একটি আইডিকার্ড দিয়ে দুইটি বিকাশ একাউন্ট খোলার পদ্ধতি

আপনি কি আপনার আইডি কার্ড দিয়ে একটি বিকাশ একাউন্ট খুলে ফেলেছেন , আরো একটি বিকাশ একাউন্ট প্রয়োজন কিন্তু আইডি কার্ড নেই ? সম্পুর্ণ পোস্টটি পড়লে আপনি পূর্বে বিকাশ খোলা হয়েছে এমন একডি কার্ড দিয়েই নতুন একটি বিকাশ একাউন্ট খুলতে পারবেন |

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

আপনার যা যা প্রয়োজন হবে:

1.একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন |
2.পূর্বে বিকাশ খোলায় ব্যবহার করা হয়েছে এমন একটি আইডি কার্ড |
3.যে সিমে বিকাশ খুলবেন সেই সিম |
4.বিকাশ অ্যাপ ও মোবইলে ইন্টারনেট সংযোগ |
[বি:দ্র: এই সার্ভিস শুধুমাত্র পুরাতন ভোটারদের জন্য ]

কাজের ধারা :

স্মার্ট কার্ড এর আইডি নাম্বার বের করা :

স্মার্ট কার্ড এর নাম্বার বের করা জন্য আপনার মোবাইলের যেকোনো একটি ব্রাউজারে যাবেন এবং সার্চবারে

টাইপ করবেন NID BD. প্রাপ্ত ফলাফল হতে প্রথম ফলাফলটিতে প্রবেশ করবেন | তারপর নিচের পেইজটি দেখতে পাবেন:

এখান থেকে রেজিস্টার করুন লেখার উপর ক্লিক করবেন ফলে নিচের পেজটি দেখাবে :

এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর/ফর্ম নম্বর এর জায়গায় যে আইডি কার্ডটি দিয়ে পূর্বে একবার বিকাশ একাউন্ট খোলা হয়েছে সেই আইডি কার্ডের NID নম্বরটি লিখবেন |

এরপর আইডিকার্ডটিতে যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটি দিয়ে দিবেন এবং নিচে আবছা আবছা ভাবে যে লেখাগুলো রয়েছে সেটি লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন | এরপর যে পেইজটি আসবে সেখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করবেন ফলে নিচের পেইছটি আসবে |

এখান থেকে মোবইল পরিবর্তন এ ক্লিক করে আপনার মোবাইলে বর্তমানে চালু রয়েছে এরকম একটি নাম্বার লিখে বার্তা পাঠান এ ক্লিক করবেন | ফলে আপনি যে নম্বরটি দিয়েছিলেন সেই নম্বরে যার আইডি নম্বর দিয়েছিলেন তার স্মার্ট কার্ডের আইডি নম্বরটি মেসেজ এ চলে আসবে |

বিকাশ একাউন্ট খোলা:

বিকাশ একাউন্ট খোলার জন্য যে সিমে বিকাশ খুলবেন সেই সিমটি ইন্টারনেট সংযোগ যুক্ত অ্যান্ড্রয়েড ফোনে প্রবেশ করাবেন |তারপর বিকাশ অ্যাপ ডাউনলোড করবেন | এরপর বিকাশ অ্যাপ এ প্রবেশ করবেন| এখন যে সিমে বিকাশ খুলবেন সেই সিমের নম্বরটি দিয়ে অপারেটর সিলেক্ট করবেন | এরপর সিমে যে otp code টি আসবে সেটি দিয়ে দিবেন |

এরপর যে আইডি কার্ডের স্মার্ট কার্ডের নম্মর বের করেছেন সেই আইডি কার্ডের উভয় পৃষ্ঠে ছবি তুলবেন | এরপর যে পেইজটি আসবে সেখান থেকে আইডি নম্বরটি মুছে দিবেন এবং মোবাইলের মেসেজে আসা আইডি নম্বরটি লিখে পরবর্তীতে ক্লিক করবেন |

এরপর আইডিকার্ডটি যার তার একটি ছবি তুলবেন | আপনার বিকাশ একাউন্ট খোলা হয়ে যাবে | এরপর শুধু একটি পিন নম্বর সেট করে দিলেই হয়ে গেল এক আইডি কার্ড দিয়ে দুইটি বিকাশ একাউন্ট খোলা |আমার এই লেখা হতে আপনারা উপকৃত হতে পারলেই আমার এই লেখা স্বার্থক |
ধন্যবাদ !

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ