জিপি থেকে জিপি নম্বরে ইন্টারনেট ট্রান্সফার।

ম্যাসেজের মাধ্যমে জিপি থেকে এমবি ট্রান্সফারঃ

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

১। জিপি টুজিপি ৪ এমবি ট্রান্সফারঃ

প্রথমত আপনাকে ফো নের ম্যাসেজ অপশনে যেতে হবে। তারপর আপনাকে নিম্নোক্ত ম্যাসেজটি লিখতে হবে। 

IGIFT <স্পেস> 4 MB <স্পেস> যাকে সেন্ড করবেন

তার নম্বর <স্পেস> আপনার নাম। তারপরও এই মেসেজটি ৫০০০ এই নম্বরে পাঠাতে হবে।

পরবর্তীতে একটি কনফারমেশন টেক্সট পাবেন। এই এমবি শেয়ারিং এর জন্য আপনার কাছ থেকে ২ টাকা কেটে নেয়া হবে। এই এমবির মূল্য পরিশোধ করতে হবে।

এমবি ট্রান্সফার সম্পন্ন হলে রিসিভার ওই একই মেসেজ পাবে। অর্থাৎ কনফার্মেশন মেসেজ পাবে। । জিপি টুজিপি ৭৫ এমবি ট্রান্সফার:

এর জন্য আপনাকে ম্যাসেজিং অপশনে যেতে হবে। পরবর্তীতে নিচের মেসেজটা টাইপ করতে হবে। IGIFT <স্পেস> 75 MB <স্পস> রিসিভার ফোন নম্বর- আপনার নাম।

রিসিভার ফোন নম্বর মানে হচ্ছে আপনি যাকে এম্বি সেন্ড করবেন তার ফোন নম্বর। এবং ৫০০০ এই নম্বরে মেসেজ পাঠাতে হবে। মেসেজটি পাঠানোর পরবর্তীতে একটা কনফার্মেশন টেক্সট আসবে। এবং এর জন্য আপনাকে ২ টাকা ফি পরিশোধ করতে হবে এক্সট্রা।

এভাবে ৭৫ এম্বি আপনি সহজেই ট্রানস্ফার করে নিতে পারবেন।

৩। জিপি টুজিপি ২৫০ এমবি ট্রান্সফারঃ ফোনের ম্যা সেজ অপশনে প্রবেশ করুন। তারপর নিম্নোক্ত মেসেজ টাইপ করুন।

IGIFT <স্পে স> 250 MB <স্পস> রিসিভার ফোন নম্বর- আপনার নাম।

পরবর্তীতে ৫০০০ এ নম্বরে মেসেজটি পাঠিয়ে দিন। এবং একটি কনফার্মেশন টেক্সট পাবেন। প্রতিবারের মতো এখানেও ২টাকা মেসেজ ফী হিসেবে কাটা হবে। এবং আপনার এমবি ট্রান্সফার সম্পন্ন হবে।

৪। জিপি টুজিপি ১ জিবি ইন্টারনেট ট্রান্সফার বরাবরের মত মেসেজ অপশনে গিয়ে একটি মেসেজ লিখতে হবে। এবং নিচের মেসেজটি টাইপ করে নিতে হবে।

IGIFT <স্পেস> 1 GB <স্পস> রিসিভার ফোন নম্বর- আপনার নাম।

পরবর্তীতে ৫০০০ এই নম্বরটিতে মেসেজটি পাঠাতে হবে। সাথে সাথে একটি কনফার্মেশন টেক্সট পেয়ে যাবেন। এবং এর জন্য আপনাকে আগের মতোই ২ টাকা এক্সট্রা ফি দিতে হবে।জিপি আপনার মোবাইল ফোন থেকে ২ টাকা কেটে নেবে । সাথে সাথে রিসিভার একটি কনফার্মেশন টেক্সট পাবে। যে এক জিবি ডাটা তাকে গিফট করা হয়েছে।

USSD কোড ডায়াল করে এমবি ট্রান্সফারঃ মেসেজিং এ অনেক ঝামেলা মনে হতে পারে। কেননা কোড ডায়াল করে সহজেই ট্রান্সফার করা যায়। যদি কোড ব্যবহার করে এমবি ট্রান্সফার করতে চান, তাহলেও হবে। আমি সেই নিয়ম টি তুলে ধরছি। তো কোড ব্যবহার করে এমবি ট্রান্সফার করার জন্য আপনি শুধুমা ত্র ১০ এএমবি, ২৫ এম্বি এবং ৬০ এমবি ইন্টারনেট প্যাকেজ ট্রানস্ফার করতে পারবেন।

জিপি টু জিপি ১০,২৫,৬০ এমবি ইন্টারনেট প্যাকেজ ট্রানস্ফারঃ

• ১০ এমবি ট্রান্সফার করার জন্য আপনাকে এই কোডটি লিখতে হবে  *141*712*11*রিসিভার মোবাইল নম্বর# ।

• ২৫ এমবি ট্রান্সফার করার জন্য আপনাকে এই কোডটি লিখতে হবে, ডায়াল *141*712*9*রিসিভারের মোবাইল নম্বর# ।

• পরিশেষে ৬০ এমবি ট্রান্সফার করার জন্য মোবাইল ফোনে কল অপশন এ গিয়ে এই কোডট ডায়াল করতে হবে *141*712*4* রিসিভারের মোবাইল নম্বর# ।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ