স্মার্টফোনের গুরুত্বপূর্ণ সংকেত: আজকে স্মার্টফোনের গুরুত্বপূর্ণ 20টি কোড শেয়ার করবো। এন্ড্রয়েড চালিত মুঠো ফোনের আছে কিছু নিরাপত্তা ও গোপন সংকেত। এগুলো ব্যবহার করে জানা যাবে যন্ত্রের কার্যক্ষমতা এবং পরিবর্তন করা যাবে বিভিন্ন সেটিংস।
এন্ড্রোয়েড চালিত প্রায় সব মুঠোফোনে এগুলো ব্যবহার করা যাবে। ফোনের কি-প্যাড ব্যবহার করে সংকেত লিখলে নির্দিষ্ট কাজের বিষয়ে জানা যাবে।
01-*#06# ফোনের IMEI নাম্বার দেখাবে।
02-*#7465625# ফোন লক অবস্থান দেখাবে।
03-*#*#8255#*#* জি-টক সেবার পর্দা দেখাবে।
04-*#*#1472365#** জিপিএস পরীক্ষা করবে।
05-*#*#34971539#*#* ক্যামেরা সম্পর্কে জানাবে।
06-*#*#197328640#*#* সব সেবা পরীক্ষা করবে।
07-*#*#232339#*#* Wireless LAN পরীক্ষা করবে।
08-*#*#232337#*# ব্লু-টুথ ডিভাইসের ঠিকানা দেখাবে।
09-*#*#3264#*#* সিস্টেমের রামের সংস্করণ দেখাবে।
10-*#*#2664#*#* স্পর্শ পর্দা (টাচ স্ক্রিন) পরীক্ষা করবে।
11-*#*#232338#*#* ওয়াইফাই-এর ম্যাক ঠিকানা দেখাবে।
12-*#*#1234#*#* পিডিএ এবং ফার্মওয়্যার সংস্করণ দেখাবে।
13-*#301279# HSDPA/HSUPA নেটওয়ার্ক নিয়ন্ত্রণ তালিকা দেখাবে ।
14-*#12580*369# সফটওয়্যার এবং যন্ত্রাংশের সম্পর্কে দেখাবে।
15-*#0*# পরিসেবা মেনু সেট করা যাবে (গ্যালাক্সি এস ৩ ফোনের জন্য )
16-*#*#0842#*#* ব্যাক লাইট এবং কম্পন (ভাইব্রেসন) পরীক্ষা করার জন্য।
17-*#*#4636#*#* ফোনের তথ্য, ব্যবহার পরিসংখ্যান, ব্যাটারি সর্বশেষ অবস্থান জানাবে।
18-*#*#7780#*#* ফ্যাক্টরি রি-স্টোর সেটিং। গুগল অ্যাকাউন্টসহ সকল সিস্টেম ডাটা মুছে যাবে।
19-*2767*3855# সকল অভ্যন্তরীন (ইন্টারনাল) এবং বহিরাগত (এক্সটারনাল) তথ্য মুছে গিয়ে ফোনের ফার্মওয়্যার রি-ইনস্টল হবে।
20-*#06# ফোনের IMEI নাম্বার দেখাবে।
প্রিয় পাঠক উপরের কোড গুলো ফোনের ক্যী প্যাড ব্যবহার করে ফলাফল পাবেন।
প্রিয় পাঠক উপরের কোড গুলোর ভিতর যদি কোনটি কাজ না করে তাহলে এজন্য আপনার ফোনের, মডেলের উপর নির্ভর করে।
যদি কোন ভুল থাকে তবে ভুলটি ধরিয়ে দিবেন।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।
You must be logged in to post a comment.