GPU ও গ্রাফিক্স কার্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা। কোন graphics card ভালো সেটাও জানতে পারবেন।
GPU হলো Graphics Processing Unit.অর্থ্যাৎ কম্পিউটারের যে অংশ টুকু গ্রাফিক্স এর quality নিয়ন্ত্রণ করে সেটাই GPU
আর গ্রাফিক্স কার্ড (Graphics card)হলো যে যন্ত্রের মধ্যে GPU থাকে সেটি।
উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে CPU চালাতে যেমন একটি Motherboard (মাদারবোর্ড) লাগে তেমনি GPU চালাতে Graphics card লাগে।
GPU এর সাথে জড়িত দুটি নাম অনেক জনপ্রিয় সে ২ টি হলো Nvidia এবং AMD
Nvidia and AMD উভয়েই GPU chipset (চিপ্সেট) তৈরির company
তারা তাদের chipset বিভিন্ন brand এর কাছে sell করে যেমন Asus,Zotac,PNY ইত্যাদি
এই brand গুলো Graphics card manufacture করে। অর্থ্যাৎ GPU কে ব্যাবহার উপযোগী করে বাজারে sell করে।
বাজারে বর্তমান সময়ে gaming এবং ভিডিও editing এর কাজে প্রচুর উন্নত graphics card ব্যাবহার হচ্ছে।এতে GPU তৈরি কারী প্রতিষ্ঠান Nvidia ও AMD এর মধ্যে প্রতিযোগিতা বেড়েই চলছে
বর্তমান সময়ে Nvidia উন্নত GPU তৈরিতে AMD অপেক্ষা এগিয়ে আছে?
You must be logged in to post a comment.