ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম | গ্রামীন সিমে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম

আপনি কি এক মোবাইল থেকে আরেক মোবাইলে টাকা আনতে চান? মোবাইলের ব্যালেন্স ট্রান্সফার করতে পাচ্ছেন না?

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে ফ্লেক্সিলোডের টাকা একটি মোবাইল ফোন থেকে আরেকটি মোবাইলে পাঠাবেন। 

অনেকে হয়তো জানেন না ফ্লেক্সিলোডের টাকা কীভাবে অন্য একটি মোবাইলে পাঠানো যায়। কয়েকবছর আগেই এই সিস্টেমটি গ্রামীণফোন ও বাংলালিংক সিমে চালু রয়েছে। 

এ নিয়মটি চালু করার কারণ হলো একটি মোবাইল ফোন থেকে আরেকটি মোবাইলে যেন টাকা ট্রান্সফার করা যায়।

আমাদের অনেকেই আছেন যারা ঢাকা শহরে অথবা অন্যান্য কোনো জায়গা থেকে টাকা পাঠান।  বর্তমানে মোবাইলে টাকা পাঠানোর অনেক ধরনের পদ্ধতি রয়েছে। 

যেমন - বিকাশ, নগদ, রকেট, উপায় এছাড়াও অনেক পদ্ধতিতে এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠানো যায়।

আমরা অনেকেই এসব টাকা পাঠাতে গিয়ে ভূলে সেই নাম্বারে  Flexiload দিয়ে থাকি। এর ফলে আমরা সেই টাকাটি মোবাইল ফোন থেকে বের করতে পারি না। 

ফলে সেই টাকা মোবইলেই থেকে যায়।  আমরা সেই টাকা কথা বলা ছাড়া অন্য কোনো কাজে লাগাতে পারি না।  সেই টাকা আমরা হাতে পায়না। শুধু  কথা বলেই শেষ করতে হয়।

সেজন্যে সিম কোম্পানির লোকের এই অভিনব Balance Transfer পদ্ধতিটি চালু করেছে।  এই পদ্ধতিতে অনেকেরই উপকার হবে।

কেউ যদি ভূল করে বিকাশে টাকা পাঠাতে গিয়ে মোবাইল রিচার্জ দিয়ে থাকে। ফলে সে টাকাটি আমরা হাতে পাইনা।  শুধু কথা বলে টাকাটি শেষ করতে হয়। 

এই রিচার্জের টাকাটি আমরা কীভাবে সরাসরি আমাদের হাতে পাবো সেটা নিয়ে আজকের এই আর্টিকেলটি।

যারা মোবাইলে Balance Transfer করতে পারেন না তাদের জন্য আজেকর এই আর্টিকেলটি।  তে চলুন দেরি না করে জানা যাক কীভাবে এক মোবাইল থেকে আরেকটা মোবাইলে Balance Transfer করা যায়।

আপনি শুধু গ্রামীণফোনের সিম গ্রামীণফোনেই টাকা Transfer করতে পারবেন।  আর বাংলালিংক সিম থেকে বাংলালিংক সিমে টাকা Transfer করতে পারবেন।

সিমের Recharge এর টাকা থেকে Balance  Transfer করতে পারবেন।  

Balance Transfer করার জন্য প্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে।  আজকে আমি আপনাদের দেখাবো গ্রামীন সীমে কীভাবে Balance Transfer করা যাবে।

গ্রামীন সিমে  রেজিষ্ট্রেশন করার জন্য প্রথমে আপনার সিমের ডায়াল প্যাডে আসবেন। 


সেখানে ডায়াল করবেন *121*1500#

ডায়াল করার পর আপনার গ্রামীন সিমটিতপ কল দিন।  আমার সিম ১ এ গ্রামীণ সিম রয়েছে তাই সিম এক এ দিলাম।

আপনাদের যদি সিম ২ এ গ্রামীন সিম তোলা থাকে তাহলে সেটায় কল দিবেন।

কল দেয়ার পর আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন।  সেখানে Registration নামে একটা অপশন দেখতে পাবেন।

আপনি সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেখানে রেজিষ্ট্রেশন করে নিবেন।  রেজিষ্ট্রেশন করা হলে আপনার ফোনে 6 ডিজিটের একটি কোড আসবে সেটি নোট করে রাখবেন।


তারপর আপনি আবার *১২১*১৫০০# ডায়াল করুন।

ডায়াল করার পর সেখানে ২ নাম্বার অপশনে Transfer balance পাবেন সেখানে ক্লিক করবেন।


তারপর আপনি যে নাম্বারে টাকা Transfer করতে চান সে নাম্বারটি এখানে লিখুন।  নাম্বারটি লেখার পর Send  অপশনে ক্লিক করবেন।


send অপশনে ক্লিক করার জন্য আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন।  এখানে আপনার টাকার পরিমাণটা আবার লিখুন।  তারপর আবার sent করুন।


তারপর আপনার পিন নাম্বারটি লিখুন। তারপর send ক্লিক করুন। তাহলেই টাকা ওই নাম্বারটিতে চলে যাবে।

মনে রাখবেন গ্রামীন সিম থেকে গ্রামীণ সিমেই টাকা৷ transfer করতে পারবেন।  আর বাংলালিংক সিম থেকে বাংলালিংক এ টাকা Transfer করতে পারবেন। 

https://www.facebook.com/profile.php?id=100087366003509&mibextid=ZbWKwL

আশা করি সম্পূর্ণ আর্টিকেলটি আপনারা ভালোভাবে পড়েছেন। আমি সর্বদা সঠিক তথ্য দেয়ার চেষ্টা করেছি ৷

আমারলেখা আর্টিকেলে যদি কোনোপ্রকার ভূল পেয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। 

আমার আর্টিকেলটা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারেন!

নামাজ বাদ দিয়ো না বন্ধু ।  নামাজ পড়ো বন্ধু, এপারের থেকে ওপারের জীবন অনেক বেশি সুন্দর♥️।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ