৫ জি নেটওয়ার্ক কি এবং কিভাবে কাজ করে : যত সময় যাচ্ছে প্রযুক্তির তত উন্নতি হচ্ছে । ছোট বেলায় বাটন ফোন দিয়ে ইন্টারনেট ব্যবহার করতাম ২ জি মোবাইল । প্রায় ৮ থেকে ১ বছর আগে । এম বি কিনতাম ১ টাঁকায় ৫ এম বি । এই এম বি দিয়েই ফেসবুক সারাদিন চালানো যেত । কিন্তু নেটওয়ার্ক প্রযুক্তির যত উন্নতি হচ্ছে তত আমরা বেশি গতির ইন্টারনেট ব্যবহার করছি ।
২জি থেকে ৩ জি এলো এরপর ৪ জি (LTE) । ৪জি অর্থাৎ চতুর্থ প্রজন্মের পর এবার আসতে চলেছী ৫ জি নেটওয়ার্ক ওয়ারলেস ডেটা । এর মাধ্যমে ব্যবহারকারী নতুন এক ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হবে । কারন ইন্টারনেট এর সব গতি কে পিছনে ফেলে ৫ জি নেটওয়ার্ক এর ডাউনলোড গতি হবে প্রায় ২০ জিবিপিস স্পিড ।
তাহলে বুঝতেই পারছেন ৫ জি প্রযুক্তি কেমন হতে যাচ্ছে । হা বন্ধুরা আজকে আলোচনা করবো ৫ জি নেটওয়ার্ক নিয়ে । পড়তে থাকুন অনেক কিছু জানতে পারবেন ৫ জি সম্পর্কে ।
৫ জি হল নেটওয়ার্ক এর একটি জেনারেশন বা প্রজন্ম । আমরা ২ জি বা দ্বিতীয় প্রজন্ম থেকে ইন্টারনেট ব্যবহার করা শুরু করেছি । এরপর ৩ জি থেকে ৪ জি বা চতুর্থ প্রজন্ম আমরা ব্যবহার করছি । কিন্তু পরবর্তীতে এসব কিছু কে পিছনে ফেলে চলে আসছে ৫ জি বা পঞ্চম প্রজন্ম ।
৫জি এই এই সময়ের সবচেয়ে শেষতম এবং শক্তিশালী নেটওয়ার্ক প্রযুক্তি বা জেনারেশন । এই প্রযুক্তি ব্যবহার করে ওয়ারলেস ইন্টারনেটের গতি এবং কার্যকারিতা প্রকৌশল করা হয় । এই ওয়ারলেস ব্রডব্রান্ড ইন্টারনেটের গতির পরিমান হবে প্রায় ২০ জিবিপিএস (GBPS) ।
আমরা যে ওয়েব ব্রাউজিং এর সময় পেজ লোড হতে সময় লাগে এবং ইউটিউব ভিডিও চালু হওয়ার সময় কিছু টাইম লাগে কিন্তু ৫ জি তে ১ মিলিসেকেন্ড এর মধ্যে ভিডিও চালু হবে । অতএব আপনি বুঝতেই পারছেন না কত দ্রুত ইউটিউব বা ওয়েব ব্যবহার করতে পারবেন । ৫ জি তে থাকছে উচ্চ ব্রান্ডউইথ এবং উন্নত মানের এন্টেনা । যার ফলে প্রচুর পরিমান ডেটা আদানপ্রদান করতে পারে ।
৫জি নেটওয়ার্ক এর উচ্চ গতির কারনে ওয়ারলেস ইন্টারনেট ব্যবহার এর পাশাপাশি অন্যান্য যন্ত্র ও পরিচালনা করতে পারবে এই প্রযুক্তি ব্যবহার করে । যেমন চালকবিহীন গাড়ি , বাড়ির বিভিন্ন স্বয়ংক্রিয় জিনিস পত্র ।
এছাড়াও ৫ জি নেটওয়ার্ক এর সবচেয়ে বড় চমক হল “হলোগ্রাম প্রযুক্তি” । হলোগ্রাম প্রযুক্তি হল লাইভ ৩ডি(3D) ভিডিও প্রযুক্তি । এর মাধ্যমে একই অবস্থানে থেকে ভিন্ন ভিন্ন জায়গাতে 3D ভিডিও কনফারেন্স করতে পারবে । এই প্রযুক্তি ব্যবহার করে রিয়েল টাইম যেকোনো যান নেভিগেট বা পরিচালনা করতে পারে ।
৫জি নেটওয়ার্ক সামনের কয়েক বছরে বিভিন্ন ধাপে কার্যকর করা হবে । মোবাইল ইন্টারনেটে এর ব্যাপক পরিবর্তন আনবে বলে ধারনা করা হয় ।
৫ জি প্রযুক্তির কিছু বৈশিষ্ট্য
- ৫ জি নেটওয়ার্ক এর নতুন কিছু বৈশিষ্ট্য নিচে উল্লেখ্য করা হলঃ
- বাংলাদেশে প্রতি সেকেন্ডে প্রায় ১০ জিবি এর উপর ডাউনলোড করতে পারবেন ।
- যেকোনো ধরনের ভিডিও বা ওয়েব ব্রাউজিং করতে ১ মিলিসেকেন্ড সময় লাগবে ।
- ৫ জি তে ৪জি থেকে প্রায় এক হাজার গুন বেশি গতি ।
বন্ধুরা আজ এই পর্যন্তই ভাল থাকবেন যদি আর্টিকেলটি পড়ে ভাল লাগে কমেন্ট,লাইক এবং শেয়ার করবেন
You must be logged in to post a comment.