সুপ্রিয় পাঠক, আস্সালামু আলাইকুম । বর্তমানে বাংলার লেখার জন্য অভ্র বা বিজয় কিবোর্ড চিনেনা এমন Computer User কমই আছে ।
তারই ধারাবাহিকতায় অভ্র ও বিজয় কিবোর্ডের মধ্যে পার্থক্যের আলোচনা করা হলো ।
কারণ যারা নতুন ইউজার আছেন বা নতুন টাইপিং শেখবেন ভাবছেন তাদের জন্য এই পোস্টটি কাজে লাগতে পারে ।
তারপর আপনিই চিন্তা করে দেখুন আপনি কোন কিবোর্ড দিয়ে লিখবেন ?
- অভ্র ও বিজয় কিবোর্ডের মধ্যকার পার্থক্য:
অভ্র ও বিজয় এর পার্থ্ক্য নিচে
অভ্র | বিজয় |
অভ্র শুরু থেকেই ইউনিকোড বেজড। | পুরনো বিজয়ে ইউনিকোড ফন্টগুলির সাপোর্ট নেই। |
অভ্রতে বিজয়ের একটি ফন্টও কাজ করে না। | সে সর্বদাই ইউনিকোড বেজড মুক্ত ফন্ট এর উপর নির্ভরশীল। |
অভ্রতে ঃ, ৎ, ঁ, ং এবং ঙ- এর কি স্ট্রোক ভিন্ন। |
বিজয়ে ে-কার ি-কার অক্ষর লেখার আগে চাপতে হয়। |
অভ্রতে লেখার জন্য দুই ধরনের Style রয়েছে । বিজয় Old style, অভ্র Modern Style | বিজয়ে শুধু আগের Old style- এ লেখা যায় । |
অভ্রতে (Keyboard Layout) কি-বোর্ড নিজেই তৈরী করে নেয়া যায় |
কিন্তু বিজয়ে এ ধরনের কোন সুবিধা নেই। |
অভ্র Phonetic- এ ইংরেজী থেকে বাংলা লেখা যায় |
বিজয়ে Phonetic -এর মতো কোন সিস্টেম নেই । |
কিছু Software- ফটোশপ, ইলাস্ট্রেটর এ অভ্র দিয়ে লেখা যায় না । |
কিন্তু বিজয় দিয়ে ফটোশপ, ইলাস্ট্রেটর এ অভ্র দিয়ে লেখা যায় । |
রিদমিক কিবোর্ড পুরোনোটা
You must be logged in to post a comment.