হ্যালো বন্ধুরা, আসসালামু ওলাইকুম আসা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা এটাই দেখবো যে ইসলামী ব্যাংকে একাউন্ট খুলতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হয়।
A 2 Z আজকের এই পোস্ট এর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দিবো যে ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে হলে আপনার কি কি কাগজ পত্র লাগবে তো চলুন দেখে নেই কি কি কাগজ পত্র আপনার লাগবে।
১। যে ব্যাক্তির নামে একাউন্ট করবেন তার ২ কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে
২। যে একাউন্ট খুলবে তার এনআইডি কার্ডের ফটো কপি অথবা পাসপোর্ট ও জন্ম নিবন্দন এর ফটো কপি
৩। আপনার একাউন্ট এর জন্য জাকে নমিনি দিবেন তার এনআইডি কার্ডের ফটো কপি ও তার পাসপোর্ট সাইজের ১ কপি ছবি
৪। প্রয়োজনীয় সব কাগজ পত্র দেওয়ার পর আপনাকে একটি ফর্ম দেওয়া হবে সেই ফর্ম টি আপনাকে পুড়ন করতে হবে এবং আপনার
স্বাক্ষর নিবে স্বাক্ষর টি মনে রাখবেন কারন সেই স্বাক্ষর দিয়েই আপনি আপনার টাকা উঠাতে পারবেন ফর্ম পুড়ন করার সময় যে স্বাক্ষর টা দিবেন সেটা ভালো ভাবে মনে রাখবেন তা না হলে আপনি কিছু করতেব পারবেন না
৫। একটি সচল মোবাইল নাম্বার লাগবে
এখন আমি আপনাদের একটি ট্রিপ্স দিচ্ছি যে জারা সেভিংস একাউন্ট করতে চান বা সেলফিন একাউন্ট করতে চান তারা এনআইডি কার্ড ও জাবতিও কাগজ পত্র নিয়ে ব্যাংক এ গেলেই খুলে দিবে।
অর্থাৎ ১ ঘন্টার মধ্যে ওপেন করে দেওয়া হবে তো এই ছিলো আজকের পোস্ট কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ।
You must be logged in to post a comment.