অভ্র নাকি বিজয় ? কোনটি দিয়ে আপনার প্রথম Typing শুরু করবেন ?

সুপ্রিয় পাঠক, আস্‌সালামু আলাইকুম । বর্তমানে বাংলার লেখার জন্য অভ্র বা বিজয় কিবোর্ড চিনেনা এমন Computer User কমই আছে ।

তারই ধারাবাহিকতায় অভ্র ও বিজয় কিবোর্ডের মধ্যে পার্থক্যের আলোচনা করা হলো ।

কারণ যারা নতুন ইউজার আছেন বা নতুন টাইপিং শেখবেন ভাবছেন তাদের জন্য এই পোস্টটি কাজে লাগতে পারে । 

তারপর আপনিই চিন্তা করে দেখুন আপনি কোন কিবোর্ড দিয়ে লিখবেন ? 

  • অভ্র ও বিজয় কিবোর্ডের মধ্যকার পার্থক্য:

অভ্র ও বিজয় এর পার্থ্ক্য নিচে

 

অভ্র বিজয়
অভ্র শুরু থেকেই ইউনিকোড বেজড। পুরনো বিজয়ে ইউনিকোড ফন্টগুলির সাপোর্ট নেই। 
অভ্রতে বিজয়ের একটি ফন্টও কাজ করে না।  সে সর্বদাই ইউনিকোড বেজড মুক্ত ফন্ট এর উপর নির্ভরশীল।

অভ্রতে ঃ, ৎ,  ঁ, ং এবং ঙ- এর কি স্ট্রোক ভিন্ন।

বিজয়ে ে-কার ি-কার অক্ষর লেখার আগে চাপতে হয়।
অভ্রতে লেখার জন্য দুই ধরনের Style রয়েছে । বিজয় Old style, অভ্র Modern Style বিজয়ে শুধু আগের  Old style- এ লেখা যায় । 
অভ্রতে (Keyboard Layout) কি-বোর্ড নিজেই তৈরী করে নেয়া যায় 

কিন্তু বিজয়ে এ ধরনের কোন সুবিধা নেই।

অভ্র Phonetic- এ ইংরেজী থেকে বাংলা লেখা যায়

বিজয়ে Phonetic -এর মতো কোন সিস্টেম নেই ।

কিছু Software- ফটোশপ, ইলাস্ট্রেটর এ অভ্র দিয়ে লেখা যায় না । 

কিন্তু বিজয় দিয়ে ফটোশপ, ইলাস্ট্রেটর এ অভ্র দিয়ে লেখা যায় ।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Saddam Hossain - Dec 4, 2021, 3:45 AM - Add Reply

রিদমিক কিবোর্ড পুরোনোটা

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles