আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। নিচে আর্টিকেল এ সব কিছু আলোচনা করা হয়েছে :
ডার্ক মোড :
আপনার ডিভাইসটিকে ডার্ক মোডে সেট করার অর্থ হল এটি একটি অন্ধকার ব্যাকগ্ৰাউন্ড পাঠ্য প্রদর্শন করবে।
ডার্ক মোডে এর সুবিধা :
ডার্ক মোড এর সুবিধা সমূহ:
•নীল আলোর এক্সপোজার কমানো
• দীর্ঘ স্ক্রীন টাইমের সাথে চোখের স্ট্রেনে সাহায্য করা ।
• ব্যাটারি সেভ
• অন্ধকার ঘরে আপনার ডিভাইসটি দেখছেন তখন স্ক্রিনের সাথে সামঞ্জস্য করা সহজ করতেও সাহায্য করতে পারে
ক্রোম ব্রাউজার ডার্ক মোড
সর্বপ্রথম আপনি আপনার ক্রোম ব্রাউজার টি ওপেন করুন। তারপর 3 dot menu ক্লিক করুন।
তারপর Dropbox menu চলে আসলে Settings অপশন সিলেক্ট করুন।
নিচে স্ক্রল টের "Theme" option select করুন:
তারপর 'Dark'অপশন সিলেক্ট করুন:
তাহলে আপনার ক্রোম ব্রাউজার টি ডার্ক মোড চালু হয়ে যাবে।
অতঃপর আপনার ব্রাউজার টি এইরকম দেখাবে।
শেষ কথা :
আপনাদের এই আর্টিকেল এ আপনাদের সম্পূর্ণ পদ্ধতি শিখিয়েছি কীভাবে ক্রোম ব্রাউজার এর ডার্ক মোড চালু করতে হয় এবং এর কিছু উপকারিতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনাদের কোনো সমস্যা হলে আমি আপনাদের সহযোগীতা করার চেষ্টা করবো। টিউটোরিয়াল টি ভালো লাগলে ও কাজে আসলে সবার সাথে শেয়ার করুন। পরবর্তী তে আমি অন্য কোন টিউটোরিয়াল নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু
You must be logged in to post a comment.