মোবাইল দিয়ে "ক্যাপচা" ভুল না করে এন্ট্রি করার সহজ কৌশল জেনে নিন। 100% পারবেন!

"ক্যাপচা" সম্পর্কে আপনারা হয়তো সবাই জানেন, কারণ আজকাল "ক্যাপচা" বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয় বিশেষ করে ওয়েবসাইটগুলোতে।

তাছাড়া এই "ক্যাপচা" পূরণ করে সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ ঘরে বসে অনেক টাকা আয় করছে। তাই এখানে আমি "ক্যাপচা" কি তা নিয়ে আলোচনা করব না, এখানে মূলত আমি  মোবাইল দিয়ে "ক্যাপচা"  ভুল না করে এন্ট্রি করার কিছু সহজ  কৌশল সম্পর্কে আলোচনা করব। কিন্তু আপনি যদি "ক্যাপচা" সম্পর্কে না জানেন তাহলে নিচের লিংকে প্রবেশ করে জেনে আসতে পারেন।

(reCAPTCHA) বা ক্যাপচা কি- ক্যাপচা কেন ব্যবহার করা হয় ? সহজেই জেনে নিন এ সম্পর্কে ।

"ক্যাপচা" এন্ট্রি সম্পর্কে কিছু কথা! এবং সমস্যা। 

সমস্যা-১

আমরা অনেকেই  জানি যে একটা  "ক্যাপচা" পূরণ করার জন্য মূলত ১৫- ২০ সেকেন্ড সময় দেওয়া হয়, ওই সময়ের ভিতরে "ক্যাপচায় দেওয়া নাম্বার এবং অক্ষর সঠিকভাবে বসিয়ে সাবমিট করতে হয়।

তাছাড়া এর জন্য আপনাকে কিছু চান্স বা সু্যোগ ও দেওয়া হয়ে থাকে, ১০,  ১৫ বা ২০ বারের মতো,  ধরেন আপনাকে ১০ বা চান্স দেওয়া হল,  আপনি যদি এই দশবার ভুল করেন তাহলে তারা আপনাকে আধা ঘণ্টা, এক ঘণ্টা এমনকি ৫-৬ ঘণ্টার জন্য ও আপনাকে লক বা ব্লক করে দিতে পারে, আপনাকে যত ঘণ্টার জন্য লক বা ব্লক করে দিয়েছে এত ঘণ্টা যাওয়ার পর আপনি আবার কাজ শুধু করতে পারেন। আর যদি এত তাড়াতাড়ি এত ভুল না করেন তাহলে  আপনি লিমিট ছাড়া অনেক ক্যাপচা পূরণ করার সময় পাবেন।

সমস্যা-২

সমস্যা-২ হল যেহেতু ক্যাপচা দ্রুত সময়ের ভিতরে এন্ট্রি করতে হয়, সেজন্য এটি মোবাইল দিয়ে পূরণ করতে একটু অসুবিধা হল,  ল্যাপটপ, কম্পিউটারটার হলে ভালো হয় কারণ বড় কিবোর্ড হওয়ায় দ্রুত টাইপ করা যায়।  

সমস্যা-৩।

সমস্যা-৩ হল, যেহেতু ক্যাপচাতে নাম্বার আর ইংরেজি ছোট হাতের অক্ষর থাকে, তাই অক্ষর  তুলে, নাম্বার তুলার জন্য নাম্বার অপশনে যেতে, আবার অক্ষর তুলতে এই রকম করে সময় ফুরিয়ে যায়। কারণ, কিবোর্ড ফোনে দেওয়া থাকে বা আমরা যেসব কিবোর্ড ব্যবহার করি, যেমন রিদ্মিক কিবোর্ড, এগুলোতে কিন্তু আলাদা করে নাম্বার আর অক্ষর দেওয়া থাকে না।

এবার চলুন জেনে নেওয়া যাক এর সমাধান সম্পর্কে ।

সমাধান -১

প্রথমেই আমি আপনাকে বলব, গুগল প্লেস্টোর থেকে,  Giant Text নামে এই কিবোর্ডটি ডাউনলোড করে সেটিং করে নিন। কারণ এই কিবোর্ডে আলাদা করে এক সাইট দিয়ে নাম্বার,  এবং ছোট হাতের অক্ষর রয়েছে।  সেজন্য আপনি জামেলা ছাড়াই সহজেই ক্যাপচা এন্ট্রি করতে পারবেন।  

আপনি এখানে ছোট অক্ষরে অপশন বেঁচে নিবেন। 

সমাধান -২

মাঝে মধ্যে আপনার ক্যাপচার অক্ষর বা নাম্বার ঠিকমত  চোখে নাও পড়তে পারে। সেজন্য একটি ভালো করে বুদ্ধি খাটিয়ে দেখে নিবেন। যেমনটা নিচে দেখা যাচ্ছে এখানে 4 কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না 

আবার কিছু কিছু ক্যাপচা সাইটে কাঁটা পড়ে যায়,  সেজন্য সেটা বুঝা যায় না,  তাই এধরনের ক্যাপচা রিফ্রেশ করে নিবেন।  

যেমনটা নিচে দেওয়া হয়েছে,  এট, c, q, নাকি o, a বুঝা যাচ্ছে না। 

ক্যাপচা বুঝার জন্য কিছু উদাহরণ 

1 নাম্বার উদাহরণ

এখানে ক্যাপচা গুলো হচ্ছে = mzp4eqagj

2 নাম্বার উদাহরণ 

এখানে ক্যাপচা গুলো হচ্ছে =brzj3d8h

সবাইকে ধন্যবাদ,  লেখাটি কেমন হল জানাবেন,  ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Shakil Mollik - Feb 19, 2022, 8:53 PM - Add Reply

Nice

You must be logged in to post a comment.
Shakil Mollik - Feb 19, 2022, 8:53 PM - Add Reply

Khub valo

You must be logged in to post a comment.
Shakil Mollik - Feb 19, 2022, 8:53 PM - Add Reply

Gd

You must be logged in to post a comment.
Shakil Mollik - Feb 19, 2022, 8:55 PM - Add Reply

Super

You must be logged in to post a comment.
Shakil Mollik - Feb 19, 2022, 9:05 PM - Add Reply

হুম

You must be logged in to post a comment.
Shakil Mollik - Feb 19, 2022, 9:16 PM - Add Reply

nice Site

You must be logged in to post a comment.
Md Mahamudul Hasan Munna - Feb 20, 2022, 1:47 PM - Add Reply

Okay

You must be logged in to post a comment.
Shakil Mollik - Feb 19, 2022, 10:34 PM - Add Reply

Gd

You must be logged in to post a comment.
Md Mahamudul Hasan Munna - Feb 20, 2022, 1:46 PM - Add Reply

Thanks

You must be logged in to post a comment.
Parvej ahmed - Feb 21, 2022, 10:58 AM - Add Reply

Thanks all

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles