কিভাবে অনলাইন জিডির আবেদন করবেন

জিডির আবেদন করতে প্রথমে আপনি যেকোন ইন্টারনেট ওয়েবসাইটে প্রবেশ করুন। এবং ভিজিট করুন-http://gd.police.gov.bd/ লিংকে প্রবেশ করে উপরে থাকা রেজিষ্ট্রশন অপশন এ

ক্লিক করে আপনার এনআইডি নম্বর দিয়ে রেজিষ্ট্রশন করার জন্য প্লে ষ্টোর হইতে এপস ডাউলোড করুন।

তার পর প্রবেশ বা (লগইন) অপশনে ক্লিক করে লগইন করে নিন। তার পর নিচে তথ্য এন্ট্রি থাকা হারানো অপশনে ক্লিক করি।

আপনার প্রদত্ত হারানোর অপশনে ক্লিক করেন। মনে রাখবেন কাগজ সংক্রান্ত সকল বিষয় ডকুমেন্ট এ পাবেন। 

এখানে কোন কোন বিষয় জিডি করতে পারবেন তা হলোঃ

১। যানবাহন

২। মানুষ 

৩। কম্পিউটার 

৪। মোবাইল ফোন

৫। ডকুমেন্ট 

৬। কার্ড সমুহ

৭। সিম কার্ড

৮। অন্যান্য

ক্লিক করে আপনার তথ্য পুরন করুন

যদি অন্য লোকের জিডি করে থাকেন তাহলে এন্ট্রি ফর এ থাকা অন্য জন ক্লিক করে 

জাতীয় পরিচয়পত্র দ্বারা ভেরিফিকেশন করে নিন। 

১ম পাতার তথ্য পূরণ শেষে হলে শনাক্তকরন চিহৃ তাকলে দিন না থাকলে ছেড়ে দিন। 

পরবর্তী অপশনে হারানোর স্থান ও সময় ঘটনার বিবরণ দিন এবং ভালো করে তথ্য দেখে নিন। 

পরবর্তীতে সাবমিট অপশনে ক্লিক করুন এবং ব্যক্তির তথ্যতে থাকা মোবাইল নম্বরে ওটিপি যাবে সেটি প্রদন করুন।

আপনার আবেদন নিকটস্থ থানা পুলিশ দ্রপ্তরে জমা হয়েছে। পুলিশ দ্রপ্তরে হইতে পরবর্তী কার্যক্রম গ্রহন করবে। 

এতক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles