১. স্টাডি প্ল্যান তৈরি করা: পড়া শুরু করার পূর্বে আগের রাতে অবশ্যই একটি স্টাডি প্ল্যান তৈরি করে নেওয়া উচিত। এজন্য একটি ছোট নোটবুক কিংবা ডায়েরি ব্যবহার করা যেতে পারে।
তারপর সেই ডায়েরী কিংবা নোটবুকে ওইদিন কি কি পড়তে হবে বা কোন কোন বিষয়ে কতটুকু সময় দিতে হবে তা লিখে রাখতে হবে।
২. সহজ বিষয় আগে পড়া: প্রথমেই নিজের পছন্দের কোন বিষয় কিংবা সহজ কোনো টপিক দিয়ে পড়া শুরু করা উচিত। এতে করে পড়ায় আনন্দ খুঁজে পাওয়া যাবে এবং পড়ায় দীর্ঘস্থায়ী মনোযোগ থাকবে।
অন্যথায় দেখা যাবে কঠিন কোন বিষয় নিয়ে যদি পড়া শুরু করা হয় এবং একটা সময় পর যদি কোন টপিক বোধগম্য না হয় তাহলে পড়ায় আগ্রহ বোধ কমে যাবে।
৩. লিখে লিখে পড়া: পড়া মুখস্ত করার সময় অবশ্যই একটি রাফ খাতা ব্যবহার করতে হবে এবং সেখানে লিখে লিখে পড়া মুখস্ত করতে হবে। এতে দীর্ঘদিন পর্যন্ত পড়া মনে থাকার সম্ভাবনা থাকবে।
৪. পুরনো পড়া রিভিশন করা: প্রতিদিনের পড়ার রুটিনে পুরনো পড়া রিভিশন করার জন্য অবশ্যই একটি সময় বরাদ্দ রাখতে হবে।
৫. নিজের নোট তৈরি করা: অগোছালো কোন পড়া সহজে বোঝার জন্য কিংবা পরীক্ষার আগের রাতে রিভিশনের জন্য নোটের কোন বিকল্প নেই।
You must be logged in to post a comment.