নতুন একটি এআই বট সম্প্রতি প্রযুক্তি বিশ্বের সকল আলোচনায় চলে আসছে। ChatGPT নামের এই বট অল্পদিনেই বেশ সুনাম কুড়িয়েছে,
অনেকে aতো একে রীতিমতো বিভিন্ন সার্চ সার্ভিসের প্রতিদ্বন্দ্বী বলেও আখ্যা দিচ্ছে। প্রশ্ন করতে পারেন একটি এআই বট নিয়ে এতো মাতামাতির কী আছে?
সে প্রশ্নের উত্তর জানবেন এই পোস্টে। চ্যাটজিপিটি নামের এক শক্তিশালী এআই চ্যাট বট সম্পর্কে জানবেন এই আর্টিকেলে।
ChatGPT কি?
চ্যাটজিপিটি হলো একটি এআই চ্যাটবট সিস্টেম যা ওপেনএআই নভেম্বর মাসে প্রকাশ করে। মূলত শক্তিশালী একটি এইআই সিস্টেম দ্বারা কী অর্জন সম্ভব তার উজ্জল উদাহরণ এই চ্যাটবট।
এই চ্যাটবটকে আপনি যেকোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন ও অধিকাংশ সময়েই এটি কাজের উত্তর প্রদান করবে।
উদাহরণস্বরূপঃ আপনি যদি এই বটকে লিখেন “Explain Newton’s laws of motion” তাহলে এটি আপনাকে নিউটনের গতির সূত্র জানিয়ে দিবে। আবার ধরুন লিখলেন “Write me a poem” তাহলে এই চ্যাটবট রীতিমত আপনার জন্য কবিতা লিখে দিবে।
এর পরপর যদি “Now make it more exciting” লিখেন তবে এই বট উক্ত কবিতাকে আবার পুনরায় গুছিয়ে লিখবে আপনার জন্য। বিষয়টি অসাধারণ নয় কি?
তবে চ্যাটজিপিটি কিন্তু নিজে আসলে কিছুই জানেনা। এটি মূলত একটি এআই সিস্টেম যাকে ইন্টারনেট থেকে প্রাপ্ত বিভিন্ন জ্ঞানের গোছানোভাবে উপস্থাপন উপযোগী করে তৈরী করা হয়েছে।
অধিকাংশ সময় এই বট থেকে অসাধারণ সব উত্তর পাবেন, তবে নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে এর উপর পুরোপুরি ভরসা করাটা বোকামি হবে।
You must be logged in to post a comment.