গ্রামীনফোন ফ্রি ইন্টারনেট সবাই পাবেন!!

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? গ্রামীণফোন দিচ্ছে প্রতিদিন 15 এমবি ফ্রি ইন্টারনেট যেকোন ওয়েব সাইটে ব্রাউজ করার জন্য। আপনি চাইলে অন্য যেকোনো সিম দিয়েও অফারটি ব্যবহার করতে পারবেন।
তো এই অফারটি ব্যবহার করার জন্য আপনার ফোনের ব্রাউজার এ চলে যান এবার নিজের ছবির মতো সার্চ করুন, 0(dot)freebasics(dot)com

এবার চালিয়ে যান এ ক্লিক করুন।

এবার আপনার নাম্বারটি দিয়ে দিন নিচের ছবির মত।

এবার আপনার নাম্বার একটা ফোন আসবে ফোনটি রিসিভ করুন এবং যে কোডটি বলে সেই কোডটি দিয়ে ওয়েবসাইটটিতে ভেরিফাই করুন।

এবার দেখুন নিচের মত পেজ ওপেন হয়ে যাবে।


যেখান থেকে আপনি যে কোন ওয়েবসাইটে ঢুকতে পারবেন এবং প্রতিদিন 15 এমবি পর্যন্ত ব্যবহার করতে পারবেন
এক্ষেত্রে আপনি কোন অডিও বা ভিডিও ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র ব্রাউজ করার জন্য এটা ব্যবহার করতে পারবেন।
যেমন দেখুন গুগলে যদি আমি কোন কিছু সার্চ করি, তাহলে সেটা আমাকে সঙ্গে সঙ্গে ফলাফল দিয়ে দেয় ফ্রিতে।

এটা কি ফ্রি ইমারজেন্সি ইন্টারনেট এর মত ব্যবহার করতে পারেন।

তো আর দেরি না করে অফারটি নিয়ে নিন। তো আজ এ পর্যন্তই। নিয়ে আসবো নতুন কোন অফার ও টিউটোরিয়াল।
আসসালামু আলাইকুম।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Hasan Mahamud - Mar 17, 2022, 11:13 AM - Add Reply

Article টি খুব ভালো হয়েছে।

You must be logged in to post a comment.
Mr Rifat Ahmed - Mar 19, 2022, 1:01 PM - Add Reply

খুব ভালো

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles