ম্যাপের মাধ্যমে যে কোন জায়গার অবস্থান জানতে পারব।এবং তার সম্পর্কে আমি বিস্তারিত জানাবো এই পোস্টটিতে,
পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বিভিন্ন জায়গার নাম শুনিনি বরং জায়গা চিনে না। আর চেনা-অচেনা নিয়ে যখন প্রশ্ন ওঠে তখন একমাত্রউপায় উঠে ম্যাপ সফটওয়্যার।
ম্যাপ সফটওয়্যার কি
সাধারণত মানুষ যখন কোথাও যেতে চায় বা তার অবস্থান জানতে চায়। তখন অবস্থান জানার একমাত্র উপায় এর নাম হচ্ছে ম্যাপ সফটওয়্যার।
ম্যাপ এর ব্যবহার ও সঠিক প্রয়োগ
অনেকে মেসেজ সফটওয়্যার দেখেছে।বাট তার ব্যবহার করতে জানেনা।আজ আমিন ম্যাপ এর সঠিক ব্যবহার নিয়ে বিস্তারিত করছি।
প্রথমেই এই ম্যাপ সফটওয়্যার টিতে প্রবেশ করতে হবে।
সফটওয়্যারটিতে প্রবেশ করার পর সামথিং এরকম কিছু আসতে পারে অথবা আপনার লোকেশন দেখাতে পারে।
এটা আসার পর আপনি যদি কোন জায়গার নাম বা জায়গার অবস্থান জানতে চান তাহলে ছবিতে দেওয়া serch এ ক্লিক করুন।
আবার যদি আপনি আপনার অবস্থান থেকে অন্য জায়গায় দূরত্ব দেখতে চান তাহলে এই চিহ্নটি ক্লিক করুন।
ক্লিক করার পর,"choose start location" বাটনে চাপ দিবেন।তারপর আপনার অবস্থান টি লিখবেন। এরপর নিচের বক্স টি"choose destination "এ ক্লিক করবেন আর ক্লিক করার সাথে সাথে আপনার অবস্থান থেকে অন্য জায়গায় অবস্থান হলে দিবেন ঠিক এরকমটি দেখা দিবে।
এখানে কত মিনিট লাগবে যেতে এবং কত কিলোমিটার বা মিটার তার সম্পর্কে জানা যায়
ম্যাপ সফটওয়্যার এর গুরুত্ব
ম্যাপ সফটওয়্যার গুরুত্ব অপরিসীম। সফটওয়ারের মাধ্যমে আমাদের জায়গার অবস্থান জানা যায়। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সফটওয়্যারটি ব্যবহার করে দেখবেন। কেননা এটা হয়তো আপনাদের কখনো না কখনো ব্যবহার করতে হবে।
অতএব, আপনারা ম্যাপে সফটওয়্যারটি ব্যাবহার করবেন এবং এ পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ,,,,
আশা করি, এই পোস্টটি পড়ে আপনাদের উপকারে আসতে পারে।
You must be logged in to post a comment.