Google Assistant আমাদের যে সকল কাজে সাহায্য করে- এটি একটি স্মার্ট লেভেলের গেজেট

এই পোস্ট পড়ে আপনি Google Assistant এর দারুণ দারুণ ভয়েজ কমান্ডের সাথে পরিচিত হবেন। পাশাপাশি আপনি এই সকল Google Assistant Voice Commands ব্যবহার করে আপনার কণ্ঠ দিয়েই স্মার্টফোন চালাতে পারবেন।

গত আর্টিকেলে জেনেছিলাম Google Assistant কি ও তার ব্যাবহার। আজ  Google Assistant এর কিছু ভয়েজ কমান্ড সম্পর্কে জানব। আর দেরি না করে শুরু করা যাক। প্রযুক্তির কল্যাণে, বিশ্বের অগ্রগতি বেড়েই চলেছে। বর্তমান এই ব্যস্ততম সময়কে সহজ করতে গুগলের প্রযুক্তিবিদগণ তৈরি করেছে "Google Assistant".যার সাথে আপনি খুব সহজেই সময় পার করতে পারবেন।

পাশাপাশি আপনার কন্ঠ দিয়ে স্মার্টফোন চালাতে পারবেন। গুগোল কোম্পানির বানানো গুগল অ্যাসিস্ট্যান্ট জীবনকে আরো স্মার্ট করেছে। আজ-কালকার সকল স্মার্টফোনেই রয়েছে Google Assistant এর সুবিধা। Google Assistant ব্যবহার করে আমরা অনেক কাজ করতে পারি। কিভাবে তা করতে পারি আলোচনা করা হলো-

 

 

Google Assistant Commands

 

 

 

ছবি তোলা

একটা সুন্দর জায়গায় সেলফি নিতে চাচ্ছেন? অথচ সেলফি তোলার সময় হাত নড়ে গিয়ে ছবি বাঁকা হয়ে যায়? কোন সমস্যা নেই গুগল অ্যাসিস্ট্যান্ট আপনাকে এ বিষয়ে সাহায্য করবে। Assistance অ্যাপ Open অবস্থা শুধু বলুন, "Take a selfie". কমান্ডটি এক্সিকিউট হতে না হতেই ফোনের ক্যামেরা ওপেন হবে। এবং তিন সেকেন্ডের মধ্যেই একটা সেলফি নিবে। একইভাবে আপনি ফোনের ব্যাক ক্যামেরা থেকে ছবি নিতে পারবেন। শুধু বলতে হবে "Take a photo". আর মুহূর্তে একটা ছবি তুলে দেবে।

আরোও পড়ুনঃ সেরা ৩টি এন্ড্রয়েড মোবাইল স্ক্রিন রেকর্ডিং অ্যাপস 

ইউটিউবে ভিডিও চালানো

ইউটিউবের যেকোনো ভিডিও চালাতে সক্ষম Google Assistant. আর এর জন্য ভয়েজ কমান্ড হলো "Play ভিডিওর নাম"। যেমনঃ Play islamic song.

 

ফ্ল্যাশলাইট অন/অফ

গুগল অ্যাসিস্ট্যান্ট স্মার্টফোনের ফ্ল্যাশলাইট বা ফোনের পেছনের লাইট on/off করতে সক্ষম। এর জন্য তাকে একটা কমান্ড দিতে হয়। আর কমান্ডটি হলো "Turn on Flashlight". আর ব্যাকলাইট অফ করতে কমান্ড দিতে হয় "Turn off Flashlight". এভাবে আপনি খুব সহজেই ফোনের লাইটকে পরিচালনা করতে পারবেন
 

App ওপেন করা

গুগল Assistance আপনাকে ফোনের মধ্যে install থাকা যেকোনো app কে খুলতে সক্ষম। মোবাইল ফোনে থাকা যেকোনো App কে Open করতে বলুন। "Go to অ্যাপের নাম"। মুহুর্তেই আপনাকে কাংক্ষিত অ্যাপ open করে দিবে। যেমনঃ "Go to chrome".
 

এলার্ম সেট

এটা একটা দারুন কমান্ড। যেটা ব্যবহার করে খুব সহজেই নির্ভুলভাবে Alarm সেট করা যায়। তার জন্য এই কমান্ড "Set alarm to সময় am/pm". যেমনঃ "Set alarm to 6.30 (সিক্স থার্টি) am".

 

স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণ 

Google Assistant ব্যবহার করে স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণ করা সম্ভব। তার জন্য আপনার প্রয়োজন হবে এমন কিছু স্মার্ট হোম ডিভাইস যা google assistant সাপোর্ট করে। এমনকি বাংলাদেশ থেকেও এই ধরণের পণ্য কিনতে পারবেন।

একটা কোম্পানির নাম উল্লেখ করছি- Sonoff. Sonoff কোম্পানি যেসকল পন্য রয়েছে তা কনফিগার করার দ্বারা স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারবেন। এর ভয়েজ কমান্ড কিছুটা এরকম "Turn on the bedroom".

সময় জানা

সময় দেখার জন্য আপনাকে আর স্ক্রিনের দিকে তাকাতে হবে না। গুগল এসিস্ট্যান্ট এর কাছ থেকেই জেনে নিতে পারবেন। শুধু বলুন "What time is it now?" তাছাড়া কোন দেশে কয়টা বাজে তাও বলতে পারে Google Assistant. আমেরিকার সময় জানতে বলুন "What time is it now in USA?". সঙ্গে সঙ্গে আমেরিকার সময় বলে দেবে। এখানে আমেরিকার জায়গায় অন্য যেকোনো দেশের নাম প্রযোজ্য হবে।

আবহাওয়া জানা

"What is the weather today?" এই কমান্ড ব্যবহার করে আপনার লোকেশন অনুযায়ী আবহাওয়ার বার্তা জানবে Google Assistant. চাইলে যেকোনো দিনের আবহাওয়ার বার্তা জানাবে। যেমনঃ "What is the weather on Monday?"

কল করা

Google Assistant দিয়ে কল করতে চাইলে গুগল অ্যাসিস্ট্যান্টকে বলুন "Call তারপর নাম্বার"। যেমনঃ Call 01719xxxxxx

জোক শোনানো

মুড অফ? কোন ব্যাপার না গুগল অ্যাসিস্ট্যান্ট আপনার মুডকে করবে ফুল্লি চার্জড। শুধু তাকে বলুন "Tell me a joke". সে আপনাকে জোক শুনিয়ে মুড ভালো করে দিবে।

প্রাণীর শব্দ শোনা

পৃথিবীর অধিকাংশ প্রাণির ডাকের শব্দ install করা আছে। ঐ সকল প্রাণীর ডাকের আওয়াজ শুনতে চাইলে বলুন " Play the sound of প্রাণীর নাম"। যেমনঃ "Play the sound of Lion"

Screen read বা পড়তে পারে

এটি স্মার্টফোনের স্ক্রিন পড়তে পারে। শুধু বলতে হবে "Read the screen"

আজ এ পর্যন্ত, আগামীতে কোন আর্টিকেল পড়তে চান তার একটা কমেন্ট করে আমাকে জানান। সাধ্যমতো লেখার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
MD OMAR FARAQUE - Feb 9, 2022, 7:57 PM - Add Reply

Comment:niec
Omar Faraque
[email protected]

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

I am a student. I like to read and write in my pleasure time. I have also a passion to the technology fields. To make my passion true, I have joined this blog.