আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভালো আছেন ।
আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এয়ারটেল সিমে 19 টাকায় 2 জিবি ইন্টারনেট নিবেন । তো এই অফারটা সবাই পাবেন না ।
যারা নতুন সিম ব্যবহার করেন শুধুমাত্র তাদের জন্য তো চলুন দেখে নেয়া যাক কিভাবে ক্রয় করবেন ।
প্রথমে আপনার ডায়াল প্যাডে যান । যাওয়ার পর এই কোডটি ডায়াল করুন (*121*887#)।
এরপর নিচের স্ক্রীনশটএর মত লেখা আসবে ।
আপনি 1 লিখে সেন্ড করবেন ।
সেন্ড করার কিছুক্ষণের মধ্যেই আপনার একাউন্টে 2 জিবি ইন্টারনেট চলে আসবে।
তো দেখুন আমার টু জিবি ইন্টারনেট চলে এসেছে ।
এভাবে আপনারাও মাসে একবার 2 জিবি ইন্টারনেট 19 টাকা দিয়ে নিতে পারবেন।
তো আজ এই পর্যন্ত দেখা হবে পরের আর্টিকেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ।
You must be logged in to post a comment.