অনলাইন মেমোরী বা cloud storage (ক্লাউড স্টোরেজ) সার্ভিস

অনলাইন মেমোরী বা cloud storage (ক্লাউড স্টোরেজ) সার্ভিস। আমরা প্রায় সবাই আমাদের বিভিন্ন ডাটা যেমন- ভিডিও,গান,দরকারী ফাইল অথবা অতীতের স্মৃতি স্বরুপ ছবি ইত্যাদী গুলোকে মেমোরীতে জমা করে রাখি ৷ কিন্তু অনেক সময়-ই দেখা যায় মেমোরীতে যথেষ্ঠ জায়গা খালি নেই বা আপনি মেমোরীতে রাখতে চাচ্ছেন না৷ তখন আপনি কি করবেন? এগুলো কোথায় রাখবেন?

এই পোস্টে আপনি সেই সমাধান-ই পেতে যাচ্ছেন৷ সুতরাং মনোযোগের সাথে সামনে চলুন!!!

cloud storage (ক্লাউড স্টোরেজ)সার্ভিস কি?

বুঝার সুবিধার্থে মেমোরীর সাথেই উদাহরণ দেই৷আমরা সাধারণত মোবাইল ফোনে মেমোরী কার্ড ইউস করি৷ যাতে আমাদের ডাটা সংরক্ষিত থাকে৷

অনলাইন ক্লাউড সার্ভিসের কাজও আপনার সেই ডাটা গুলো সংরক্ষিত রাখা৷ শুধু রেজিষ্ট্রেণন ও লগইন করে সেটা কে আপনি মেমোরীর মত-ই ডাটা সংরক্ষন করতে পারবেন৷ 

মেমোরী কার্ডের সাথে পার্থক্য-

তবে এখানে মেমোরীর চাইতেও এক্সট্রা অপশন পাবেন সেটা হল-কোন কোন ক্লাউড সার্ভিসে আপনি অনলাইন চ্যাট,ভয়েস কল করতে পারবেন৷সে অনুযায়ী নেটওয়ার্ক গড়ে তুলতে পারবেন৷

ক্লাউড সার্ভিস প্রিমিয়াম এবং ফ্রি উভয় ধরনের-ই আছে৷

 

ক্লাউড সার্ভিসের সূবিধা-

☞ বিশ্বের যে কোন প্রান্ত থেকে আপনি আপনার ডাটা অর্থাৎ ছবি,ভিডিও ইত্যাদীতে এক্সেস পাবেন৷

☞ মেমোরী কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে তা আর ফিরে পাওয়া যায় না৷কিন্তু ক্লাউড সার্ভিস গুলোতে সে ভয় থাকে না৷

☞ অপনি যে কোন ডিভাইস থেকে কোন কিছু পরিবর্তন,ইডিট বা ডিলেট করলে অটোমিটিক সকল ডিভাইসে সিঙ্ক এবং আপডেট হয়ে যাবে৷

☞ ব্যাকআপ বা পুনরুদ্ধার ৷

কখনও মেমোরী ফরমেট দেয়া প্রয়োজন হয়৷ তখন আপনি cloud storage এ ব্যাকআপ রেখে কাজটা সেরে ফেলতে পারেন৷ 

ক্লাউড সার্ভিসের অসূবিধা-

☞ ক্লাউড সার্ভিসে আপনি আপনার ডাটা এক্সেস পেতে, নেট কানেকশ প্রংয়োজন হবে৷অন্যথায় এক্সেস পাবেন না৷যেমনটা মেমোরী কার্ডে ছিল৷

☞ লোডিং সমস্যা৷ অর্থাৎ মেমোরীতে যেমন লোডিং ছাড়া ভিডিও দেখতেন এখানে বিশেষত ফ্রি সার্ভিস গুলোতে তা পারবেন না৷

তবে সূবিধা-অসুবিধা যাই হোক আপনার গুরুত্বপূর্ণ ডাটা যদি হারিয়ে যাওয়া থেকে নিশ্চিত সংরক্ষন রাখতে চান তাহলে cloud storage আপনার জন্য জরুরী৷

এমনকি অডিও,ভিডিও ছাড়া ছবি,ও বিভিন্ন ফাইলের ক্ষেত্রে লোডিং সমস্যায়ও পড়তে হবে না৷ তাই অডিও,ভিডিও ছাড়া আপনি আপনার সমস্ত ছবি,ও বিভিন্ন ছোট ফাইল লোডিং ঝামেলার ভয় উপেক্ষা করে নির্দিধায় রাখতে পারবেন৷

নিচে টপ ৫ টি free cloud storage এর তালিকা দেয়া হল-

১/ icedrive

https://icedrive.net

আইস ড্রাইভে আপনি ফ্রিতে ১০ জিবি স্টোরেজ পেয়ে যাবেন৷ ১০ জিবি হলেও এটা অন্য গুলোর চেয়ে তুলনা মূলক স্পিড ভালো৷এবং ইনক্রাইপশন করে রাখতে পারবেন৷

 

২/mega

https://mega.nz/

মেগা তে আপনি ৫০ জিবি পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে৷ ফ্রি ক্লাউড সার্ভিস গুলোর মধ্যে আমার জানা মতে এটাই বহুল ব্যবহৃত৷

৩/Google drive

https://www.drive.google.com/

গুগল ড্রাইভে আপনার ছবি,ফাইল ইত্যাদী রাখার জন্য বেস্ট হতে পারে৷ এটা সহজেই ব্যবহার করতে পারবেন শুধু জিমেইল একাউন্ট থাকলেই হবে৷আর জিমেইল সাধারণত এখন সবার-ই আছে৷

৪/pcloud

https://www.pcloud.com/eu

পি ক্লাউডে আপনি ফ্রিতে পাচ্ছেন ১০ জিবি তবে রেফার করে আপনি আপনার স্টোরেজ আরও বাড়াতে পারবেন৷

৫/Degoo

https://degoo.com/

ডিগো ক্লাউড স্টোরেজে আপনি ১০০ জিবি ফ্রিতে পাবেন৷

 সব গুলোই মোবাইল,ট্যাব,কম্পিউটার,ল্যাপটপ সকল ডিভাইসেই উপলভ্য৷ এবং এপস দ্বারা ব্যবহার যোগ্য৷ এবং চাইলে আপনি ব্রাউজার দিয়ে লগইন করেও ব্যবহার করতে পারবেন৷ আবার এপস ব্যবহার করতে চাইলে এটার এপসও প্লে স্টোরে পেয়ে যাবেন৷

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles