১৫০০০ টাকার মধ্যে সবচেয়ে ভালো কিছু ফোন আপনাদের সামনে উপস্থাপন করছি। বাজেটেরও মধ্যে আবার ফোন কোয়ালিটিও অনেক উন্নত। এই ফোন গুলো সাধারন শোরুম এই পেয়ে যাবেন বলে আশা করি।
নিচে ভালো বাজেটের মধ্যে ১০০০০-১৫০০০ এর মধ্যের সকল আমার ব্যাক্তিগত মনে হওয়া ফোন গুলোর সকম ডিটেইল লিখে দিলাম। আশা করি আপনাদের কাজে দিবে।
1.Lenovo K12-BDT. 10,990
প্রসেসর: Qualcomm SM4250 Snapdragon 460 Octa-core
প্রদর্শনীর আকার: 6.5 ইঞ্চি
ডিসপ্লে রেজোলিউশন: 720 x 1600 পিক্সেল
ব্যাটারি: 5000 mAh
প্রধান ক্যামেরা: 48 মেগাপিক্সেল।
সামনের ক্যামেরা: 8 মেগাপিক্সেল।
নিরাপত্তা: ফিঙ্গারপ্রিন্ট সেন্সর.
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড 10।
ওজন: 200 গ্রাম।
4 GB RAM 64 GB ROM
2.Xiaomi Redmi 10A-BDT. 10,999
প্রসেসর: Helio G25, অক্টা-কোর
প্রদর্শনের আকার: 6.3 ইঞ্চি।
ডিসপ্লে রেজোলিউশন: 720 * 1600 (HD+)।
ব্যাটারি: 5000 mAh।
প্রধান ক্যামেরা: 13 মেগাপিক্সেল।
সামনের ক্যামেরা: 5 মেগাপিক্সেল।
নিরাপত্তা: ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড 11।
ওজন: 194 গ্রাম।
2 GB RAM 32 GB ROM
3.Shymphony Z42-BDT. 11,100
প্রসেসর: Mediatek Helio A20 (12 nm) অক্টা কোর
প্রদর্শনের আকার: 6.52ইঞ্চি।
ডিসপ্লে রেজোলিউশন: 720 * 1600 (HD+)।
ব্যাটারি: 5000 mAh।
প্রধান ক্যামেরা: 13 মেগাপিক্সেল।
সামনের ক্যামেরা: 8 মেগাপিক্সেল।
নিরাপত্তা: ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেসিয়াল আনলক।
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড 11।
ওজন: 202 গ্রাম।
2 GB RAM 32 GB ROM
4.Walton Primo R9-BDT. 11,999
প্রসেসর: 1.8GHz অক্টা-কোর
প্রদর্শনের আকার: 6.52ইঞ্চি।
ডিসপ্লে রেজোলিউশন: 720 * 1600 (HD+)।
ব্যাটারি: 5000 mAh।
প্রধান ক্যামেরা: 13 মেগাপিক্সেল।
সামনের ক্যামেরা: 8 মেগাপিক্সেল।
নিরাপত্তা: ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেসিয়াল আনলক।
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড 11।
ওজন: ১৯১ গ্রাম।
3 GB RAM 32 GB ROM
5.Infinix Smart 6 plus-BDT. 12,000
প্রসেসর: মিডিয়াটেক হেলিও এ22
প্রদর্শনের আকার: 6.82 ইঞ্চি।
ডিসপ্লে রেজোলিউশন: 720 * 1600 (HD+)।
ব্যাটারি: 5000 mAh।
প্রধান ক্যামেরা: 8 মেগাপিক্সেল।
সামনের ক্যামেরা: 5 মেগাপিক্সেল।
নিরাপত্তা: ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেসিয়াল আনলক।
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড 12।
ওজন: 202 গ্রাম।
3 GB RAM 64 GB ROM
6. Infinix Hot 10S-BDT. 13,999
প্রসেসর: Unisoc T610
প্রদর্শনের আকার: 6.5 ইঞ্চি।
ডিসপ্লে রেজোলিউশন: 720 * 1600 (HD+)।
ব্যাটারি: 5000 mAh।
প্রধান ক্যামেরা: 13 মেগাপিক্সেল।
সামনের ক্যামেরা: 8 মেগাপিক্সেল।
নিরাপত্তা: ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেসিয়াল আনলক।
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড 11।
ওজন: 200 গ্রাম।
4 GB RAM 64 GB ROM
7. Tecno Spark 7 Pro-BDT. 13,490
প্রসেসর: Mediatek Helio G80 গেমিং প্রসেসর।
প্রদর্শনের আকার: 6.6 ইঞ্চি।
ডিসপ্লে রেজোলিউশন: 720 * 1600 (HD+)।
ব্যাটারি: 5000mAh।
প্রধান ক্যামেরা: 48 মেগাপিক্সেল।
সামনের ক্যামেরা: 8 মেগাপিক্সেল।
নিরাপত্তা: রিয়ার-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট আনলক, ফেসিয়াল আনলক সিস্টেম।
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড 10।
4 GB RAM 64 GB ROM
8. Infinix Hot 10S-BDT. 13,999
প্রসেসর: Mediatek Helio G85 গেমিং প্রসেসর।
প্রদর্শনের আকার: 6.82 ইঞ্চি।
ডিসপ্লে রেজোলিউশন: 720 * 1640 (HD+)।
ব্যাটারি: 6000 mAh।
প্রধান ক্যামেরা: 48 মেগাপিক্সেল।
সামনের ক্যামেরা: 8 মেগাপিক্সেল।
নিরাপত্তা: ফিঙ্গারপ্রিন্ট আনলক, ফেসিয়াল আনলক সিস্টেম।
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড 11।
ওজন: 211 গ্রাম।
4 GB RAM 128 GB ROM
9. Infinix Hot 11S-BDT. 14,990
প্রসেসর: Mediatek Helio G88 গেমিং প্রসেসর।
প্রদর্শনের আকার: 6.78 ইঞ্চি।
ডিসপ্লে রেজোলিউশন: 1080 * 2480 (FHD+)।
ব্যাটারি: 5000 mAh।
প্রধান ক্যামেরা: 50 মেগাপিক্সেল।
সামনের ক্যামেরা: 8 মেগাপিক্সেল।
নিরাপত্তা: ফিঙ্গারপ্রিন্ট, ফেসিয়াল আনলক সিস্টেম।
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড 11।
ওজন: 205 গ্রাম।
4 GB RAM 128 GB ROM
10. Oppo A16-BDT. 14,999
প্রসেসর: মিডিয়াটেক হেলিও জি 35।
প্রদর্শনের আকার: 6.52 ইঞ্চি।
ডিসপ্লে রেজোলিউশন: 720 * 1600 (HD+)।
ব্যাটারি: 5000 mAh।
প্রধান ক্যামেরা: 13 মেগাপিক্সেল।
সামনের ক্যামেরা: 8 মেগাপিক্সেল।
নিরাপত্তা: সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক বৈশিষ্ট্য।
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড 11।
ওজন: 190 গ্রাম।
4 GB RAM 64 GB ROM
11. Nokia G20-BDT. 14,999
প্রসেসর: মিডিয়াটেক হেলিও জি 35।
প্রদর্শনের আকার: 6.52 ইঞ্চি।
ডিসপ্লে রেজোলিউশন: 720 * 1600 (HD+)।
ব্যাটারি: 5050 mAh।
প্রধান ক্যামেরা: 48 মেগাপিক্সেল।
সামনের ক্যামেরা: 8 মেগাপিক্সেল।
নিরাপত্তা: সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক বৈশিষ্ট্য।
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড 11।
ওজন: 197 গ্রাম।
4 GB RAM 64 GB ROM
12. Vivo Y21-BDT. 14,999
প্রসেসর: Mediatek Helio P35।
প্রদর্শনের আকার: 6.51 ইঞ্চি।
ডিসপ্লে রেজোলিউশন: 720 * 1600 (HD+)।
ব্যাটারি: 5000 mAh।
প্রধান ক্যামেরা: 13 মেগাপিক্সেল।
সামনের ক্যামেরা: 8 মেগাপিক্সেল।
নিরাপত্তা: সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেসিয়াল আনলক বৈশিষ্ট্য।
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড 11।
ওজন: 182 গ্রাম।
4 GB RAM 64 GB ROM
13. Samsung Galaxy A12-BDT. 14,999
প্রসেসর: Mediatek Helio P35।
প্রদর্শনের আকার: 6.5 ইঞ্চি।
ডিসপ্লে রেজোলিউশন: 720 * 1600 (HD+)।
ব্যাটারি: 5000 mAh।
প্রধান ক্যামেরা: 48 মেগাপিক্সেল।
সামনের ক্যামেরা: 8 মেগাপিক্সেল।
নিরাপত্তা: সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক সিস্টেম।
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড 10।
ওজন: 205 গ্রাম।
4 GB RAM 64 GB ROM
14. Tecno Spark 8 Pro-BDT. 15,000
প্রসেসর: Mediatek Helio G85 গেমিং প্রসেসর।
প্রদর্শনের আকার: 6.8 ইঞ্চি।
ডিসপ্লে রেজোলিউশন: 1080 * 2460 (FHD+)।
ব্যাটারি: 5000 mAh।
প্রধান ক্যামেরা: 48 মেগাপিক্সেল।
সামনের ক্যামেরা: 8 মেগাপিক্সেল।
নিরাপত্তা: সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট আনলক, ফেস আনলকিং সিস্টেম।
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড 11।
ওজন: 196 গ্রাম।
4 GB RAM 64 GB ROM
15. Realme C25s-BDT. 15,000
প্রসেসর: Mediatek Helio G85 গেমিং প্রসেসর।
প্রদর্শনের আকার: 6.5 ইঞ্চি।
ডিসপ্লে রেজোলিউশন: 720 * 1600 (HD+)
ব্যাটারি: 6000 mAh।
প্রধান ক্যামেরা: 48 মেগাপিক্সেল।
সামনের ক্যামেরা: 8 মেগাপিক্সেল।
নিরাপত্তা: ফিঙ্গারপ্রিন্ট, ফেসিয়াল আনলক সিস্টেম।
অপারেটিং সিস্টেম: Android 11 এ Realme UI 2.0।
ওজন: 209 গ্রাম।
4 GB RAM 64 GB ROM
এই প্রত্যেকটি ফোন ই প্রাইজ রেঞ্জ এর মধ্যে ভালো। তবে এর বাইরেও অনেক ভালো ফোন আছে। সব গুলি সিডিউল করা সম্ভব হয় নি। কিন্তু আমার মতে এইগুলোর মধ্যে ও infinix ব্র্যান্ড এর ফোন গুলো আরো বেশি কোয়ালিটি ফুল।
বাংলাদেশে বর্তমানে ফোন অনেক বেশি ব্যাপকতায় আছে। আর এখন আর নন টাচ ফোন খুব একটা ব্যাবহার করা হয় না, ১০০০০ এর নিচে টাচ ফোন নিলে পরে সেটার গেমিং এক্সপেরিয়েন্স বা স্টোরেজ ইউজ সব বিষয়ে অনেকটা প্রবলেম হয়।
সে জন্য আমি মনে করি যেহুতু এই টাচ ফোন শুধু কথা বলার ক্ষেত্রে ব্যাবহার হয় না। ছবি তোলা,
হাল্কা পাতলা গেমিং, ইন্টারনেট ব্রাউজিং ইত্যাদি বহু কাজে ব্যাবহার হয়। তাই সুধু কলের উদ্দ্যেশ্যে ফোন ক্রয় করা ভুল হবে।
বুঝে শুনে প্রয়োজন অনুসারে আপনার পছন্দের ফোনটি নিয়ে নিন। আর ছবি তুলার জন্য আমি ব্যাক্তিগত আবে oppo আর vivo বেশি প্রিফার করি।
কিন্তু গেমিং এর জন্য infinix এর উপরে কোনো মোবাইল নেই এই দামের মধ্যে। তো প্রত্যেকে প্রয়োজন অনুযায়ী নিয়ে নিন আপনার ফোন। আর আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন।
আর্টিক্যাল এতোদুরি। আর কিচ্ছু নাই বলার। মোবাইল গুলা ভালো। কিন্তু এর বাইরেও অনেক ফোন আছে। ওগুলাও দেখতে পারেন। এবং বিচার বিবেচনা করে দেখেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।
আল্লাহ হাফেজ..
Apu J I T ki akhono payment kore??
You must be logged in to post a comment.