পরীক্ষায় ভালো রেজাল্ট করার ১০টি সহজ উপায়।

প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই।

আজ আমি আপনাদের সাথে আলোচনা করব  পরীক্ষায় ভালো রেজাল্ট করার ১০টি উপায় নিয়ে।

পৃথিবীর প্রায় সকল ছাত্র ছাত্রী চায় পরীক্ষা ভালো রেজাল্ট করতে।আর তাই সবার মাথায় একটি প্রশ্নই সব সময় ঘুরপাক খায় যে কিভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করব।কিভাবে লেখা পড়া করলে নিজের মনের মতো রেজাল্ট হবে।

এধরনের প্রশ্ন সকল ছাত্র ছাত্রীর মাথায় সব সময় থাকে। আর তাই অনেকে দেখা যায় ভালো রেজাল্ট করার আসায় দিন রাত পড়ার টেবিলেই বসে থাকে।সারা বছর এভাবেই লেখা পড়া করে। কিন্তু পরে দেখা যায় পরীক্ষায় তেমন ভালো কোন রেজাল্ট হয় না।

তাই দেখা যায় তারা পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য হতাশ হয়ে থাকে।কিন্তু মজার বিষয় হলো পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য কোন জাদুর কাঠির প্রয়োজন হয় না।

পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য যে সারা দিন রাত পড়ার টেবিলে বসে থাকতে হবে তারও কোন মানে নেই।প্রয়োজন শুধু কিছু কৌশল অবলম্বন করা 

তাই আজ আমি তোমাদের সাথে আলোচনা করব পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য প্রয়োজনিয় ১০টি কৌশল নিয়ে।

ত চলুন দেখে নেই পরীক্ষায় ভালো রেজাল্ট করা ১০টি উপায় কিকি।

১/ পরিকল্পনা করে পড়ালেখা করুন।

২/ প্রতিদিন নিয়মিত ক্লাস করোন এবং নোট করুন।

৩/ পড়ার পরিবেশ তৈরি করোন।

৪/ প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করোন।

৫/ প্রতিদিন ৮ঘন্টা করে ঘুমান।

৬/ বেশি বেশি করে বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করোন।

৭/ আগের বছরগুলো প্রশ্ন পর্যালোচনা করোন এবং সাজেশন তৈরি করোন।

৮/ পড়ার জন্য সময় নির্দিষ্ট করোন।

৯/ নিজেকে অনুপ্রেরনা দিন।

১০/ শিক্ষকদের সাথে যোগাযোগ রাখুন।

১/ পরিকল্পনা করে পড়ালেখা করুন।পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায়।

যে কোন কাজ যদি আপনি পরিকল্পনা ছাড়া করেন তবে আপনি সারা দিনই কাজ করতে পারবেন কিন্তু কাজে সফল হতে পারবেন না।আর যদি অগোছালো ভাবে পড়া শুনা শুরু করো তবে সারা দিন শুধু এপিট ওপিট পড়ে পড়া আর শেষ হবে না।

তাই পড়া শুরু করার আগে আপনি পরিকল্পনা করে নিন কিভাবে পড়বেন।আপনি একটি রোটিন তৈরি করে নিতে পারবেন এক সপ্তাহ কিংবা মাসের। রোটিনে কিছু সময় নির্দিষ্ট করোন যেমন:

>>স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এর সময়।

>>পরিবারকে দেওয়ার সময়।

>>ধর্মীও কাজের সময়।

>>খেলা ধুলা, বন্ধু বান্ধবের জন্য সময়।

এবার উপরোক্ত বিষয় গুলোর জন্য সময় বাদে বাকি সময় গুলো রোটিন তৈরি করে পড়বেন।আর পড়ার মাঝে বেক নিবেন অন্তত ২০ থেকে ২৫ মিনিট পর পর।

পড়া শুরু করার আগে আপনাকে যে কাজ গুলো করে নিতে হবে:-

>> পড়ার পরিবেশ তৈরি করোন।

>> প্রয়োজনে মোবাইল ফোন নিজের থেকে দূরে রাখুন বা বন্ধ করে রেখে দিন পড়ার সময়।

>> প্রয়োজনীয় সমস্ত নোট, বই, খাতা এগুলো সাথে রাখুন।

>> খাবার পানির ব্যবস্থা রাখুন।

>> পড়ার জন্য সময় নির্দিষ্ট করোন।

>> পড়া শেষ না হওয়া পর্যন্ত যেন কেউ আপনাকে বিরক্ত না করে সে বেপারে নিশ্চিত করোন।

২/ প্রতিদিন নিয়মিত ক্লাস করোন এবং নোট করুন।পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায়।

অনেক ভালো ছাত্র ছাত্রী আছে যারা মনে করে শুধু শুধু ক্লাস করে সময় নষ্ট না করে বাসায় বসে সারা দিন পড়লে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে।কিন্তু তাদের এই ধারনাটি ভুল।

কারন পরীক্ষায় ভলো রেজাল্ট করতে নিয়মিত ক্লস করার কোন বিকল্প নেই।তাই নিয়মিত ক্লাসে যেতে হবে।

ক্লাসের শিক্ষকের পড়া নোট করা একটি ভালো অব্যাশ।তবে খেয়াল রাখবেন যেন নোট করতে গিয়ে মূল ক্লাস মিস না করেন।স্যারে পড়ানো গুরুত্বপূর্ণ বিষয় গুলো নোট করোন।

এবং বাসায় যখন আপনি পড়তে বসবেন তখন নোট আপনার সামনে রাখবেন।এতে করে পড়া আপনি সহজে মুখস্ত করতে পারবেন।

 

৩/ পড়ার পরিবেশ তৈরি করোন।পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায়।

পড়ার জন্য পরিবেশটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।তাই পড়া শুরু করার আগে পরিবেশটা তৈরি করে নিন যা উপরে উল্লেখ করা হয়েছে।এখন পড়ার জন্য পরিবেশ কিভাবে তৈরি করবেন জেনে নেই।

>> প্রয়োজনীয় জিনিস যেমন:- বই,খাতা,কলম,নোট,পানি ইত্যাদি আপনার হাতের কাছে রাখুন।

>> যে ঘরে আপনি পড়বেন সেখানে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে।

>> ঘর শান্ত থাকতে হবে যাতে কেউ বিরক্ত না করতে পারে।

>> ফোন আপনার থেকে দূরে রাখুন।

>> ঘরে টিভি থাকলে তা বন্ধ করে দিন।

৪/ প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করোন।পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায়।

প্রতিদিন ক্লাসে যা পড়ানো হয়, তা বাসায় অন্তন রাতে একবার পড়ুন।আর ক্লাসে যদি কোন হোম ওয়ার্ক দেওয়া হয় তবে অবশ্যই তা শেষ করে নিবেন।প্রতিদিন হোম ওয়ার্ক করলে তাড়াতাড়ি আপনার সিলেবাস শেষ হয়ে যাবে।

আর পড়া জমা হয়েগেলে পরে পড়ার ইচ্ছে কমে যায়।কারন তখন সবার মনে একটি ভয় কাজ করে যে, এত পড়া আর পড়ে শেষ করা যাবেনা।

তাই প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করোন এতে পরীক্ষার সময় আর আলাদা প্রেসার নিতে হবেনা। 

৫/ প্রতিদিন ৮ঘন্টা করে ঘুমান।পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায়।

ভালো রেজাল্ট করার জন্য আপনার শরীর সুস্থ রাখতে হবে।আর নিজের শরীর এবং মস্তিষ্ক ভালো রাখতে ঘুমের কোন বিকল্প নেই।ভালো ঘুম হলে আপনার মস্তিষ্ক ভালো থাকবে। আর এতি আপনি পড়া দ্রুত মুখস্ত করতে পারবেন।

প্রতিদিন নিয়মিত ঘুম এবং সুস্বাস্থ্য পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি করতে সাহায্য করে।তাই টাটকা শাক সবজি বেশি বেশি খান প্রতিদিন নিয়মিত ঘুমান।

প্রতিদিন ৮ঘন্টা ঘুম নিশ্চিত করতে রাতে তাড়াতাড়ি ঘুমান এবং সকালে ঘুম থেকে উঠুন।

৬/ বেশি বেশি করে বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করোন।পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায়।

ভালো রেজাল্ট করার জন্য গ্রুপ স্টাডি খুব গুরুত্বপূর্ণ। গ্রুপ স্টাডি বা সমন্বিত পড়া লেখা পড়াকে আর সহজ এবং আনন্দময় করে তুলে। কোন বিষয় কয়েক জন মিলে গ্রুপ  স্টাডি করলে সে বিষয় বিভিন্ন দিক সম্পকে স্পষ্ট ধারনা হয়।

গ্রুপ স্টাডি করলে পড়া যেমন সহজ হয় তেমন জটিল বিষয় গুলো সহজে আয়ত্ত করা সম্ভব হয়।

তা বন্ধুদের কেবল মাত্র প্রতিযোগী না ভেবে সহযোগী ভাবুন।করন একি সাথা সবাই মিলে আলাপ আলোচনা করে পড়লে পড়াটা আরও গভীর ভাবে বুঝা যায় আর পড়াটাও র্দীঘদিন মনে থাকে।

আর যদি গ্রুপ স্টাডি করার সুযোগ না মেলে তবে গল্প আড্ডার ফাকেঁ একে অপরকে প্রশ্ন কোন এবং উত্তর দিন।এতে করে পড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে।

৭/ আগের বছরগুলো প্রশ্ন পর্যালোচনা করোন এবং সাজেশন তৈরি করোন।পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায়।

বেশির ভাগ সময় দেখা যায় পরীক্ষার আগে সাজেশনটা শিক্ষকরা তৈরি করে দেন।তবে আমার মতে শুধু শিক্ষকের দেওয়া সাজেশনের উপর নির্ভর না করে নিজে একটি সাজেশন তৈরি করে নেওয়া ভালো।

আগের বছর গুলোর প্রশ্ন গুলো নিয়ে বেশি বেশি পর্যালোচনা করোন। এতে আপনি বিভিন্ন বিষয় সম্পকে সহজে ধারনা লাভ করতে পারবেন।

তাই প্রশ্ন গুলো সমাধান করার চেষ্টা করোন এবং পর্যালোচনা করে নিজের দক্ষতা অনুযায়ী একটি সাজেশন তৈরি করোন।তবে মনে রাখবেন সাজেশন তৈরির ক্ষেত্রে আত্মবিশ্বাসী হতে হবে।

কারন প্রশ্ন গুলো পড়ে এটা আসতে পারে ঐটা আসতে পারে বলে সারা বইটাকে সাজেশনে ডুকাবেন না।আবার সাজেশন অতিরিক্ত শর্টও করা যাবেনা।

তাই প্রশ্ন গুলো ভালোভাবে পর্যালোচনা করে একটি সুন্দর সাজেশন তৈরি করোন এবং মনোযোগ সহকারে পড়োন।

৮/ পড়ার জন্য সময় নির্দিষ্ট করোন।পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায়।

পড়া শুরু করার আগে অব্যশই পড়ার জন্য সময় নির্দিষ্ট করোন।এতে করে আপনার পড়ার প্রতি মনোযোগ ধরে রাখা অনেক সহজ হবে।কারন এলোমেলো ভাবে সারা দিন পড়লেও আপনার পড়ে কোন লাভ হবে না।

এ জন্য পড়তে বসার আগে সময় নির্দিষ্ট করে নিন।যেমন:-

>> প্রতি বিষয়ের জন্য ৩০ মিনিট করে বা কোন বিষয় কেমন সময় লাগতে পারে তা বিবেচনা করে সময় নির্ধারন করোন।

>> নির্দিষ্ট সময় শেষ না হওয়া পর্যন্ত মনোযোগ সহকারে পড়োন।

>> প্রতি বিষয়ে ৫ মিনিট করে বিরতি নিন। এসময়ে হাটাহাটি করোন বা অল্প পানি পান করোন।কারন পানি মনোযোগ বৃদ্ধি করতে সহায়তা করে।

৯/ নিজেকে অনুপ্রেরণা দিন।পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায়।

ভালো রেজাল্ট করার জন্য সব সময় নিজেকে অনুপ্ররণা দিন।রক্ত মাংসের তৈরি মানুষ কোন রোবট নয়।তাই সব সময় মানুষের মন এক রকম থাকে না।তাই অনেক সময় দেখা যায় পড়ার ইচ্ছে থেকে না।তাই সব সময় নিজেকে অনুপ্রেরণা দিন।যেমন:-

>> আমি যটা পারি শিখতে চাই।

>> আমি আমার সেরাটা করতে চাই।

>> আমি অধ্যবসায়ী হতে চাই।

>> আমি ভবিষ্যতের জন্য নিজেকে ভালো ভাবে প্রস্থুত করতে চাই।

১০/ শিক্ষকদের সাথে যোগাযোগ রাখুন।পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায়।

কোন জটিল বিষয় না বুঝলে কোন সংকোচনা করে শিক্ষক কে জিজ্ঞাস করোন।ক্লাসে মনোযোগী হওয়ার পাশাপাশি কোন কিছু ক্লাসে না বুঝলে আলাদা করে স্যারের কাছ থেকে বুঝে নিন।

যে কোন জটিল বিষয়ের সমাধানের পাশাপাশি স্যারের সাথে পরীক্ষা এবং সাজেশন সম্পকে ও আলোচনা করোন।আপনার দুভলতা স্যারকে বলুন।স্যার আপনার দুভলতা কাঠাতে সাহায্য করবেন।

এতে আপনার পড়া বুঝতে সহজ হবে এবং সহজে জটিল বিষয় গুলো সমাধান করতে পারবেন।

ত প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের পোস্ট পরীক্ষায়  ভালো রেজাল্ট করার ১০ কৌশল।ত আসা করছি আপনাদের আমার আজকের পোস্টটি অনেক ভালো লেগে।

আর যদি ভালোলেগে থাকে তবে বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করবেন যাতে তারাও কৌশল গুলো অবলম্বন করে পরীক্ষায় রেজাল্ট করতে পারে।

আসা করছি পোস্টটি ভালো ভাবে শেষ পর্যন্ত পড়লে আপনারা ও পরীক্ষায় ভালো রেজেল্ট করতে পারবেন ইনশাআল্লাহ।

আর যদি এই পোস্ট সম্পকে আপনাদের কোন কিছু জানার থাকে তবে অব্যশই কমেন্ট করে আমাকে জানাতে ভুল বেননা।আর আমি ইনশাআল্লাহ আপনাদের সমস্ত প্রশ্নের দেওয়ার চেষ্টা করব।

ত বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন,আর নিরাপদে থাকবেন।আর আমার জন্য দোয়া করবেন।আবার নতুন কোন পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ।

আল্লাহ হাফেজ।

পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায়।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

আস্সালামু আলাইকুম, আমি জহুরা। বর্তমানে রাষ্ট্রবিজ্ঞানে অর্নাস করছি। এবং পাশাপাশি একজন কন্টেন্ট রাইটার হিসাবে কাজ করছি।