বর্তমান আধুনিক বিশ্বে মোবাইল ফোন একটি অন্যতম ডিবাইস। বর্তমান বাংলাদেশ মোবাইল গ্রাহকের সংখ্যা প্রায় ১৭কোটি। দিন দিন মোবাইল গ্রাহকের সংখ্যা যেমন বেড়ে চলেছে। যেমনি ভাবে মোবাইল গ্রাহকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ঠিক তেমনি মোবাইল চুরির ঘটনাও ঘটেছে প্রতিনিয়ত।
আর আমি আজকে আপনাদের যে App এর ব্যপারে বলব তা দিয়ে আপনি আপনার মোবাইলের অবস্থান জানতে পারবেন এবং আপনার মোবাইল ফোনটি কোন যায়গায় আছে তা সনাক্ত করতে পারেন।
আর এই App টি হল " ফাইন্ড মাই ডিভাইস"
গুগল এর এই ফিচারটি ব্যবহার করে আপনি আপনার হাড়িয়ে যাওয়া মোবাইল ফোনটি সহজে খোঁজে বের করতে পারেন।
আসুন এবার জেনে নিই কীভাবে এই App টি দিয়ে আপনি আপনার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি খোঁজে বের করতে পারেন।
হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি খুঁজতে আগে থেকেই যেইসব বিষয় গুলো নিশ্চিত করতে হবে তা হলো:-
- আপনার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি অবশ্যই অন থাকতে হবে।
- হারিয়ে যাওয়া মোবাইল ফোনটিতে আপনার নিজের গুগল একাউন্ট থাকতে হবে এবং এর পাসওয়ার্ড জানা থাকতে হবে।
- আপনার মোবাইল ফোনটিতে ওয়াইফাই বা ডাটাতে কানেক্ট থাকতে হবে।
- হারানো ফোনে গুগল প্লে স্টোর থাকতে হবে।
- হারানো ফোনে লোকেশন চালু থাকতে হবে।
- এবং আপনার হারিয়ে যাওয়া মোবাইল ফোনে ফাইন্ড মাই ডিভাইস চালু থাকতে হবে।
তারপর আপনি যেকোনো একটি মোবাইল ফোনে "ফাইন্ড মাই ডিভাইস" টি ইন্সটল করুন, করার পর সেখানে আপনার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটিতে যে গুগল একাউন্ট ছিল সেটি দিন এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার মোবাইল ফোনটি খুঁজে বের করার চেষ্টা করুন।
সঠিক ভাবে সকল প্রক্রিয়া সম্পন্ন করতে পারলে ম্যাপে আপনি আপনার মোবাইল ফোনটির অবস্থান দেখতে পারবেন।
You must be logged in to post a comment.