আপনি কি জানেন যে জেআইটি প্রোগ্রাম আপনাকে আর্টিকেল লিখে টাকা ইনকামের সুযোগ করে দিয়েছে? না জানলে অবশ্যই আর্টিকেলটি পড়ুন। আর আপনিও আর্টিকেল লিখতে শুরু করুন এই প্রোগ্রামে এবং সেখান থেকে ইনকাম করুন।
জেআইটি প্রোগ্রামে আর্টিকেল লিখে ইনকাম(১ম পর্ব)
অনলাইন আয়ের মূল পর্বে আমরা শুধু বেসিক জিনিসটা বুঝিয়েছি।অনলাইন আয় কি এবং কিভাবে করতে হয় সে সম্পর্কে বলা হয়েছে মূল আর্টিকেলটিতে। তো যারা মূল পর্বটি পড়েন নি তারা আগে সেটা পড়ে আসুন। 'মূল পর্বটি' লেখাটিতে ক্লিক করলে সেই আর্টিকেলটি পেয়ে যাবেন।
এই পর্বে বুঝাবো অনলাইন ইনকামের শুধু একটা সাইট নিয়ে। অনলাইন ইনকাম করার জন্য অনেক ক্যাটাগরি আছে।তার মধ্যে আর্টিকেল লেখা একটা ক্যাটাগরি। আর্টিকেল লেখার জন্য আবার অনেক সাইট আছে। নিজের তৈরি ব্লগে আপনি আপনার আর্টিকেল লিখতে পারেন, আবার অন্য কোন ব্লগিং সাইটে আপনি আপনার আর্টিকেলটি লিখতে পারেন।
তো যারা কোনো সাইটে তাদের নিজের আর্টিকেলটি লিখতে চান তাদের জন্য একটি দারুণ আরনিং সাইট হলো ‘জেআইটি প্রোগ্রাম’।
আজকের আলোচনা হবে জেআইটি প্রোগ্রামে আর্টিকেল লেখা নিয়ে। তো যারা আর্টিকেল লিখতে ভালোবাসেন তাদের জন্য এটি বিশাল সু-খবর। কারণ এই সাইটটি বাংলাদেশের এবং আপনি জেনে খুশি হবেন যে এরা বিকাশ, নগদ ইত্যাদি (বাংলাদেশের পেমেন্ট সাইট) এর মাধ্যমে পেইমেন্ট করে থাকে।
এই সাইটে লেখার জন্য আপনাকে ১মে ‘জেআইটি প্রোগ্রামে’ রেজিস্ট্রেশন করতে হবে।তো আপনি রেজিস্ট্রেশন করবেন কিভাবে? আপনি চাইলে আমার দেওয়া রেফারেল লিংক দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন।
আমার ‘রেফারেল লিংক’।এই মার্ক করা লেখাটিতে ক্লিক করে আপনি এই সাইটের মূল পেইজ এ তথা হোম পেইজ এ চলে যাবেন। এটা ঠিক নিচের মতো।
এবার এর উপরের ডান দিকে তাকান। দেখতে পাবেন লগইন এবং রেজিস্টার নামে দুটো অপশন আছে। আপনি রেজিস্টার লেখাটিতে ক্লিক করলে ঠিক নিচের মতো একটা পেইজ আসবে।
এখানে আপনি আপনার ই-মেইল দিয়ে দিবেন। সাথে আপনার নাম, আপনার ইউজার নেইম (তথা কি নামে আপনার একাউন্টি সবাই চিনবে) এবং এই সাইটের জন্য একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন।
এরপর কনফার্ম পাসওয়ার্ড লেখাটিতে ওই একই পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার এ ক্লিক করবেন। (মনে রাখবেন এই পাসওয়ার্ড আপনার ইমেইল এর পাসওয়ার্ড নয়।
শুধু এই সাইটে লগ ইন করার জন্য পাসওয়ার্ড এটা। তাই এই পাসওয়ার্ডটা আপনি চাইলে যেকোনো দিতে পারেন। এমন নয় যে আপনাকে আপনার ইমেইল এর পাসওয়ার্ড দিতে বলেছে।)
এরপর আপনার ইমেইল ( যে ইমেইলটা আপনি দিয়েছেন) এ একটা ভেরিফিকেশন ম্যাসেজ যাবে। আপনি আপনার ইমেইল এ প্রবেশ করে সেখানে যে লিংকটা ওরা পাঠাবে সেটা ক্লিক করলেই এই সাইটে লগ ইন হয়ে যাবেন।
এরপর আপনার সামনে একটা মেম্বার ড্যাশবোর্ড ওপেন হবে। তারপর আপনি সেই ড্যাশবোর্ড এর বাম পাশের লেখাগুলোর দিকে তাকালে দেখতে পাবেন সেটিংস। ঠিক নিচের মতো।
এরপর আপনি সেই সেটিংস এ প্রবেশ করলে অনেক তথ্যের ছক দেখতে পাবেন। এখানে আপনি আপনার প্রোফাইল পিক এড করতে পারেন। আপনার ফেসবুক, টুইটার একাউন্ট চাইলে এড করতে পারেন। তবে আপনাকে একটা জিনিস এড করা অবশ্যই জরুরি পেইমেন্ট নেওয়ার ক্ষেত্রে। সেটা হচ্ছে আপনার পেইমেন্ট মেথড।
অর্থাৎ আপনি কিভাবে টাকা নিতে চান। এখানে পেমেন্ট মেথড বিকাশ সিলেক্ট করলে, আপনার বিকাশ নাম্বারটা দিতে হবে। নগদ হলে নগদের নাম্বার।
আপনি কোন মেথড এ কত টাকা হলে তুলতে পারবেন তার বর্ণনা নিচে দেখুন।
১। মোবাইল রিচারজ করার জন্য ২০ টাকা হলেই আপনি তুলতে পারবেন।
২। বিকাশ, রকেট, নগদ, শিওর ক্যাশ এ নিতে চাইলে আপনার মিনিমাম ১০০ টাকা ব্যাল্যান্স থাকতে হবে।
৩। আর আপনি যদি পেইটম এ নিতে চান তবে আপনার মিনিমাম ব্যাল্যান্স ৫০০ টাকা লাগবে।
তো আপনি যেকোনো একটি সিলেক্ট করতে পারেন।পরে অবশ্য সেটা চেঞ্জও করতে পারবেন।
সেটিংস ঠিক করা হয়ে গেলে সাবমিট এ ক্লিক করবেন। এবার আপনাকে আপনার ড্যাশবোর্ড এ ফিরে আসতে হবে। এখন আপনি আর্টিকেল লিখবেন। কিন্তু কিভাবে সেটা লিখবেন? কিভাবে লিখলে সেটা থেকে ইনকাম করতে পারবেন তা জানতে পরের পর্বটি পড়তে হবে। তো পরের পর্ব যারা পড়তে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আজ তাহলে এই পর্যন্তই থাক।
পরের পর্বে এখান থেকে আরনিং করার জন্য কিভাবে আর্টিকেল লিখতে হয় তা বলব। ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন।
আল্লাহ হাফেজ।
khub valo huse.
You must be logged in to post a comment.