা করা।

এই ডাটাবেইজ থেকেই সার্চ ইঞ্জিন আমাদের সামনে সার্চ রেজাল্ট নিয়ে আসে যখন আমরা কোন কোয়েরি করি।

এই বিপুল পরিমান ডাটাকে সংরক্ষন করতে এসব সার্চ ইঞ্জিন গুলোর বিভিন্ন দেশে বিশাল ডাটাসেন্টার রয়েছে।

আমরা যখন কোন কোয়েরি করি তখন সার্চ ইঞ্জিন দুটি কাজ করে। প্রথমত সেটা আমাদের সার্চ কোয়েরির সাথে সামঞ্জস্য অর্থাৎ সচাইতে উপযুক্ত বা রেলিভেন্ট ফলাফল আমাদের সামনে হাজির করে এবং দ্বিতীয়ত লক্ষ লক্ষ সাইট থেকে জটিল রাঙ্কিং পক্রিয়ার মাধ্যমে ক্রমান্নয়ে পর্যায়ক্রমে একটি ওর্ডার এ সাজিয়ে থাকে।

সার্চ ইঞ্জিন এর মূল উদ্দেশ্য থাকে সার্চ ইউজার এর কাছে সবচাইতে উপযুক্ত এং কোয়েরির সাথে সামঞ্জস্য সাইটটাকে ভোক্তার কাসে পৌছিয়ে দেয়া।

আর ইউজার রা সাইটটি থেকে যত উপকৃত হবে সার্চ ইঞ্জিন এর সার্থকতা তত। আর যদি সার্চ ইঞ্জিন সার্চ ইউজার কে কাঙ্খিত সাইট পাইয়ে দিতে ব্যার্থ হয় ইউজার রা তাহলে সার্চ ইঞ্জিন ব্যবহার থেকে নিরুৎসাহিত হয়।

অপরপক্ষে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন এর লক্ষ্য থাকে যেসব বৈশিষ্ট কে ভিত্তি করে সার্চ ইঞ্জিন রাঙ্কিং করে থাকে সেগুলোকে প্রভাবিত করা।

হাজারো বৈশিষ্ট বিবেচনা করে সার্চ ইঞ্জিন কোন সাইট এর রাঙ্কিং করে থাকে। এসব মাপকাঠিকে সাধারনত সার্চ ফেক্টর বলা হয়।

যে সাইট যত জনপ্রিয় সে সাইট তত বেশি রেঙ্কের। সাইট এ গূরুত্বপূর্ন তথ্য এবং ভোক্তার প্রয়জনিয় উপাদান যত বেশি থাকবে সভাবতই সাইট টি তত বেশি জনপ্রিয় হবে।

আর এই জনপ্রিয়তা নির্ধারনের জন্য সার্চ ইঞ্জিন কিছু সার্চ ফেক্টর নির্ধারন করে রেখেছে। আবার তুলনামুলকভাবে জনপ্রিয়তা পরিমাপের জন্য সার্চ ইঞ্জিন গুলো খুব সূক্ষ্য গানিতিক কাঠামো বা এলগরিদম তৈরি করেছে।

আর এই এলগরিদম রহস্য ভাঙ্গা বা ডিকোড করা প্রায় অসম্ভব এবং সার্চ ইঞ্জিন গুলো খুব কমই এগুল প্রকাশ করে অপব্যাবহার হওয়ার ভয়ে।

ওয়েবমাস্টার রা কিছু পক্রিয়া বা মেথড উদ্ভাবন করতে সক্ষম হয়েছেন সাইট এর পেইজ রেঙ্ক বারানোর উপরে।

আবার সার্চ ইঞ্জিন এর প্রতিনিধিরা কিছু ব্লগ, ফোরাম কিংবা গ্রুপ এর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ সাজেসন দিয়ে থাকেন যা ওয়েব ডেভেলপার দের জন্য উপকারি।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ