অনলাইনে ব্লগিং,ইউটিউব, ফেসবুক মার্কেটিং এর কাজ করার সময় আমাদের বিভিন্ন ধরনের ভিডিওর প্রয়োজন হয় কারণ আমাদের কনটেন্টে ভিডিওর গুরুত্ব অপরিসীম।
আজকের আর্টিকেলে আপনাদের বিশ্বের জনপ্রিয় কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করার সেরা ১০টি ওয়েবসাইট সম্পর্কে বলবো। যেখান থেকে খুব সহজেই ওয়াটারমার্ক ছাড়া কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন।
কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করার সেরা ৫ টি ওয়েবসাইট
- VistaCreate
- Motion Elements
- Vidsplay
- Pixabay
- coverr
1. VistaCreate
VistaCreate এই ওয়েবসাইটটি গ্রাফিক ডিজাইনারদের জন্য অন্যতম একটি প্ল্যাটফর্ম।
আর এই ওয়েবসাইটটি স্টক ভিডিও কালেক্ট করার জন্য সেরা একটি প্ল্যাটফর্ম।
চাইলেই খুব সহজে এখান থেকে যেকোন ভিডিও ডাউনলোড করে নিতে পারেন কোন ওয়াটারমার্ক ছাড়াই।
ওয়েবসাইটের প্রতিটি ভিডিওকে বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে ভাগ করে রেখেছে।
সাইটের ভিতর প্রবেশ করলেই বিভিন্ন ধরনের ক্যাটাগরি দেখতে পারবেন,যেমন ফ্যামিলি, বেবি, পিপল ফুড,বিজনেস ইত্যাদি।
আর প্রতিটা ক্যাটাগরির ভিতরে রয়েছে sub-category এর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার কাঙ্খিত ভিডিওটি খুঁজে বের করতে পারবেন।
সুবিধাঃ
- এই সাইটের সকল ভিডিও কপিরাইট ফ্রী
- কোন ভিডিওতে ক্রেডিট দিতে হবে না
- বিজ্ঞাপনের অসুবিধা নেই
- HD,HD720, 2K ও 4K-এ ডাউনলোড করা যায়
2. Motion Elements
Motion Elements স্টক ভিডিও এর সেরা একটি প্ল্যাটফর্ম।
যেখানে আপনি খুব সহজেই ফ্রিতে যেকোনো স্টক ভিডিও ডাউনলোড করে নিতে পারেন।
এখান থেকে ভিডিও ডাউনলোড করার আগে আপনাকে অবশ্যই সাইটটিতে সাইনআপ করে নিতে হবে।
আর সাইট এর ডানপাশে আপনি সাইন আপ এর অপশন পেয়ে যাবেন, যেখান থেকে আপনি ফ্রিতেই সাইনআপ করে নিতে পারবেন।
সুবিধাঃ
- সবগুলো ভিডিও ফ্রি
- ওয়াটারমার্ক ছাড়া হাই রেজুলেশনের ভিডিও ডাউনলোড করতে পারবেন
- অনেক স্টক ভিডিও ক্যাটেগরি রয়েছে
3. Vidsplay
Vidsplay আপনি বিনামূল্যে HD ভিডিও ডাউনলোড করতে পারবেন। ওয়েবসাইট এর ভিতরে বিভিন্ন ধরনের ক্যাটেগরি দেখতে পারবেন, যেখানে বিভিন্ন ধরনের ভিডিও সাজানো রয়েছে।
তবে, এই সাইট থেকে নেওয়া ভিডিওগুলো যদি ব্যবহার করেন তাহলে তার জন্য আপনাকে ওয়েবসাইট নাম কিংবা লিঙ্কসহ ভিডিও ক্রেডিট দিতেই হবে।
এই ওয়েবসাইটে প্রতিদিন নতুন নতুন ভিডিও যোগ করা হয়। ওয়েবসাইটের ভিডিও আপনার ব্যক্তিগত কিংবা অফিসিয়াল কাজে লাগাতে পারেন।
তাছাড়াও কপিরাইট ফ্রি ইসলামিক ভিডিও,কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করতে পারবেন।
সুবিধাঃ
- বিভিন্ন ক্যাটাগরির অনেক ভিডিও পাবেন
- এখানে এনিমেশন ভিডিও পাবেন
- কপিরাইট ফ্রি মিউজিক
- Popular HD & 4K ভিডিও পাবেন এইখানে
৪। Pixabay
Pixabay এমন একটি ওয়েবসাইট এখানে আপনার কাঙ্ক্ষিত ভিডিও খুঁজে বের করতে বেশি কষ্ট করতে হবে না।
কারণ এই সাইটে বিভিন্ন ধরনের ভিডিও ক্যাটাগরি আছে এবং প্রত্যেক ক্যাটাগরিতে ভিন্ন ভিন্ন ভিডিও থাকে। তাই চাইলেই আপনি আপনার পছন্দের কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন।
এই সাইট থেকে কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করে আপনার কাজে ব্যবহার করতে পারেন কোন সমস্যা ছাড়াই।
- এইচডি স্টক ভিডিও পাবেন
- অনেক ইসলামিক মিউজিক ভিডিও আছে
- এখানে ভিডিওর কোয়ালিটি নির্বাচন করে ডাউনলোড করতে পারবেন
৫। Coverr
Coverr এই সাইটের সকল ভিডিও বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন, এবং এই সাইটের সকল ভিডিও সম্পূর্ণ কপিরাইট ফ্রি।
কিন্তু আপনি এই সাইট থেকে ভিডিও ডাউনলোড করে অন্য কোন সাইটে আপলোড করে বিক্রি করতে পারবেন না। যদি অন্য কোন সাইটে ভিডিওটি বিক্রি করেন তাহলে আপনার ভিডিওতে কপিরাইট দেওয়া হবে।
এই সাইট থেকে ভিডিও ডাউনলোড করে আপনি কোম্পানি, ব্লগিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব চ্যানেলে ব্যবহার করতে পারেন।
সুবিধাঃ
- ওয়াটারমার্ক ভিডিও
- HD & 4K ভিডিও পাবেন এইখানে
- কপিরাইট ফ্রি ইসলামিক ভিডিও
- মোটিভেশনাল ভিডিও
- গানের ভিডিও
পরিশেষেঃ
কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করার আর্টিকেলটি এখানেই শেষ হলো। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ আর্টিকেলে পড়ার জন্য। কোন কিছু বুঝতে সমস্যা হলে বা কোন প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন।
You must be logged in to post a comment.