অ্যালুমিনিয়াম ফয়েল যা কিনা আমাদের সবার বাসায় কমবেশি থাকে। খাবার মুড়িয়ে নেওয়া থেকে শুরু করে আরও বিভিন্ন কাজে অ্যালুমিনিয়াম ফয়েল ব্যাবহার করা যায়।
রুপার গহনা থেকে কালচে ভাব দূর করতেঃ- এক লিটার পানি ও এক চামুচ বেকিং সোডা মিশিয়ে নিন।এবার অ্যালুমিনিয়াম ফয়েল মুড়িয়ে গোল আকারে বানিয়ে পানিতে ফেলে দিন।এখন সেই পানি ফুটাতে থাকুন। ফুটন্ত পানিতে রুপার গহনা চিমটের সাহায্যে রেখে দিন।১০ মিনিট পর তুলে নিন।দেখবেন একদম নতুনের মতো চকচক করছে।
চুলে রং করতেঃ- চুল রং করতে অ্যালুমিনিয়াম ফয়েল ভালো কাজ করে।একটা করে ভাগ করে নিয়ে রং লাগিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল মুড়ে রাখুন। এতে করে রংও ভালো ধরবে এবং নোংরাও হবে না।
দাঁতের হলদে ছোপ পরিষ্কার করতেঃ- প্রথমে অ্যালুমিনিয়াম ফয়েল,টুথপেষ্ট ও সামান্য বেকিং সোডা মিশিয়ে লম্বা করে লাগিয়ে নিন।এবার ফয়েল শুদ্ধ দাঁতে লাগিয়ে ২০-৩০ মিনিট মুখ বন্ধ করে রাখুন।সময় হয়ে গেলে পানি দিয়ে মুখ কুলি করে ফেলুন।দেখবেন হলদে ছোপ পরিষ্কার হয়ে গেছে।
জামা কাপড় ইস্ত্রি করতেঃ- অ্যালুমিনিয়াম ফয়েল আপনার শার্ট বা টি-শার্ট এর মধ্যে রেখে দিন।দেখবেন একবারেই ইস্ত্রি যাবে।
ছুরি-কাঁচি ধার দিতেঃ- ব্যাবহার করে করে অনেক সময় ছুরি-কাঁচি ভোঁতা হয়ে যায়। সে ক্ষেএে অ্যালুমিনিয়াম ফয়েল মুড়িয়ে নিয়ে বেশ কয়েকবার ভোঁতা ছুুরি বা কাঁচি ওপর চালিয়ে নিন।দেখবে আগের মতো ধারলো হয়ে গেছে।
দীর্ঘমেয়াদি ব্যাটারি পেতেঃ- এক টুকরো অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে ছোট ছোট পুঁটলি করে নিন।এবার রিমট বা ঘড়ি ব্যাটারি খাঁজে পুঁটলি রেখে ব্যাটারি রেখে দিন। ব্যাটারি পজিটিভ দিক যেন ফয়েলের সঙ্গে যুক্ত থাকে
You must be logged in to post a comment.