ইংরেজি শেখার সহজ উপায়

আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার আজকে নতুন আর্টিকেলে। অন্যসময় অনলাইনের বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করেছি।

এবার হাজির হয়েছি নতুন বিষয় নিয়ে ভিন্ন আঙ্গিকে। তো চলুন কথা না বাড়িয়ে সামনে আগাই।

ইংরেজি শেখার সহজ উপায়

আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটি শিক্ষামূলক এপস। এপসটি বাংলাতে ইংরেজি শেখার দূর্দান্ত ফিচার সমূহ তৈরী করেছে।

যারা ইংরেজী শিখতে আগ্রহী বা শিখছেন তাদের জন্য খুবই উপকারি হবে এ এপসটি। এপসটি Hub4Source নামে একটি টিম ডেভেলপ করেছে। তারা আমার জানামতে যথেষ্ট দক্ষ ও অভিজ্ঞ।

ফিচার সমূহ

যথেষ্ট পরিমাণ ভোকেবলারী বা শব্দভাণ্ডার রয়েছে এতে। স্পেশাল ভাবে দৈনন্দিন জরুরি কথোপকথন এর অনেক লেসন আছে।

বিভিন্ন মেথোড অনুসারে সুত্র অনুযায়ী বাংলা থেকে ইংরেজি প্রচুর রিসোর্স রয়েছে। জরুরী গ্রামার সমাধানও রয়েছে। ক্লাসভিত্তিক লেসন সাজানো রয়েছে।

এপসটির লিংক

আপনাদের সসুবিধার্তে নিচে এপসটির লিংক দিয়ে দিলাম - https://play.google.com/store/apps/details?id=com.hub4source.easywaytolearnenglish

উপসংহার

নিঃসন্দেহে ইংরেজি শেখার সহজ উপায় জানার ও শিখার সহজ একটি এপস এটি। খুব সহজে ও অল্প সময়ের মধ্যে ইংরেজি ভাষায় কথোপকথন শিখতে এই অ্যাপসটিকে করে নিন আপনার প্রতি দিনের সঙ্গী।

বিদায় নেয়ার সময় হয়ে গেছে। আশাকরি আর্টিকেলটি আপনাদের ভাল লেগেছে। সবার কল্যান কামনা করে আজকের মত এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles