সেরা ৩টি এন্ড্রয়েড মোবাইল স্ক্রিন রেকর্ডিং অ্যাপস

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনার যদি একটি টেকনোলজি(Technology) বিষয়ক ইউটিউব চ্যানেল থাকে। এবং আপনি যদি আপনার ফোনের স্ক্রিন রেকর্ড করে ভিডিও বানাতে চান তবে আপনি ঠিক জায়গায় এসেছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন সেরা তিনটি স্ক্রিন রেকর্ডার (Screen Recorder) অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন(Android application) বা অ্যাপ। যা আপনার ফোনের স্ক্রিনকে রেকর্ড করে একটি সুন্দর ভিডিও, অনায়াসে তৈরি করে দিবে।  তো আমার ঝুলিতে যে ৩ টি Screen Recorder Android অ্যাপ রয়েছে:

  • V recorder.
  • AZ Screen Recorder.
  • Mobizen

V Recorder

V recorder অ্যাপ্লিকেশনটি খুবই জনপ্রিয় অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের দ্বারা ভিডিও রেকর্ডিং এর সাথে সাথে ভিডিও এডিটিং করতে পারবেন। অ্যাপটির সাইজ মাত্র 40Mb. এই অ্যাপটি হচ্ছে অল ইন অন। ভি রেকর্ডার অ্যাপ্লিকেশনে যে যে সুবিধা পাবেনঃ

  • স্ক্রিনকে রেকর্ড করতে পারবেন।
  • স্ক্রীনে আঁকাআকি করতে পারবেন।
  • Screenshot নিতে পারবেন।
  • স্ক্রিন রেকর্ড করার সাথে সাথে আপনার Front Camera ব্যবহার করে ভিডিও নিতে পারবেন।
  • 1080p বা ফুল HD স্ক্রিন রেকর্ড করতে পারবেন.
  • ভিডিও এডিটিং করতে পারবেন।
  • অ্যাপটি ব্যবহার করে আপনার ফোনের স্ক্রিনকে ইউটিউবে লাইভ স্ট্রিমিং করতে পারবেন।
  • স্মার্টফোনের ভেতরের শব্দকে রেকর্ড করতে পারবেন।
  • স্ক্রিন রেকর্ড করার সময় আপনার ভয়েজকেও রেকর্ড করতে পারবেন।
  • ভিডিও থেকে অডিও ফাইল তৈরি করতে পারবেন।
  • ফোন শেক করলেই স্ক্রিন রেকর্ডিং বন্ধ হয়ে যাবে।

AZ Screen Recorder

AZ Screen Recorder খুবই হালকা সাইজের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। যা আপনার ফোনের স্ক্রিন রেকর্ডার ব্যাবহার করে ভিডিও তৈরিতে সাহায্য করে। অ্যাপটির সাইজ শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। মাত্র 11Mb. আর অ্যাপটির এত কম সাইজে অনেক  সুযোগ সুবিধা প্রদান করতে সক্ষম হওয়ায় অ্যাপটি অনেকের কাছে জনপ্রিয়। এ জেড স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকেশনে যে যে সুবিধা পাবেনঃ

  • স্ক্রিনকে রেকর্ড করতে পারবেন।
  • স্ক্রীনে আঁকাআকি করতে পারবেন।
  • Screenshot নিতে পারবেন।
  • স্ক্রিন রেকর্ড করার সাথে সাথে আপনার Front Camera ব্যবহার করে ভিডিও নিতে পারবেন।
  • 1080p বা ফুল HD স্ক্রিন রেকর্ড করতে পারবেন.
  • ভিডিও এডিটিং করতে পারবেন।
  • অ্যাপটি ব্যবহার করে আপনার ফোনের স্ক্রিনকে ইউটিউবে লাইভ স্ট্রিমিং করতে পারবেন।
  • স্মার্টফোনের ভেতরের শব্দকে রেকর্ড করতে পারবেন।
  • স্ক্রিন রেকর্ড করার সময় আপনার ভয়েজকেও রেকর্ড করতে পারবেন।

Mobizen

Mobizen একটি খুবই সাদামাটা Screen recording app. কিন্তু বেশ কাজের। Mobizen অ্যাপটি ডাউনলোড করতে হলে আপনাকে প্লে স্টোরে গিয়ে Mobizen সার্চ করতে হবে। এরপর ইনস্টল বাটনে ক্লিক করলেই ইন্সটল হয়ে যাবে আপনার 35 Mb Mobizen app টি। মোবিজেন অ্যাপটিতে আপনি যে যে সুবিধাগুলো পাবেনঃ

  • স্ক্রিন রেকর্ড করতে পারবেন।
  • স্ক্রিনশট নিতে পারবেন।
  • স্ক্রিন রেকর্ড করার সাথে সাথে আপনার সেলফি ক্যামেরা ব্যবহার করে ভিডিও নিতে পারবেন।
  • 1080p বা ফুল HD স্ক্রিন রেকর্ড করতে পারবেন.
  • ভিডিও কাটা-কাটি এবং জোড়া লাগাতে পারবেন।
  • স্ক্রীনে আঁকাআকি করতে পারবেন[Premium version].

বোনাস টিপস

আপনাদের সাথে যে তিনটি স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকেশন এর কথা শেয়ার করেছি তাতে অনেক সময় premium version, Ad show, video watermark থাকতে পারে। এগুলো রিমুভ করার জন্য আপনি যে কাজটি করতে পারেন। ফোনের যেকোনো একটি ব্রাউজার খুলুন। যেমনঃ Google Chrome, UC Browser, Mozilla Firefox. এবং সার্চ করুনঃ

  • V recorder এর জন্য সার্চ করুন V recorder mod apk download
  • AZ Screen Recorder এর জন্য সার্চ করুন AZ Screen Recorder mod apk download
  • Mobizen এর জন্য সার্চ করুন Mobizen mod apk download

আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট খুলে যাবে।আপনার পছন্দমত যেকোন একটি ওয়েবসাইট থেকে আপনার কাঙ্খিত অ্যাপটি ইনস্টল করে নিন। এটা আপনাকে premium version, Ad show, video watermark  রিমুভ করে দিবে।

তো আজ এ পর্যন্তই। সামনের দিনের আর্টিকেল পড়ার আমন্ত্রণ জানিয়ে আজকের লেখা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

I am a student. I like to read and write in my pleasure time. I have also a passion to the technology fields. To make my passion true, I have joined this blog.