ফেইসবুক এর সেটিং সম্পর্কে অনেকেই হয়তো জানেন আবার অনেকেই জানেন না। আপনার ফেইসবুক একাউন্ট এর নিরাপত্তার জন্য কিছু সেটিং রয়েছে মূলত তা সম্পর্কেই এই টিপসগুলো।
১. কিভাবে আপনি আপনার ফেইসবুক একাউন্ট এর নাম পরিবর্তন করবেন?
➡ আপনারা ফেইসবুক অ্যাপ এর উপরে থ্রি ডট বারে ক্লিক করুন।
➡তারপর নিচে গিয়ে Settings and privacy তে ক্লিক করুন।
➡তারপর শুধু settings এ ক্লিক করে, account settings এ personal information এ ক্লিক করুন। ক্লিক করার পর Name এ ক্লিক করে , আপনি যে নাম এখন দিতে চান সেটি দিয়ে review change এ ক্লিক করুন, এবার আপনার নাম কিভাবে আসবে সেটা জানতে চাইবে, যেমন ;
সামিন আহমেদ 🔘
বা আহমেদ সামিন 🔘
➡ তার পর সঠিক নাম বাছাই করে আপনার ফেইসবুক একাউন্ট এর পাসওয়ার্ড দিয়ে সেইভ করে নিতে হবে।
২. আপনার ফেইসবুক এর চবি বা ভিডিও পোস্ট করলে কি ফেটে যায় বা কম এম বি বা লো কোয়ালিটি হয়।
এটি কিভাবে ঠিক করবে। ↓ নিচে,
➡ আগের মত থ্রি ডট বারে ক্লিক করুন, তার পর ➡ settings and privacy তে যান➡ settings এ যান ➡ তার পর শেষ দিকে Media and contracts এ যান➡ তার পর এখানে অনেকগুলো সুইচ অপশন আসবে,
➡চবি বা ফটোর কোয়ালিটি বাড়াতে
Upload photos in HD এর বাটন চালু করুন।
➡ভিডিও এর কোয়ালিটি বাড়াতে
Upload videos in HD এর বাটন চালু করুন।
💠এখানে আরেকটা অপশন আছে, সেটা হল ; আপনার ফেইসবুক এর ভিডিও গুলো দেখবেন অটো প্লে হয় বা চলে, সেটা যদি বন্ধ করতে চান, তাহলে 👇।
➡করতে নিচে Autoplay তে যান, তার পর Never Autoplay videos বাটন চেপে রাখুন।
৩. কিভাবে আপনি ফেইসবুক একাউন্ট ডিলেট করবেন।
➡ থ্রি ডট বারে গিয়ে settings and privacy তে ক্লিক করুন, তারপর settings এ ক্লিক করুন,
➡ তার পর Account Ownership and Control এ ক্লিক করুন,
➡ তারপর Deactivation and Deletions এ ক্লিক করুন,
➡ তারপর Delete Account সিলেক্ট করে আপনার একাউন্টের পাসওয়ার্ড দিয়ে ডিলেট করে নিন।
৪. কিভাবে আপনার ফেইসবুক একাউন্ট এর পাসওয়ার্ড পরিবর্তন করবেন।
➡ থ্রি ডট বারে গিয়ে settings and privacy তে ক্লিক করুন, তারপর settings এ ক্লিক করুন,
➡ তারপর Security and login এ ক্লিক করুন ,
➡ তারপর Change Password এ ক্লিক করুন,
➡ এখন Current password জাগায় আপনার আগের পাসওয়ার্ড দিন, আর new password এর জায়গায় নতুন পাসওয়ার্ড দিন, Re-type password এর জায়গায় এখই পাসওয়ার্ড দিন।
➡এখন এখন Update password এ ক্লিক করুন, হয়ে যাবে।
💠এখানে আরেকটি প্রয়োজনীয় অপশন আছে, সেটি হল Two -Factor Authentication, এটা মূলত আপনার ফেইসবুক একাউন্ট এর নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে, এটি চালু রাখলে আপনার ফেইসবুক একাউন্ট হ্যাক হয়ার সম্ভাবনা কম থাকবে।
৫. কিভাবে আপনার ফেইসবুক একাউন্ট এর ফ্রেন্ড লিস্ট লুকাবেন, যেন কেও দেখতে না পারে আপনার ফ্রেন্ড লিস্টে কে কে আছে।
➡ settings and privacy তে ক্লিক করুন, তারপর settings এ ক্লিক করুন,
➡ এরপর privacy settings গিয়ে Who can see your friends list? এতে ক্লিক করে Only me এই অপশন টি চালু করে নিন।
💠এখানে আরেকটি প্রয়োজনীয় অপশন আছে, যদি চান আপনার যে নাম্বার দিয়ে আপনি ফেইসবুক একাউন্ট খুলেছেন সেই নাম্বার যেন আর কেউ না দেখতে পায় তাহলে, এটি করুন। 👇
➡ এখানে Who can look you up using the phone number you provided এতে ক্লিক করে only me অপশন চালু করুন।
৬. কিভাবে আপনার সাথে যেন অন্য কেউ ট্যাগ করতে না পারে , সেটা বন্ধ করতে 👇।
➡ settings এ গিয়ে Profile and Tagging লেখায় ক্লিক করুন,
➡ তার পর Who can post on your profile এখানে ক্লিক করে only me করে রাখুন।
৭. কিভাবে আপনার প্রোফাইল লক করবেন।
➡ settings এ গিয়ে Profile locking লেখায় ক্লিক করুন,
➡ তারপর lock your Profile এ ক্লিক করুন।
You must be logged in to post a comment.