এক ক্লিকেই পিসিতে যেকোন ভিডিও ডাউনলোড

আসসলামু আলাইকুম, আশা করি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি।

এই সাইটে আমি নতুন এবং এটিই আমার প্রথম আর্টিকেল। আর কথা না বাড়িয়ে সরাসরি মুল পয়েন্টে চলে যাই।

আমরা সবাই জানি যে, সোশ্যাল মিডিয়া জাতীয় যত সাইট আছে তারা এতে সরাসরি ডিভাইসে ভিডিও ডাউনলোডের কোন অপশন দেয়না। কারন তা এদের স্বার্থবিরোধী। এজন্য আমাদের Vidmate বা এ জাতীয় থার্টপার্টি এপ্স এর সাহায্য নিতে হয়।

এভাবে থার্টপার্টি এপ্সের সাহায্যে আমরা মোবাইলে খুব সহজেই যেকোন সোশ্যাল সাইট থেকে ভিডিও ডাউনলোড করে নিতে পারি।

এতো গেল মোবাইলের বিষয়, কিন্ত যারা নিতান্তই নতুন পিসি ইউজার, তারা পিসি দিয়ে সোশ্যাল সাইট থেকে ভিডিও ডাউনলোড করতে বেশ ঝামেলায় পড়ে।

যদিও পিসিতে সহজেই ভিডিও ডাউনলোড করার উপায় আছে।

তাই আমি এই আর্টিকেলে পিসি ইউজারদের জন্য সহজ দুটি উপায় বলব:

1st Method: পিসিতে ইউটিউবের যে ভিডিওটি ডাউনলোড করতে চান, সেটি প্লে করে উপরে url বক্সে গিয়ে www. এর পর জাস্ট "ss" দিয়ে এন্টার দিন। (এভাবে www.ssyoutube.com/watch?v=WNDzVzRdSDs&ab)

তাহলে, আপনাকে একটা সাইটে নিয়ে যাবে। সেখানে ডাউনলোড আইকনে ক্লিক করলেই ভিডিও ডাউনলোড হওয়া শুরু হবে।

সেখানে নিজের ইচ্ছা মত ফরম্যাট চেঞ্জ করতে পারবেন।
একইভাবে ফেসবুকে ও।

2nd Method: https://en.savefrom.net/152/ এই লিংকে গিয়ে  "SaveFromNet" এক্সটেনশনটি  আপনার ব্রাউজারে এড করে নিন। ব্যস কাম শেষ।

এবার ফেসবুক বা ইউটিউবে ডুকলেই দেখতে পারবেন ভিডিওর পাশে ডাউনলোড আইকন শো করছে। (ছবিতে যেভাবে আছে)

সে আইকনে এক ক্লিক করেই ভিডিও ডাউনলোড করে নিন। এতেও ইচ্ছানুযায়ী ফরম্যাট চেঞ্জ করে ডাউনলোড করে নিতে পারেন।  

এই এক্সটেনশনটি আমি চার বছর যাবত ব্যবহার করছি কোন ঝামেলা ছাড়াই। আরো হয়ত সহজ উপায় আছে, কিন্ত এইটা আমার কাছে বেস্ট মনে হয়। কোন জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানান। আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles